ETV Bharat / state

পটচিত্রে 'রামকাহিনি', রাম মন্দির উদ্বোধনে পটের গান বাঁধলেন পিংলার চিত্রকর পরিবার

Patachitra with song about Ram: উপলক্ষ রাম মন্দির উদ্বোধন ৷ রামের জীবনকাহিনির পটচিত্রের সঙ্গে পটের গান বাঁধল পিংলার চিত্রকর পরিবার ৷ গান ও ছবির মধ্যে দিয়ে তাঁরা ভগবান রামের জীবনকাহিনি তুলে ধরলেন ৷

Etv Bharat
পটচিত্রে রামের জীবনকাহিনি
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2024, 1:37 PM IST

রাম মন্দির উদ্বোধনে পটের গান বাঁধলেন পিংলার চিত্রকর পরিবার

পিংলা, 21 জানুয়ারি: রাম মন্দিরের উদ্বোধন নিয়ে যখন দেশজুড়ে উন্মাদনা, তখন পটচিত্রের গ্রামও গানের মাধ্যমে রাম বন্দনায় মেতেছে ৷ রামসীতাকে নিয়ে পটগান বেঁধেছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার পটশিল্পীরা । এই গ্রামের বাহাদুর চিত্রকর ও তাঁর পরিবারের সদস্যরা গান গাইতে গাইতে ভগবান রামের জীবনচিত্র প্রদর্শন করছেন ৷

পিংলার পটশিল্প আজ বিশ্ব সমাদৃত । এর আগে পটশিল্পীরা রং-তুলি দিয়ে তাঁদের নানান হাতের কাজ তুলে ধরছেন বিশ্বের বাজারে । আর 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে তাঁরা কিছু বানাবেন না তা কি হয় । এই রাম মন্দিরের উদ্বোধন ঘিরে প্রায় দেড়শো কোটি ভারতবাসী এখন অপেক্ষা করে রয়েছে । ইতিমধ্যে এই মন্দির উদ্বোধনে বহু মানুষ অযোধ্যা অভিমুখে যাত্রা করেছেন । শুধু রাজ্য জেলা বা দেশ নয়, বিদেশ থেকেও বহু মানুষ আসবেন বিশেষ অতিথি হিসেবে ।

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভা মূলত পটশিল্পীদের জন্য বিখ্যাত । মুসলিম অধ্যুষিত এই পিংলার পটশিল্পীরা রীতিমত বিশ্বের দরবারে তাদের পটচিত্র এঁকেই সম্মান অর্জন করেছেন । এবার রাম মন্দির নিয়েও পটচিত্রের মাধ্যমে গান বাঁধলেন ওঁরা ৷ সেই ছবি দেখা গেল পিংলার নয়া পট গ্রাম এলাকায় । চিত্রকর পরিবাররা একসঙ্গে পটচিত্রের সঙ্গে রাম সীতার কাহিনি বর্ণনা করে গান ধরলেন । সেই গানে গানে বর্ণিত হল ভগবান রামের জীবন ৷ কীভাবে মাতা কৈকেয়ীর অভিসন্ধির ফলে শ্রীরামচন্দ্র বনবাসে গিয়েছিলেন এবং 14 বছর সেখানে কীভাবে কাটল সবকিছুরই বর্ণনা দিলেন পট গানের মাধ্যমে ৷

তবে শুধু রামসীতার নয়, এই পটশিল্পীরা বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকেই পটচিত্রের মাধ্যমে বহু গান গেয়েছেন ৷ দুর্গা পুজোর সময় মহিষাসুরমর্দিনী থেকে শুরু করে শ্রীকৃষ্ণের লীলাকীর্তন, সবই দেখিয়েছেন পটগান ও চিত্রের মাধ্য়মে ৷ এবারের উপলক্ষ্য রাম মন্দির উদ্বোধন ৷ তাই তাদের পটগান ও চিত্রে উঠে রামকাহিনি ৷

আরও পড়ুন :

