ETV Bharat / state

অর্কিডের শহরে এবার প্যারাগ্লাইডিং, অ্যাডভেঞ্চারপ্রেমীদের স্বর্গরাজ্য হতে চলেছে কার্শিয়াং ! - Paragliding Sports in Kurseong - PARAGLIDING SPORTS IN KURSEONG

After Darjeeling Paragliding Starts in Kurseong: গরমের ছুটিতে পাহাড় যেতে ইচ্ছে করছে? আপনি কি অ্যাডভেঞ্চার প্রিয়? তাহলে আপনার জন্য অপেক্ষা করছে মজার স্পোর্টস প্যারাগ্লাইডিং ৷ দার্জিলিংয়ের পর এবার কার্শিয়াং-এও আপনি এই আনন্দ উপভোগ করতে পারেন ৷

Paragliding Starts in Kurseong
কার্শিয়াংয়ে প্যারাগ্লাইডিং (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 2, 2024, 5:51 PM IST

Updated : Jun 2, 2024, 5:57 PM IST

কার্শিয়াং, 2 জুন: সামনে দিগন্ত বিস্তৃত শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। সোনালী রোদের আলোয় ঝকঝকে পাহাড়। চারপাশ সবুজে সবুজ। আর আপনি উড়ন্ত পাখির মতো দু'টো ডানা মেলে উপভোগ করছেন সেই প্রাকৃতিক সৌন্দর্য ৷ পাহাড়ে ঘুরতে যাওয়ার অন্যতম আকর্ষণ প্য়ারাগ্লাইডিং। দীর্ঘ সময় বন্ধ থাকার পর পর্যটকদের জন্য ফের শুরু হচ্ছে প্যারাগ্লাইডিং স্পোর্টস ৷ দার্জিলিংয়ের পাশাপাশি এবার কার্শিয়াংয়েও প্যারাগ্লাইডিংয়ের আনন্দ উপভোগ করতে পারবেন পর্যটকেরা ৷

কার্শিয়াংয়ে প্যারাগ্লাইডিং (নিজস্ব প্রতিনিধি)

জিটিএ পর্যটন বিভাগ এবং কার্শিয়াং এরো ক্লাবের যৌথ প্রচেষ্টায় আয়োজিত প্যারাগ্লাইডিং-এর ট্রায়াল বা পরীক্ষামূলক উড়ান হয়ে গেল রবিবার ৷ এদিন জিটিএ প্রধান অনীত থাপা ও অনান্য প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন প্যারাগ্লাইডিং শুরুর মাহেন্দ্রক্ষণে ৷ চিসো পানি (রোহিনী) থেকে রোহিণী লেক গ্রাউন্ড পর্যন্ত প্যারাগ্লাইডিংয়ের 3টে পরীক্ষা সফল হয়েছে। 5 থেকে 10 মিনিট পর্যন্ত সময়কালে সমুদ্রপৃষ্ঠ থেকে 840 মিটার উপরে এবং বাতাসে প্রায় এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল প্রত্যেকটি ফ্লাইট ৷ অনীত থাপা এদিন ফের প্যারা গ্লাইডিং শুরু হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৷

জানা গিয়েছে, এদিনের সফল পরীক্ষার পর খুব তাড়াতাড়ি এই অ্যাডভেঞ্চার স্পোর্টস পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ৷ ইতিমধ্যেই 10 জন পেশাদার গ্লাইডার্স আনা হয়েছে ৷ সিকিম থেকে আসা এই সকল গ্লাইডার্স 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ৷ যাঁরা কার্শিয়াংয়ে ঘুরতে গেলে প্যারাগ্লাইডিং করতে চান তাঁদের আগে থেকে বুকিং করতে হবে ৷ ডিটিএ গেস্ট হাইস রোহিনী এজেন্সির মাধ্যমে বুক করতে হবে স্লট ৷ এখন প্রশ্ন হল খরচ কেমন পড়বে? জানা গিয়েছে, ভিডিয়ো করলে মাথাপিছু খরচ পড়বে 4 হাজার 500 টাকা ৷ ভিডিয়ো না-করলে খরচ হবে 3 হাজার 500 থেকে 3 হাজার 800 টাকা ৷ মূলত, প্যারাগ্লাইডিংয়ের সময় ধরা হয়েছে এক্ষেত্রে এক ঘণ্টা ৷ তবে কম সময়ের ব্যবস্থাও রয়েছে ৷

এবার একেবারে পাখির চোখে হবে কার্শিয়াং দর্শন। সেই সঙ্গে উপর থেকে নীচের সাজানো গোছানো সুন্দর শহর কেমন দেখতে লাগে তার অভিজ্ঞতাও পাওয়া যাবে এই প্যারাগ্লাইডিংয়ের মাধ্য়মে। মূলত, দার্জিলিংয়ে পর্যটকদের আকর্ষণের অন্য়তম কেন্দ্রে ছিল এই প্যারাগ্লাইডিং। 2011 সালে শুরু হয়েছিল প্যারাগ্লাইডিং। তবে 2017 সালের পর থেকে এই প্য়ারাগ্লাইডিং বন্ধ হয়ে যায়। নতুন করে এই স্পোর্টস শুরু হওয়ায় গরমের ছুটিতে যদি কেউ পাহাড়ে বেড়াতে যেতে চান তবে তাঁর কাছে এটা হবে বাড়তি পাওনা।

কার্শিয়াং, 2 জুন: সামনে দিগন্ত বিস্তৃত শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। সোনালী রোদের আলোয় ঝকঝকে পাহাড়। চারপাশ সবুজে সবুজ। আর আপনি উড়ন্ত পাখির মতো দু'টো ডানা মেলে উপভোগ করছেন সেই প্রাকৃতিক সৌন্দর্য ৷ পাহাড়ে ঘুরতে যাওয়ার অন্যতম আকর্ষণ প্য়ারাগ্লাইডিং। দীর্ঘ সময় বন্ধ থাকার পর পর্যটকদের জন্য ফের শুরু হচ্ছে প্যারাগ্লাইডিং স্পোর্টস ৷ দার্জিলিংয়ের পাশাপাশি এবার কার্শিয়াংয়েও প্যারাগ্লাইডিংয়ের আনন্দ উপভোগ করতে পারবেন পর্যটকেরা ৷

কার্শিয়াংয়ে প্যারাগ্লাইডিং (নিজস্ব প্রতিনিধি)

জিটিএ পর্যটন বিভাগ এবং কার্শিয়াং এরো ক্লাবের যৌথ প্রচেষ্টায় আয়োজিত প্যারাগ্লাইডিং-এর ট্রায়াল বা পরীক্ষামূলক উড়ান হয়ে গেল রবিবার ৷ এদিন জিটিএ প্রধান অনীত থাপা ও অনান্য প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন প্যারাগ্লাইডিং শুরুর মাহেন্দ্রক্ষণে ৷ চিসো পানি (রোহিনী) থেকে রোহিণী লেক গ্রাউন্ড পর্যন্ত প্যারাগ্লাইডিংয়ের 3টে পরীক্ষা সফল হয়েছে। 5 থেকে 10 মিনিট পর্যন্ত সময়কালে সমুদ্রপৃষ্ঠ থেকে 840 মিটার উপরে এবং বাতাসে প্রায় এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল প্রত্যেকটি ফ্লাইট ৷ অনীত থাপা এদিন ফের প্যারা গ্লাইডিং শুরু হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৷

জানা গিয়েছে, এদিনের সফল পরীক্ষার পর খুব তাড়াতাড়ি এই অ্যাডভেঞ্চার স্পোর্টস পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ৷ ইতিমধ্যেই 10 জন পেশাদার গ্লাইডার্স আনা হয়েছে ৷ সিকিম থেকে আসা এই সকল গ্লাইডার্স 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ৷ যাঁরা কার্শিয়াংয়ে ঘুরতে গেলে প্যারাগ্লাইডিং করতে চান তাঁদের আগে থেকে বুকিং করতে হবে ৷ ডিটিএ গেস্ট হাইস রোহিনী এজেন্সির মাধ্যমে বুক করতে হবে স্লট ৷ এখন প্রশ্ন হল খরচ কেমন পড়বে? জানা গিয়েছে, ভিডিয়ো করলে মাথাপিছু খরচ পড়বে 4 হাজার 500 টাকা ৷ ভিডিয়ো না-করলে খরচ হবে 3 হাজার 500 থেকে 3 হাজার 800 টাকা ৷ মূলত, প্যারাগ্লাইডিংয়ের সময় ধরা হয়েছে এক্ষেত্রে এক ঘণ্টা ৷ তবে কম সময়ের ব্যবস্থাও রয়েছে ৷

এবার একেবারে পাখির চোখে হবে কার্শিয়াং দর্শন। সেই সঙ্গে উপর থেকে নীচের সাজানো গোছানো সুন্দর শহর কেমন দেখতে লাগে তার অভিজ্ঞতাও পাওয়া যাবে এই প্যারাগ্লাইডিংয়ের মাধ্য়মে। মূলত, দার্জিলিংয়ে পর্যটকদের আকর্ষণের অন্য়তম কেন্দ্রে ছিল এই প্যারাগ্লাইডিং। 2011 সালে শুরু হয়েছিল প্যারাগ্লাইডিং। তবে 2017 সালের পর থেকে এই প্য়ারাগ্লাইডিং বন্ধ হয়ে যায়। নতুন করে এই স্পোর্টস শুরু হওয়ায় গরমের ছুটিতে যদি কেউ পাহাড়ে বেড়াতে যেতে চান তবে তাঁর কাছে এটা হবে বাড়তি পাওনা।

Last Updated : Jun 2, 2024, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.