কলকাতা, 30 জুলাই: রাজ্য সরকারের প্রকল্প সামনে রেখে 15 কোটি টাকার প্রতারণা চক্রের পর্দাফাঁস । প্রতারিত ভিন রাজ্যের একাধিক ব্যবসায়ী ।উদ্ধার হয়েছে প্রায় 8 লক্ষ স্কুল ইউনিফর্ম, মোজা ও ব্যাগ ৷ গ্রেফতার হয়েছেন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত 10 জন ৷
পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রজেক্টের নাম করে প্রতারণা চক্র চালিয়ে যাচ্ছিল অভিযুক্তরা । পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে ‘আনন্দ ধারা’ নামে একটি প্রজেক্ট আছে । এই আনন্দ ধারা প্রজেক্টের মাধ্যমে সরকারি স্কুলগুলির বাচ্চাদের ইউনিফর্ম এবং ব্যাগ দেওয়া হয় । ওই প্রজেক্টের নাম করে অন্য রাজ্যের কোম্পানিকে ইউনিফর্ম-ব্যাগের সাপ্লাই কন্টাক্ট পাইয়ে দেওয়ার কথা বলা হত ৷ সেই সাপ্লাই-অর্ডার এবং এগ্রিমেন্টের নাম করে এদের কাছ থেকে টাকা কালেক্ট করা হতো ।
জুলাই মাসে প্রথম অভিযোগ আসে আনন্দধারা প্রজেক্টের সিইও’র কাছ থেকে ৷ দু’টি প্রতারিত কোম্পানির থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশের কাছে কমপ্লেন করেন । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ । মোট আট’জনকে গ্রেফতার করা হয় ৷ তাদের কাছ থেকে বিভিন্ন ডকুমেন্ট এবং ভুয়ো সাপ্লাই অর্ডার-সহ বিভিন্ন জিনিস সিজ করা হয় ।
কী হয়েছে ?
2024 সালের জুন মাসে বিধাননগর দক্ষিণ থানায় গুরগাঁওয়ের একটি কোম্পানি থেকে অভিযোগ আসে । জানা গিয়েছে, আনন্দ ধারা প্রজেক্টের জন্য স্কুল ইউনিফর্ম এবং ব্যাগ সাপ্লাই করার জন্য ওদের সাপ্লাই-অর্ডার দেওয়া হয়েছে । বিভিন্ন ফেজে মালও সাপ্লাই করেছিলেন তারা ৷ কিন্তু কোনও পেমেন্ট পাননি ।
তদন্ত উঠে আসে শুভাশিস সিংহ বলে এক ব্যক্তির নাম ৷ এই শুভাশিস সিংহের মাধ্যমেই যাবতীয় অর্ডার গিয়েছিল । জুন মাসে গ্রেফতার হয় শুভাশিস সিংহ । ওই কেসেই সঞ্জীব চক্রবর্তী নামে আরও একজনকে গ্রেফতার করা হয় । তারপরে অভিযোগ আসে দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে । জানা যায়, 15 কোটি টাকার এগ্রিমেন্ট হয়েছিল ।
বিধান নগর পুলিশ কমিশনারের জয়েন্ট সিপি বিভি চন্দ্রশেখর জানিয়েছেন, ডানকুনির একটি গোডাউনে তল্লাশি চালানো হয় । সেখান 97 হাজারের বেশি স্কুল ব্যাগ, ৩ লক্ষ 8 হাজার 500টি স্কুল ইউনিফর্ম এবং 3 লক্ষ 84 হাজার জোড়া মোজা উদ্ধার হয়েছে । 22টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে । যেখানে প্রায় 7 লক্ষ টাকা ছিল ।