  1. শাড়িজুড়ে রাম-কাহিনীর পটচিত্র, সীতার নামে উৎসর্গ করতে অযোধ্যা রওনা শিল্পীর
  2. সাধারণতন্ত্র দিবসে পিংলার পটশিল্পের রাজধানী যাত্রা, গর্বিত শিল্পীরা
  3. মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়ে পটচিত্র বাহাদুরের, গাইবেন পটের গান

রাম মন্দির উদ্বোধনে পটের গান বাঁধলেন পিংলার চিত্রকর পরিবার

পিংলা, 21 জানুয়ারি: রাম মন্দিরের উদ্বোধন নিয়ে যখন দেশজুড়ে উন্মাদনা, তখন পটচিত্রের গ্রামও গানের মাধ্যমে রাম বন্দনায় মেতেছে ৷ রামসীতাকে নিয়ে পটগান বেঁধেছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার পটশিল্পীরা । এই গ্রামের বাহাদুর চিত্রকর ও তাঁর পরিবারের সদস্যরা গান গাইতে গাইতে ভগবান রামের জীবনচিত্র প্রদর্শন করছেন ৷

পিংলার পটশিল্প আজ বিশ্ব সমাদৃত । এর আগে পটশিল্পীরা রং-তুলি দিয়ে তাঁদের নানান হাতের কাজ তুলে ধরছেন বিশ্বের বাজারে । আর 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে তাঁরা কিছু বানাবেন না তা কি হয় । এই রাম মন্দিরের উদ্বোধন ঘিরে প্রায় দেড়শো কোটি ভারতবাসী এখন অপেক্ষা করে রয়েছে । ইতিমধ্যে এই মন্দির উদ্বোধনে বহু মানুষ অযোধ্যা অভিমুখে যাত্রা করেছেন । শুধু রাজ্য জেলা বা দেশ নয়, বিদেশ থেকেও বহু মানুষ আসবেন বিশেষ অতিথি হিসেবে ।

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভা মূলত পটশিল্পীদের জন্য বিখ্যাত । মুসলিম অধ্যুষিত এই পিংলার পটশিল্পীরা রীতিমত বিশ্বের দরবারে তাদের পটচিত্র এঁকেই সম্মান অর্জন করেছেন । এবার রাম মন্দির নিয়েও পটচিত্রের মাধ্যমে গান বাঁধলেন ওঁরা ৷ সেই ছবি দেখা গেল পিংলার নয়া পট গ্রাম এলাকায় । চিত্রকর পরিবাররা একসঙ্গে পটচিত্রের সঙ্গে রাম সীতার কাহিনি বর্ণনা করে গান ধরলেন । সেই গানে গানে বর্ণিত হল ভগবান রামের জীবন ৷ কীভাবে মাতা কৈকেয়ীর অভিসন্ধির ফলে শ্রীরামচন্দ্র বনবাসে গিয়েছিলেন এবং 14 বছর সেখানে কীভাবে কাটল সবকিছুরই বর্ণনা দিলেন পট গানের মাধ্যমে ৷

তবে শুধু রামসীতার নয়, এই পটশিল্পীরা বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকেই পটচিত্রের মাধ্যমে বহু গান গেয়েছেন ৷ দুর্গা পুজোর সময় মহিষাসুরমর্দিনী থেকে শুরু করে শ্রীকৃষ্ণের লীলাকীর্তন, সবই দেখিয়েছেন পটগান ও চিত্রের মাধ্য়মে ৷ এবারের উপলক্ষ্য রাম মন্দির উদ্বোধন ৷ তাই তাদের পটগান ও চিত্রে উঠে রামকাহিনি ৷

আরও পড়ুন :

  1. শাড়িজুড়ে রাম-কাহিনীর পটচিত্র, সীতার নামে উৎসর্গ করতে অযোধ্যা রওনা শিল্পীর
  2. সাধারণতন্ত্র দিবসে পিংলার পটশিল্পের রাজধানী যাত্রা, গর্বিত শিল্পীরা
  3. মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়ে পটচিত্র বাহাদুরের, গাইবেন পটের গান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.