আলিপুরদুয়ার/জলপাইগুড়ি, 1 এপ্রিল: বিধ্বংসী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে উত্তরবঙ্গের দুই জেলা। রবিবার কয়েকমিনিটের ঝড়ে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের ৷ পাশাপাশি প্রায় দেড়শত মানুষ আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণও নেহাত কম নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই গতকাল রাতেই রওনা দেন পরিস্থিতি দেখতে ৷ পরিস্থিতির খোঁজ নিতে স্বরাষ্টমন্ত্রী অমিত শাহও ফোন করেন বাংলার মুখ্যমন্ত্রীকে ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসও তড়িঘড়ি বেরিয়ে পড়েছিলেন উত্তরবঙ্গের উদ্দেশে ৷ উত্তরবঙ্গের কালবৈশাখী-বিধ্বস্ত জেলাগুলির সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের পক্ষ থেকে দুর্যোগ কবলিত এলাকার ভোটারদের আশ্বস্ত করে জানানো হয়েছে, কেবল ভোটার স্লিপ থাকলেই ভোট দিতে পারবেন তাঁরা।
আগামী 19 এপ্রিল দেশ তথা রাজ্যে প্রথম দফার লোকসভা নির্বাচন হতে চলেছে। প্রথম দফায় নির্বাচন হবে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। অন্যদিকে, গতকালের কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে বহু ঘর গুঁড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন এবং শতাধিক মানুষ আহত। স্বাভাবিকভাবেই এমন প্রাকৃতিক বিপর্য়য়ে 19 এপ্রিল নির্বাচনের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ভোটারদের মাথায় হাত পড়াটাই স্বাভাবিক।
তবে মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে এদিনের ঘোষণা খানিক আশ্বস্ত করতে পারে তাঁদের ৷ কমিশন জানিয়েছে, শুধুমাত্র ভোটার স্লিপ হাতে থাকলেই নিজের ভোট নিজে দেওয়া যাবে। অন্য কোনও কাগজপত্র সঙ্গে না-থাকলেও চলবে। পাশাপাশি কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঝড়ের কারণে জলপাইগুড়ি জেলায় 11টি পোলিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পোলিং স্টেশনগুলি পুনরায় মেরামতের কাজ শুরু হয়েছে। এছাড়াও যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে নির্বাচন হবে তাই কমিশনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা থাকছে প্রতিটি বুথেই ৷ মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা শৌচালয়ের ব্যবস্থা থাকবে ৷ বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য সবরকম ব্যবস্থা থাকবে যাতে তাঁরা তাঁদের ভোট দেওয়ার সময় কোনওরকম অসুবিধার সম্মুখীন হতে না-হয়। ভোটারদের জন্য ছাউনির ব্যবস্থাও করা হচ্ছে। থাকবে মেডিক্যাল টিমও।
অন্যদিকে, দ্বিতীয় পর্বের নির্বাচন হবে তিনটি লোকসভা কেন্দ্র মিলিয়ে ৷ রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং। ভোটগ্রহণ হবে আগামী 26 এপ্রিল। এই তিনটি লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ চলছে। তিনটি কেন্দ্রর মধ্যে সোমবার বেলা 2টো পর্যন্ত সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। মোট 5টি মনোনয়ন জমা পড়েছে। বালুরঘাট ও রায়গঞ্জ কেন্দ্রে একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে।
আরও পড়ুন: