ETV Bharat / state

গার্ডেনরিচ হাসপাতালে ছানি অপারেশনের পর বিপত্তি, দেখতে পাচ্ছেন না 25 রোগী - Cataract operation controversy

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 6:58 PM IST

Updated : Jul 3, 2024, 11:07 PM IST

Cataract operation controversy: গার্ডেনরিচ হাসপাতালে ছানি অপারেশনের পর বিপাকে পড়লেন বেশ কয়েকজন রোগী ৷ তাঁদের অভিযোগ, ব্যান্ডেজ খোলার পর তাঁরা আর কিছুই দেখতে পাচ্ছিলেন না ৷ এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে ৷

ETV BHARAT
ছানি অপারেশনের পর বিপত্তি (ফাইল ছবি)

কলকাতা, 3 জুলাই: গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশন করাতে গিয়ে দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ উঠল । গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর আত্মীয়দের মধ্যে । অভিযোগ, প্রায় 20 থেকে 25 জন রোগীর চোখে অস্ত্রোপচারের পর থেকে তাঁরা আর দেখতে পাচ্ছেন না ৷

ছানি অপারেশনের পর বিপত্তি (ইটিভি ভারত)

বুধবার গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর আত্মীয়রা অভিযোগ করেন যে, চলতি সপ্তাহেই তাঁদের আত্মীয়দের চোখে ছানির অস্ত্রোপচার হয় । আজ চিকিৎসকরা রোগীদের চোখ থেকে ব্যান্ডেজ খোলার পর রোগীরা জানান যে, চোখে তাঁরা আর কিছুই দেখতে পাচ্ছেন না । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তাঁদের পরিবারের মধ্যে ৷ এই ঘটনায় প্রশ্নের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ ।

যে রোগীরা এই অভিযোগ করেছেন, পরে তাঁদের কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় । সেখানেই তাঁদের আজ দ্বিতীয়বার চোখে অস্ত্রোপচার করা হয় বলে জানা গিয়েছে । তবে কী কারণে অস্ত্রোপচারের পর রোগীরা দেখতে পাচ্ছিলেন না, সে বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ মেডিক্যাল কলেজের আরআইও বিভাগের প্রাথমিক অনুমান, খুব সম্ভবত অস্ত্রোপচারের সময় কোন গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে । এছাড়াও মেয়াদ উত্তীর্ণ কোনও ওষুধ ব্যবহার করা হয়েছিল কি না এবং তার কারণেই এই ঘটনা ঘটেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি কোনও মন্তব্য করতে চায়নি । কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গোটা বিষয়টি কীভাবে ঘটল, তা জানার জন্য গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে তাঁরা কথা বলছেন ।

কলকাতা, 3 জুলাই: গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশন করাতে গিয়ে দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ উঠল । গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর আত্মীয়দের মধ্যে । অভিযোগ, প্রায় 20 থেকে 25 জন রোগীর চোখে অস্ত্রোপচারের পর থেকে তাঁরা আর দেখতে পাচ্ছেন না ৷

ছানি অপারেশনের পর বিপত্তি (ইটিভি ভারত)

বুধবার গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর আত্মীয়রা অভিযোগ করেন যে, চলতি সপ্তাহেই তাঁদের আত্মীয়দের চোখে ছানির অস্ত্রোপচার হয় । আজ চিকিৎসকরা রোগীদের চোখ থেকে ব্যান্ডেজ খোলার পর রোগীরা জানান যে, চোখে তাঁরা আর কিছুই দেখতে পাচ্ছেন না । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তাঁদের পরিবারের মধ্যে ৷ এই ঘটনায় প্রশ্নের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ ।

যে রোগীরা এই অভিযোগ করেছেন, পরে তাঁদের কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় । সেখানেই তাঁদের আজ দ্বিতীয়বার চোখে অস্ত্রোপচার করা হয় বলে জানা গিয়েছে । তবে কী কারণে অস্ত্রোপচারের পর রোগীরা দেখতে পাচ্ছিলেন না, সে বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ মেডিক্যাল কলেজের আরআইও বিভাগের প্রাথমিক অনুমান, খুব সম্ভবত অস্ত্রোপচারের সময় কোন গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে । এছাড়াও মেয়াদ উত্তীর্ণ কোনও ওষুধ ব্যবহার করা হয়েছিল কি না এবং তার কারণেই এই ঘটনা ঘটেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি কোনও মন্তব্য করতে চায়নি । কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গোটা বিষয়টি কীভাবে ঘটল, তা জানার জন্য গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে তাঁরা কথা বলছেন ।

Last Updated : Jul 3, 2024, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.