রানিনগর, 21 ফেব্রুয়ারি: উত্তপ্ত রানিনগর। কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষে মৃত্যু হয়েছে এক কংগ্রেস সমর্থকের। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য জখম হয়েছেন বলে জানা গিয়ছে। মঙ্গলবার রাতে রানিনগর থানার পানিপিয়া এলাকার ঘটনা। মৃত কংগ্রেস কর্মীর নাম এনামূল মণ্ডল(61)। জখম তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বদরুল রহমান মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুই পক্ষই রানিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ৷
স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যায় কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে হঠাৎই বচসা শুরু হয় । বচসা ক্রমেই সংঘর্ষে পরিণত হয়। দাবি, কংগ্রেস সমর্থক এনামূলকে তাড়া করে তৃণূমল ৷ প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে ৷ সেই সময়েই মৃত্যু হয় এনামূলের ৷ যদিও মৃত কংগ্রেস সমর্থকের পরিবারের অভিযোগ, এনামূলকে তাড়া করে পিটিয়ে মারা হয়েছে । অভিযোগের তীর শাসকদলের সমর্থকদের দিকেই। এই ঘটনায় বদরুল রহমান, মজিবুর রহমান, রুহুল শেখ, খোকন শেখ, রাকিব মণ্ডল সহ বেশ কয়েকজন।
যদিও তৃণমূলের পালটা দাবি, এনামূল মণ্ডল পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে । ঘটনা প্রসঙ্গেই স্থানীয় তৃণমূল নেতা নিজাম মণ্ডল বলেন, "আজ দিনভর আমরা জবকার্ড হোল্ডারদের নাম ও নথি সংগ্রহ করতে সহায়তা শিবির নিয়ে ব্যস্ত ছিলাম। সন্ধ্যায় শিবিরে আসার পথে পঞ্চায়েত সদস্য বদরুল রহমানকে ওরা ঘিরে ধরে মারধর করে। বদরুল হাসপাতালে ভর্তি রয়েছে। জখম এনামূল মণ্ডলকে উদ্ধার করে গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।"
গত পঞ্চায়েত নির্বাচন থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদের রানিনগর। বাম কংগ্রেস জোট সমর্থকরা পঞ্চায়েত নির্বাচনে শক্তিশালী হওয়ায় লাগাতার সংঘর্ষের ঘটনা ঘটছে । পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেয জোট বেশ কয়েকটি পঞ্চায়েত দখল করে। পঞ্চায়েত সমিতিও জোটের দখলে আসে। লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে ওঠে রানিনগর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
আরও পড়ুন: