ETV Bharat / state

সরকারি হাসপাতাল থেকে রোগী নিখোঁজের অভিযোগ - Patient Missing from Hospital - PATIENT MISSING FROM HOSPITAL

Ghatal Super Speciality Hospital: সরকারি হাসপাতাল থেকে রোগী নিখোঁজের অভিযোগ উঠল ঘাটালে ৷ থানায় অভিযোগ না নেওয়ায় হাসপাতালের সামনেই বিক্ষোভে ফেটে পড়ল রোগীর পরিবার ৷ যদিও হাসপাতাল সুপার রোগী নিখোঁজের অভিযোগ স্বীকার করে নিয়েছেন ৷

Ghatal Super Speciality Hospital
ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রোগী নিখোঁজের অভিযোগ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 9, 2024, 1:29 PM IST

ঘাটাল, 9 অগস্ট: ফের হাসপাতাল থেকে রোগী নিখোঁজের অভিযোগ ৷ এই ঘটনায় হাসপাতাল থেকে কোন সদুত্তর না পেয়ে বিক্ষোভে ফেটে পড়ল রোগীর পরিবার ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে । থানায় অভিযোগ করতে গিয়েছিল রোগীর পরিবার ৷ সেখানেও অভিযোগ নেওয়া হয়নি বলে তাদের দাবি ৷ যদিও রোগী নিখোঁজের অভিযোগ স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । এই বিষয়ে হাসপাতাল সুপার ড. মহেশ্বর মাণ্ডি জানান, বিষয়টি ঘটেছে তিনি জানেন । রোগীর পরিজন সঙ্গে থাকা অবস্থায় এই ঘটনা ঘটেছে । বিষয়টি থানায় জানানো হয়েছে ।

রোগী নিখোঁজের অভিযোগে বিক্ষোভ হাসপাতালে (ইটিভি ভারত)

জানা গিয়েছে, গত মঙ্গলবার শারীরিক অসুস্থতা নিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় দাসপুর থানার সুপা এলাকার রণজিৎ সামন্ত নামে এক বৃদ্ধ । পরিবারের দাবি, হাসপাতালে চিকিৎসা চলাকালীন বুধবার রাতে হঠাৎ তিনি হাসপাতালের বেড থকে উধাও হয়ে যান । ওই বৃদ্ধের সঙ্গে ছিলেন তাঁর ছেলে-সহ পরিজনেরা । রাতে রোগীকে না দেখতে পেয়ে হাসপাতালের পাশাপাশি বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন তাঁরা । কিন্তু শেষ পর্যন্ত খোঁজ মেলেনি ওই বৃদ্ধের ।

পরিবার সূত্রে খবর, এরপর সকালে প্রথমে হাসপাতালে বিষয়টি জানান রোগীর ছেলে । সেখান থেকে কোনওরকম উত্তর না আসায় অবশেষে তারা ঘাটাল থানার দ্বারস্থ হন । থানায় গেলে 24 ঘণ্টা পরে ডায়েরি করার কথা বলা হয় পুলিশের তরফে । শেষে উপায় কিছু না দেখে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখায় রোগীর পরিজনেরা বলে তাদের দাবি ।

এ বিষয়ে নিখোঁজ রোগীর ছেলে সন্তু সামন্ত বলেন, "গোটা দু'দিন ধরে রাত জাগা আমাদের । বুধবার রাতে খাওয়া দাওয়া করে আমরা ঠিক সাড়ে দশটার দিকে একটু ঘুমিয়ে পড়ি । তারপরেই রাত্রি সাড়ে বারোটা একটা নাগাদ হঠাৎ আমার এক আত্মীয় বলেন, তোমার বাবাকে খুঁজে পাচ্ছি না । এরপর আমরা খোঁজ শুরু করি । গোটা রাত ধরে বিভিন্ন জায়গায় খুঁজেছি । আমরা বিষয়টি হাসপাতালে জানিয়েছি ৷ জানিয়েছি থানায়ও ৷ কিন্তু থানা বলেছে 24 ঘণ্টা না হলে কোন অভিযোগ নেবে না । একটা সুপার স্পেশালিটি হাসপাতাল অথচ কোন নিরাপত্তা নেই । রোগী কী করে এখান থেকে নিখোঁজ হয়, এর বিহিত আমরা চাই এবং আমরা ফিরে পেতে চাই আমার বাবাকে ।"

ঘাটাল, 9 অগস্ট: ফের হাসপাতাল থেকে রোগী নিখোঁজের অভিযোগ ৷ এই ঘটনায় হাসপাতাল থেকে কোন সদুত্তর না পেয়ে বিক্ষোভে ফেটে পড়ল রোগীর পরিবার ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে । থানায় অভিযোগ করতে গিয়েছিল রোগীর পরিবার ৷ সেখানেও অভিযোগ নেওয়া হয়নি বলে তাদের দাবি ৷ যদিও রোগী নিখোঁজের অভিযোগ স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । এই বিষয়ে হাসপাতাল সুপার ড. মহেশ্বর মাণ্ডি জানান, বিষয়টি ঘটেছে তিনি জানেন । রোগীর পরিজন সঙ্গে থাকা অবস্থায় এই ঘটনা ঘটেছে । বিষয়টি থানায় জানানো হয়েছে ।

রোগী নিখোঁজের অভিযোগে বিক্ষোভ হাসপাতালে (ইটিভি ভারত)

জানা গিয়েছে, গত মঙ্গলবার শারীরিক অসুস্থতা নিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় দাসপুর থানার সুপা এলাকার রণজিৎ সামন্ত নামে এক বৃদ্ধ । পরিবারের দাবি, হাসপাতালে চিকিৎসা চলাকালীন বুধবার রাতে হঠাৎ তিনি হাসপাতালের বেড থকে উধাও হয়ে যান । ওই বৃদ্ধের সঙ্গে ছিলেন তাঁর ছেলে-সহ পরিজনেরা । রাতে রোগীকে না দেখতে পেয়ে হাসপাতালের পাশাপাশি বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন তাঁরা । কিন্তু শেষ পর্যন্ত খোঁজ মেলেনি ওই বৃদ্ধের ।

পরিবার সূত্রে খবর, এরপর সকালে প্রথমে হাসপাতালে বিষয়টি জানান রোগীর ছেলে । সেখান থেকে কোনওরকম উত্তর না আসায় অবশেষে তারা ঘাটাল থানার দ্বারস্থ হন । থানায় গেলে 24 ঘণ্টা পরে ডায়েরি করার কথা বলা হয় পুলিশের তরফে । শেষে উপায় কিছু না দেখে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখায় রোগীর পরিজনেরা বলে তাদের দাবি ।

এ বিষয়ে নিখোঁজ রোগীর ছেলে সন্তু সামন্ত বলেন, "গোটা দু'দিন ধরে রাত জাগা আমাদের । বুধবার রাতে খাওয়া দাওয়া করে আমরা ঠিক সাড়ে দশটার দিকে একটু ঘুমিয়ে পড়ি । তারপরেই রাত্রি সাড়ে বারোটা একটা নাগাদ হঠাৎ আমার এক আত্মীয় বলেন, তোমার বাবাকে খুঁজে পাচ্ছি না । এরপর আমরা খোঁজ শুরু করি । গোটা রাত ধরে বিভিন্ন জায়গায় খুঁজেছি । আমরা বিষয়টি হাসপাতালে জানিয়েছি ৷ জানিয়েছি থানায়ও ৷ কিন্তু থানা বলেছে 24 ঘণ্টা না হলে কোন অভিযোগ নেবে না । একটা সুপার স্পেশালিটি হাসপাতাল অথচ কোন নিরাপত্তা নেই । রোগী কী করে এখান থেকে নিখোঁজ হয়, এর বিহিত আমরা চাই এবং আমরা ফিরে পেতে চাই আমার বাবাকে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.