ETV Bharat / state

খড়দা লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাকাণ্ডে গ্রেফতার এক চালক, আটক 2 গাড়ি - Khardaha Train Accident

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 2:32 PM IST

Khardaha Train Accident: খড়দা লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাকাণ্ডে আটক দু’টি গাড়ি ৷ গ্রেফতার একটি গাড়ির চালক । অন্যজনের খোঁজ চলছে ৷ তাঁকে দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল ৷

Khardaha Train Accident
খড়দা দুর্ঘটনাকাণ্ডে গ্রেফতার গাড়ির চালক (নিজস্ব ছবি)

খড়দা, 16 জুলাই: খড়দা লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাকাণ্ডে আগেই দুই গাড়ির চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মিলেছিল । হয়েছিল এফআইআর'ও । সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল তারই মধ্যে একটি গাড়ির চালককে । আটক করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়িও ।

রেল সূত্রে খবর, রবিবার খড়দা রেলগেটের লেভেল ক্রসিংয়ে হাজারদুয়ারি এক্সপ্রেস দু'টি চারচাকা গাড়িকে ধাক্কা মেরেছিল । তারই একটির চালককে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে । অন্য গাড়িটির চালককেও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল । জানা গিয়েছে, রবিবার রাত পৌনে 9টা নাগাদ খড়দহ স্টেশন লাগোয়া 9 নম্বর রেলগেট বন্ধ করার সময় এই বিপত্তি ঘটে । সে সময় খড়দা স্টেশন ছেড়ে ডাউন কলকাতাগামী হাজারদুয়ারি এক্সপ্রেস আসছিল দমদমের দিকে, চার নম্বর লাইন ধরে ।

অভিযোগ, 9 নম্বর রেলগেটের ক্রসিং গেট বন্ধ করার সময় জোর করে তখন একটি টাটা স্করপিও গাড়ি ঢুকে পড়ে লেভেল ক্রসিংয়ে । তার দেখাদেখি আরও একটি অ্যাপ ক্যাব ঢুকে পড়ে । স্করপিও গাড়িটি ধাক্কা খায় হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে । এর তীব্রতায় অ্যাব ক্যাবটিও ধাক্কা খেয়ে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে । ঘটনার পর স্করপিও গাড়ির চালক ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় বলে দাবি করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ । ঘটনার পর থেকে দু'টি গাড়িই পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল রেললাইনের ধারে । পরে সেই গাড়ি দু’টিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন‍্যত্র ।

এ দিকে দুর্ঘটনার দায় সংশ্লিষ্ট গাড়ির চালকের উপরেই চাপিয়েছে রেল কর্তৃপক্ষ । এ নিয়ে অভিযোগও দায়ের করেছে তাঁরা । তার ভিত্তিতেই একটি গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে । খোঁজ চলছে দ্বিতীয় গাড়িটির চালকেরও । পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে গাড়ি দু’টিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে ।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এই বিপত্তির আগে ঘটনার দিন রাতে যানবাহনের চাপ বেশি থাকায় অনেকক্ষণ ধরেই লেভেল ক্রসিংয়ের গেট ফেলা যাচ্ছিল না । পরে কোনওরকমে লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করেন গেটম্যান । কিন্তু ততক্ষণে বিটি রোডের দিক থেকে আসা দু'টি গাড়ি এক পাশের গেট অতিক্রম করে উলটো দিকের গেট পেরোনোর আগে আটকে পড়ে । তার মধ্যেই সবুজ সিগ‍ন‍্যাল হয়ে যায় । সিগন্যাল পেতেই চার নম্বর লাইন ধরে আসা ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস ধাক্কা মারে ওই দু'টি গাড়িকে ।

অন‍্যদিকে অভিযোগ, খড়দা 9 নম্বর রেলগেটের লেভেল ক্রসিংয়ের গেট একবার পড়লে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় । যার ফলে প্রাণের ঝুঁকি নিয়েই সেখান থেকে যাতায়াত করতে হয় তাঁদের । এটা এখানকার দীর্ঘ দিনের সমস্যা । সেই সমস্যার সুরাহা করতে সাবওয়ে তৈরির চিন্তাভাবনা চলছে বলে খবর রেল সূত্রে ।

খড়দা, 16 জুলাই: খড়দা লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাকাণ্ডে আগেই দুই গাড়ির চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মিলেছিল । হয়েছিল এফআইআর'ও । সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল তারই মধ্যে একটি গাড়ির চালককে । আটক করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়িও ।

রেল সূত্রে খবর, রবিবার খড়দা রেলগেটের লেভেল ক্রসিংয়ে হাজারদুয়ারি এক্সপ্রেস দু'টি চারচাকা গাড়িকে ধাক্কা মেরেছিল । তারই একটির চালককে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে । অন্য গাড়িটির চালককেও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল । জানা গিয়েছে, রবিবার রাত পৌনে 9টা নাগাদ খড়দহ স্টেশন লাগোয়া 9 নম্বর রেলগেট বন্ধ করার সময় এই বিপত্তি ঘটে । সে সময় খড়দা স্টেশন ছেড়ে ডাউন কলকাতাগামী হাজারদুয়ারি এক্সপ্রেস আসছিল দমদমের দিকে, চার নম্বর লাইন ধরে ।

অভিযোগ, 9 নম্বর রেলগেটের ক্রসিং গেট বন্ধ করার সময় জোর করে তখন একটি টাটা স্করপিও গাড়ি ঢুকে পড়ে লেভেল ক্রসিংয়ে । তার দেখাদেখি আরও একটি অ্যাপ ক্যাব ঢুকে পড়ে । স্করপিও গাড়িটি ধাক্কা খায় হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে । এর তীব্রতায় অ্যাব ক্যাবটিও ধাক্কা খেয়ে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে । ঘটনার পর স্করপিও গাড়ির চালক ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় বলে দাবি করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ । ঘটনার পর থেকে দু'টি গাড়িই পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল রেললাইনের ধারে । পরে সেই গাড়ি দু’টিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন‍্যত্র ।

এ দিকে দুর্ঘটনার দায় সংশ্লিষ্ট গাড়ির চালকের উপরেই চাপিয়েছে রেল কর্তৃপক্ষ । এ নিয়ে অভিযোগও দায়ের করেছে তাঁরা । তার ভিত্তিতেই একটি গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে । খোঁজ চলছে দ্বিতীয় গাড়িটির চালকেরও । পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে গাড়ি দু’টিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে ।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এই বিপত্তির আগে ঘটনার দিন রাতে যানবাহনের চাপ বেশি থাকায় অনেকক্ষণ ধরেই লেভেল ক্রসিংয়ের গেট ফেলা যাচ্ছিল না । পরে কোনওরকমে লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করেন গেটম্যান । কিন্তু ততক্ষণে বিটি রোডের দিক থেকে আসা দু'টি গাড়ি এক পাশের গেট অতিক্রম করে উলটো দিকের গেট পেরোনোর আগে আটকে পড়ে । তার মধ্যেই সবুজ সিগ‍ন‍্যাল হয়ে যায় । সিগন্যাল পেতেই চার নম্বর লাইন ধরে আসা ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস ধাক্কা মারে ওই দু'টি গাড়িকে ।

অন‍্যদিকে অভিযোগ, খড়দা 9 নম্বর রেলগেটের লেভেল ক্রসিংয়ের গেট একবার পড়লে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় । যার ফলে প্রাণের ঝুঁকি নিয়েই সেখান থেকে যাতায়াত করতে হয় তাঁদের । এটা এখানকার দীর্ঘ দিনের সমস্যা । সেই সমস্যার সুরাহা করতে সাবওয়ে তৈরির চিন্তাভাবনা চলছে বলে খবর রেল সূত্রে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.