ETV Bharat / state

দুয়ারে উচ্চমাধ্যমিক, ছুটির দিনেও কাজ করবেন সরকারি আধিকারিকরা; নির্দেশ সংসদের - উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

Higher Secondary Exam: উচ্চমাধ্যমিকের জন্য ছুটির দিনেও আধিকারিকরদের কাজ করতে হবে বলে নির্দেশ দিল সংসদ ৷ তবে এর বদলে পরে তাঁদের ছুটি দেওয়া হবে ৷ জেনে নিন আর কী কী রয়েছে এই নয়া নির্দেশিকায় ৷

higher secondary exam
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 8:58 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: সামনেই উচ্চমাধ্যমিক ৷ তাই সরকারি ছুটির দিনেও কাজ করতে হবে আধিকারিকদের ৷ বিজ্ঞপ্তি জারি করে জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করেই সংসদের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার কাজ কোনও সরকারি ছুটির দিনে করতে হলে কর্মরত আধিকারিকরা অতিরিক্ত ছুটি পাবেন। সেক্ষেত্রে অন্য যে কোনও দিন কর্মীরা এই বকেয়া ছুটি নিতে পারবেন ।

নতুন এই বিজ্ঞপ্তিতে সংসদের তরফে আরও বলা হয়েছে, প্রধান প্রধান বিষয়ে যাঁরা পরীক্ষার দায়িত্ব সামলাবেন তাঁরা ছুটি পাবেন 23 দিন। এর পাশাপাশি থিয়োরি পেপারের পরীক্ষক 6 দিন, থিয়োরি পেপারের নিরীক্ষক 12 দিনের সর্বাধিক ছুটি নিতে পারবেন। এ ছাড়াও কাউন্সিল নমিনি-সহ অন্য বিভাগে কর্তব্যরত কর্মীরাও 10 থেকে 14 দিনের ছুটি নেওয়ার সুযোগ পাবেন । তবে, এই ছুটিগুলি শুধুমাত্র উচ্চমাধ্যমিকের সময় কর্তব্যরত আধিকারিকরাই পাবেন ।

এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "আগেও প্রধান পরীক্ষকরা ছুটির দিনে পরীক্ষার কাজ করার পরিবর্তে অন্য কোনও দিন ছুটি নিতে পারতেন । চলতি বছরে সেই ছুটির সংখ্যা 18 থেকে বেড়ে 23 হয়েছে। পাশাপাশি খাতা দেখার পর অনলাইনে পরীক্ষার ফল আপলোড করার জন্যও আরও কিছুটা সময় দেওয়া হয়েছে ৷ তাতে পরীক্ষকরা সময় নিয়ে কাজটি সম্পূর্ণ করতে পারেন ।" এর সঙ্গে তিনি জানান, আগে পরীক্ষক বা নিরীক্ষকরা এই ধরনের ছুটি পেতেন না । চলতি বছরের নির্দেশিকা অনুযায়ী, প্রধান পরীক্ষকদের পাশাপাশি অন্য বিভাগের কর্তব্যরত আধিকারিকরাও অন্য দিনে ছুটির জন্য আবেদন করতে পারবেন ।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে শিক্ষামহল। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, "দীর্ঘ সময় ধরে মাধ্যমিকের ক্ষেত্রেও খাতা নেওয়া বা জমা দেওয়ার দিন বা পরীক্ষা সংক্রান্ত অন্য কাজ ছুটির দিনেই করতে হচ্ছে । মধ্যশিক্ষা পর্ষদের তরফেও সংশ্লিষ্ট বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।"

আরও পড়ুন:

  1. মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও প্রশ্নফাঁস রুখতে নয়া নিয়ম, কড়া পদক্ষেপ সংসদের
  2. মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সময় নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের
  3. 10 বছর পর বদল আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে, জাতীয় স্তরের পরীক্ষার কথা মাথায় রেখেই এই বদল

কলকাতা, 5 ফেব্রুয়ারি: সামনেই উচ্চমাধ্যমিক ৷ তাই সরকারি ছুটির দিনেও কাজ করতে হবে আধিকারিকদের ৷ বিজ্ঞপ্তি জারি করে জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করেই সংসদের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার কাজ কোনও সরকারি ছুটির দিনে করতে হলে কর্মরত আধিকারিকরা অতিরিক্ত ছুটি পাবেন। সেক্ষেত্রে অন্য যে কোনও দিন কর্মীরা এই বকেয়া ছুটি নিতে পারবেন ।

নতুন এই বিজ্ঞপ্তিতে সংসদের তরফে আরও বলা হয়েছে, প্রধান প্রধান বিষয়ে যাঁরা পরীক্ষার দায়িত্ব সামলাবেন তাঁরা ছুটি পাবেন 23 দিন। এর পাশাপাশি থিয়োরি পেপারের পরীক্ষক 6 দিন, থিয়োরি পেপারের নিরীক্ষক 12 দিনের সর্বাধিক ছুটি নিতে পারবেন। এ ছাড়াও কাউন্সিল নমিনি-সহ অন্য বিভাগে কর্তব্যরত কর্মীরাও 10 থেকে 14 দিনের ছুটি নেওয়ার সুযোগ পাবেন । তবে, এই ছুটিগুলি শুধুমাত্র উচ্চমাধ্যমিকের সময় কর্তব্যরত আধিকারিকরাই পাবেন ।

এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "আগেও প্রধান পরীক্ষকরা ছুটির দিনে পরীক্ষার কাজ করার পরিবর্তে অন্য কোনও দিন ছুটি নিতে পারতেন । চলতি বছরে সেই ছুটির সংখ্যা 18 থেকে বেড়ে 23 হয়েছে। পাশাপাশি খাতা দেখার পর অনলাইনে পরীক্ষার ফল আপলোড করার জন্যও আরও কিছুটা সময় দেওয়া হয়েছে ৷ তাতে পরীক্ষকরা সময় নিয়ে কাজটি সম্পূর্ণ করতে পারেন ।" এর সঙ্গে তিনি জানান, আগে পরীক্ষক বা নিরীক্ষকরা এই ধরনের ছুটি পেতেন না । চলতি বছরের নির্দেশিকা অনুযায়ী, প্রধান পরীক্ষকদের পাশাপাশি অন্য বিভাগের কর্তব্যরত আধিকারিকরাও অন্য দিনে ছুটির জন্য আবেদন করতে পারবেন ।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে শিক্ষামহল। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, "দীর্ঘ সময় ধরে মাধ্যমিকের ক্ষেত্রেও খাতা নেওয়া বা জমা দেওয়ার দিন বা পরীক্ষা সংক্রান্ত অন্য কাজ ছুটির দিনেই করতে হচ্ছে । মধ্যশিক্ষা পর্ষদের তরফেও সংশ্লিষ্ট বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।"

আরও পড়ুন:

  1. মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও প্রশ্নফাঁস রুখতে নয়া নিয়ম, কড়া পদক্ষেপ সংসদের
  2. মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সময় নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের
  3. 10 বছর পর বদল আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে, জাতীয় স্তরের পরীক্ষার কথা মাথায় রেখেই এই বদল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.