দুর্গাপুর, 27 অগস্ট: নবান্ন অভিযানে যাওয়ার সময় স্টেশনে পুলিশি বাধার অভিযোগ উঠল দুর্গাপুরে ৷ প্রতিবাদে স্টেশনের মধ্যেই মিছিল শুরু করে দিলেন প্রতিবাদীরা ৷ ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুর স্টেশন চত্ত্বরে ৷
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ও পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ৷ ছাত্রদের ডাকে সাড়া দিয়ে এদিন সকালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন সাধারণ মানুষ ৷ ছাত্রদের এই অভিযানকে সমর্থন জানিয়েছে বিজেপি ৷ বাকিদের মতো এদিন সকালে নবান্নের উদ্দেশে রওনা দেন দুর্গাপুরের ছাত্রছাত্রী ও বিজেপি কর্মীরা ৷ অভিযোগ, স্টেশনে পৌঁছতেই তাঁদের বাধা দেন পুলিশকর্মীরা ৷ জাতীয় পতাকায় ফাইবার স্টিক লাগিয়ে নিয়ে যাওয়া যাবে না বলে জানান তাঁরা ৷ এরপরই পুলিশের আচরণে ক্ষোভে ফেটে পড়েন প্রতিবাদীরা ৷ স্টেশনের মধ্যেই মিছিল শুরু করেন তাঁরা ৷ ঘটনায় নিমেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্টেশন চত্ত্বরে ৷ পরিস্থিতি সামাল দিতে পিছু হটতে বাধ্য হন পুলিশকর্মীরা বলে দাবি ৷
ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা দেশের জাতীয় পতাকা কাঁধে নিয়ে আন্দোলনে যাচ্ছি ছাত্রদের ডাকে । কিন্তু ফাইবার স্টিকে বেধে জাতীয় পতাকা নিয়ে যাওয়া যাবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয় । আমরাও পুলিশকে পাল্টা প্রতিরোধ করতে পারতাম কিন্তু তা আমরা করিনি ।" বিজেপির জেলা নেতা অভিজিৎ দত্ত বলেন, "এই আন্দোলন ছাত্রদের আন্দোলন । রাজ্যের সমস্ত নাগরিকদেরকে আন্দোলনে যোগ দেওয়ার জন্য তাঁরাই আহ্বান জানিয়েছেন । আমরা তাঁদের আবেদনে সাড়া দিয়ে আন্দোলনে যোগ দিতে যাচ্ছি । পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে।"
অন্যদিকে, তৃণমূলের তরফে উত্তম মুখোপাধ্যায় পাল্টা অভিযোগ করে বলেন, " ছাত্রদের মুখোশের আড়ালে বিজেপির নেতা-কর্মীরা এই আন্দোলনকে সংগঠিত করছে । আরজি করের ঘটনার প্রতিবাদ জানাতে নয়, এরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই আন্দোলনের ডাক দিয়েছে । রাজ্যের সমস্ত মানুষ চাইছেন আরজি কর হাসপাতালের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ৷ আর 'ভারতীয় জঞ্জাল পার্টি' চাইছে ক্ষমতা দখল করতে ৷ রাজ্যের মানুষের কাছে আজ সমস্ত কিছুই স্পষ্ট হয়ে যাচ্ছে ।"