কলকাতা, 17 জুন: টানা বৃষ্টিতে বেহাল দশা উত্তরের ৷ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই বললেই চলে ৷ তবে সোমবার থেকেই গাঙ্গেয় বঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। ফলত টানা তাপপ্রবাহের হাত থেকে রেহাই মিলতে চলেছে দক্ষিণবঙ্গবাসীর ৷ রবিবার থেকেই পশ্চিমের কয়েকটি জেলা ছাড়া দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি নেই বলে খবর হাওয়া অফিস সূত্রে ৷
চলতি সপ্তাহে বর্ষা দক্ষিণবঙ্গে পুরোপুরি প্রবেশ করতে চলেছে । তাপপ্রবাহ বন্ধের পাশপাশি তাপমাত্রা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম এখনই কমছে না। বর্ষা পুরোপুরি প্রবেশের পরে বঙ্গবাসীর এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে বলে জানিয়েছেন আবহবিদরা। বঙ্গের আবহাওয়া প্রসঙ্গে আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "উত্তরবঙ্গের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে ৷ সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে মেঘালয় পর্যন্ত এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর জেরে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।"
দক্ষিণবঙ্গ বর্ষার প্রবেশ কবে?
আজ, সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামিকাল অর্থাৎ, মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বর্ষা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। মঙ্গলবার থেকেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে ৷ আগামী 4-5 দিনের মধ্যেই বঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে ৷
উত্তরবঙ্গের বৃষ্টি পরিস্থিতি:
বর্তমানে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী পাঁচ দিন এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টি ও সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।
রবিবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 86 শতাংশ। সর্বনিম্ন 57 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমান শূন্য। সোমবার দিনের বেলা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে । কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।