আসানসোল, 19 ফেব্রুয়ারি: গরু পাচার হচ্ছিল সন্দেহে করে পিক-আপ ভ্যানে আগুন ৷ পাশাপাশি আরেকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। দু’টি ক্ষেত্রেই অভিযোগের তীর গ্রামবাসীদের বিরুদ্ধে ৷ সোমবার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডাং মহিশীলা গ্রামের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। প্রায় 1 ঘণ্টার চেষ্টায় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷
গ্রামবাসীদের দাবি, এদিন দুপুরে দু’টি পিকআপ ভ্যানে বেশ কয়েকটি গরু নিয়ে যাওয়া হচ্ছিল ৷ যা দেখে সন্দেহ হওয়ায় দুটি গাড়ির চালকের কাছে কাগজপত্র দেখতে চান গ্রামবাসীরা। গাড়ি চালকরা কোনও বৈধ কাগজ দেখাতে না পারায়, গাড়ি থেকে গরুগুলিকে নামিয়ে প্রথমে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীরা । আরেকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় ।
বেশ কয়েকদিন ধরে আসানসোলের ডাং মহিশিলা গ্রামের উপর দিয়ে গরু পাচার হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। মূলত বড় রাস্তায় পুলিশের কড়াকড়ি থাকায় গ্রামের রাস্তা পথ ধরেই গরু পাচার করছে পাচারকারীরা। সোমবার দুপুরে সেরকমই দু’টি ছোট ভ্যানে বেশ কয়েকটি গরু বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রামবাসীদের সন্দেহ হয়। তারা গাড়িটিকে থামিয়ে চালকদের জিজ্ঞাসা শুরু করে ৷ গরুগুলিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানতে চান। চালক সেরকম কোনও সদুত্তর দিতে পারেনি বলে অভিযোগ গ্রামের মানুষের।
পাশাপাশি, গরুগুলিকে নিয়ে যাওয়ার জন্য বৈধ কাগজপত্র আছে কি না তাও জিজ্ঞাসাবাদ করে ওই দু’টি গাড়ির চালক এবং খালাসীকে ৷ কিন্তু তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি বলে দাবি গ্রামবাসীদের । এরপরেই গরুগুলিকে নামিয়ে এবং চালক খালাসিকে আটকে রেখে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীরা । আরেকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়।
এদিকে এলাকায় উত্তেজনার খবর পেয়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। দু’টি গাড়ির চালকে আটক করেছে ৷ পাশাপাশি গরুগুলিকেও নিরাপদে উদ্ধার করে ৷ গরুগুলি কোথা থেকে আনা হচ্ছিল আর কোথায় পাচার করা হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। দু’টি গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷
আরও পড়ুন: