ETV Bharat / state

অভিষেক-সুব্রত বক্সির বৈঠকের পর বল এখন দলনেত্রী কোর্টে, কবে তৃণমূলে রদবদল ?

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সির মধ্যে বৈঠকের পর বল এখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে ৷ সাংগঠনিক রদবদলের পথে আরও একধাপ এগলো তৃণমূল কংগ্রেস ৷

ETV BHARAT
তৃণমূলে রদবদল নিয়ে আলোচনা অভিষেক-সুব্রত বক্সির বৈঠকে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

কলকাতা, 20 নভেম্বর: কবে হবে সাংগঠনিক রদবদল ? তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির বৈঠকের পর এই নিয়ে জল্পনা নতুন মাত্রা পেয়েছে । সূত্রের তরফে জানা গিয়েছে, রদবদলের খসড়া তালিকা প্রস্তুত ৷ তাতে অনুমোদন দিয়েছেন সুব্রত বক্সি ৷ এবার সেই তালিকা চলে গিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই ৷

2026-এ বিধানসভা নির্বাচন ৷ বর্তমানে আরজি কর, আবাস, ট্যাব কেলেঙ্কারি-সহ আরও বেশকিছু ক্ষেত্রে অস্বস্তিতে শাসকদল ৷ নির্বাচনের আগে সেসব অস্বস্তি কাটিয়ে নতুন করে ঝাঁপিয়ে পড়তে সংগঠনে বেশকিছু রদবদল হতে চলেছে বলে খবর ৷ জানা গিয়েছে, চোখের চিকিৎসার জন্য বিদেশ সফরে যাওয়ার আগে দলনেত্রীকে রদবদলের জন্য একটি রিপোর্ট দিয়ে গিয়েছিলেন অভিষেক । তিনি ফিরে আসার পর রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দলনেত্রী নির্দেশ দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসে বিষয়টি স্পষ্ট করতে ।

সেইমতো দলীয় সূত্র থেকে জানা যাচ্ছে, গতকাল দুপুরেই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক বসেন সুব্রত বক্সি । যেখানে দুই শীর্ষ নেতার মধ্যে রদবদলের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে । তারপরই এই সংক্রান্ত খসড়া তালিকা প্রস্তুত হয় । তার সঙ্গে আইপ্যাকের তালিকাও যোগ-বিয়োগ করা হয় । আর সুব্রত বক্সির সঙ্গে বসে তালিকা চূড়ান্ত করেন অভিষেক । যাতে অনুমোদন দিয়েছেন রাজ্য সভাপতি । জানা‌ গিয়েছে, দু'জনের বৈঠকের নির্যাস পৌঁছে গিয়েছে দলনেত্রীর কাছে । বল এবার তাঁর কোর্টে । তিনিই শেষ সিদ্ধান্ত নেবেন ।

তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী এবিষয়ে বলেন, "অভিষেক বন্দোপাধ্যায় নিজেই জানিয়েছেন যে শীঘ্রই রদবদল হতে চলেছে । সেই প্রক্রিয়া এখন চলছে । তবে শেষ সিদ্ধান্ত নেবেন দলনেত্রী । তাঁর সিলমোহর পেলেই, চূড়ান্ত রদবদলের তালিকা প্রকাশিত হবে । তবে কোনওভাবেই যাঁরা দলের মধ্যে থেকে দলের ক্ষতি করছেন তা মেনে নেওয়া হবে না ।"

গতকালের বৈঠক নিয়ে সূত্রের তরফে জানা যাচ্ছে, উত্তরবঙ্গের কোচবিহার বাদ দিলে সব জেলাতেই বিভিন্ন কমিটিতে রদবদল হতে পারে । কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, ব্যারাকপুর, পুরুলিয়া, বারাসতের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ রদবদল দেখা যেতে পারে । সবচেয়ে বড় কথা, সাংগঠনিক দায়িত্বে থাকা কয়েকজন সাংসদকেও সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে । বিশেষ করে দুটি বড় সংগঠন ছাত্র এবং যুব দুই ক্ষেত্রেই সভাপতি বদল হতে পারে ৷ স্বচ্ছ ভাবমূর্তির নেতা হিসেবে ছাত্র সংগঠনের সভাপতি হিসেবে বিভিন্ন মহল থেকে সুদীপ রাহার নাম ভাসিয়ে দেওয়া হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী ।

এবারের রদবদলে একাধিক পুরসভায় নেতৃত্বে বদল দেখা যেতে পারে । টাউন সভাপতিরাও রয়েছেন আতস কাঁচের তলায় । কিন্তু শেষ পর্যন্ত কার উপর কোপ পড়বে, তার জন্য ফল প্রকাশের দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে ।

কলকাতা, 20 নভেম্বর: কবে হবে সাংগঠনিক রদবদল ? তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির বৈঠকের পর এই নিয়ে জল্পনা নতুন মাত্রা পেয়েছে । সূত্রের তরফে জানা গিয়েছে, রদবদলের খসড়া তালিকা প্রস্তুত ৷ তাতে অনুমোদন দিয়েছেন সুব্রত বক্সি ৷ এবার সেই তালিকা চলে গিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই ৷

2026-এ বিধানসভা নির্বাচন ৷ বর্তমানে আরজি কর, আবাস, ট্যাব কেলেঙ্কারি-সহ আরও বেশকিছু ক্ষেত্রে অস্বস্তিতে শাসকদল ৷ নির্বাচনের আগে সেসব অস্বস্তি কাটিয়ে নতুন করে ঝাঁপিয়ে পড়তে সংগঠনে বেশকিছু রদবদল হতে চলেছে বলে খবর ৷ জানা গিয়েছে, চোখের চিকিৎসার জন্য বিদেশ সফরে যাওয়ার আগে দলনেত্রীকে রদবদলের জন্য একটি রিপোর্ট দিয়ে গিয়েছিলেন অভিষেক । তিনি ফিরে আসার পর রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দলনেত্রী নির্দেশ দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসে বিষয়টি স্পষ্ট করতে ।

সেইমতো দলীয় সূত্র থেকে জানা যাচ্ছে, গতকাল দুপুরেই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক বসেন সুব্রত বক্সি । যেখানে দুই শীর্ষ নেতার মধ্যে রদবদলের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে । তারপরই এই সংক্রান্ত খসড়া তালিকা প্রস্তুত হয় । তার সঙ্গে আইপ্যাকের তালিকাও যোগ-বিয়োগ করা হয় । আর সুব্রত বক্সির সঙ্গে বসে তালিকা চূড়ান্ত করেন অভিষেক । যাতে অনুমোদন দিয়েছেন রাজ্য সভাপতি । জানা‌ গিয়েছে, দু'জনের বৈঠকের নির্যাস পৌঁছে গিয়েছে দলনেত্রীর কাছে । বল এবার তাঁর কোর্টে । তিনিই শেষ সিদ্ধান্ত নেবেন ।

তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী এবিষয়ে বলেন, "অভিষেক বন্দোপাধ্যায় নিজেই জানিয়েছেন যে শীঘ্রই রদবদল হতে চলেছে । সেই প্রক্রিয়া এখন চলছে । তবে শেষ সিদ্ধান্ত নেবেন দলনেত্রী । তাঁর সিলমোহর পেলেই, চূড়ান্ত রদবদলের তালিকা প্রকাশিত হবে । তবে কোনওভাবেই যাঁরা দলের মধ্যে থেকে দলের ক্ষতি করছেন তা মেনে নেওয়া হবে না ।"

গতকালের বৈঠক নিয়ে সূত্রের তরফে জানা যাচ্ছে, উত্তরবঙ্গের কোচবিহার বাদ দিলে সব জেলাতেই বিভিন্ন কমিটিতে রদবদল হতে পারে । কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, ব্যারাকপুর, পুরুলিয়া, বারাসতের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ রদবদল দেখা যেতে পারে । সবচেয়ে বড় কথা, সাংগঠনিক দায়িত্বে থাকা কয়েকজন সাংসদকেও সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে । বিশেষ করে দুটি বড় সংগঠন ছাত্র এবং যুব দুই ক্ষেত্রেই সভাপতি বদল হতে পারে ৷ স্বচ্ছ ভাবমূর্তির নেতা হিসেবে ছাত্র সংগঠনের সভাপতি হিসেবে বিভিন্ন মহল থেকে সুদীপ রাহার নাম ভাসিয়ে দেওয়া হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী ।

এবারের রদবদলে একাধিক পুরসভায় নেতৃত্বে বদল দেখা যেতে পারে । টাউন সভাপতিরাও রয়েছেন আতস কাঁচের তলায় । কিন্তু শেষ পর্যন্ত কার উপর কোপ পড়বে, তার জন্য ফল প্রকাশের দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.