ETV Bharat / state

কোলাঘাটের অফিসে তল্লাশি ও ভাঙচুরের ঘটনায় আপাতত স্বস্তি শুভেন্দু অধিকারীর - Suvendu Adhikari

Suvendu Adhikari Gets Interim Relief: কোলাঘাটের অফিসে তল্লাশি ও ভাঙচুরের ঘটনায় 30 সেপ্টেম্বর পর্যন্ত স্বস্তি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷

Suvendu Adhikari
কোলাঘাট ইস্য়ুতে রক্ষাকবচ পেলেন শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 7:49 PM IST

কলকাতা, 19 জুন: স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর বিরুদ্ধে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না ৷ বুধবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ গত 21 মে বিজেপি নেতা শুভেন্দুর কোলাঘাটের বাড়ি, কার্যালয়ে তল্লাশি অভিযান চালায় রাজ্য পুলিশ ৷ মঙ্গলবার এই মামলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সব পুলিশি পদক্ষেপের উপর স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷

কোলাঘাটে তাঁর ভাড়াবাড়ি, অফিসে তল্লাশি চালানোর পরদিনই নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ পুলিশের বিরুদ্ধে তাঁর অফিস, বাড়িতে ভাঙচুরের অভিযোগ করেছিলেন শুভেন্দু ৷ তিনি এফআইআর খারিজ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন । এই মামলায় 30 সেপ্টেম্বর পর্যন্ত এফআইআর-এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত ৷ এই সময়ের মধ্যে পুলিশ কোনও তদন্ত করতে পারবে না, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার ।

এদিকে এই সময়ের মধ্যে যে কোনও জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ এর আগে বিরোধী দলনেতার কোলাঘাটের অফিসে পুলিশি হানার মামলায় 28 জুন পর্যন্ত শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট ৷

দেশজুড়ে সাত দফার নির্বাচন চলাকালীন ষষ্ঠ দফার আগে বিরোধী দলনেতার কোলাঘাটের অফিস, কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ ৷ 25 মে মেদিনীপুর জেলার লোকসভা আসনগুলিতে নির্বাচন ছিল ৷ তার আগে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে তল্লাশি চালায় পুলিশ ৷ যদিও বিরোধী দলনেতার দাবি তাঁকে হেনস্থা করতে এবং নির্বাচনের সময় গ্রেফতার করার চক্রান্ত করেছিল রাজ্য পুলিশ ৷ সেই জন্য আগাম সুরক্ষার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি ৷ এই মামলায় বিচারপতি অমৃতা সিনহার বিশেষ বেঞ্চ তাঁকে 17 জুন পর্যন্ত সুরক্ষা দিয়েছিল ৷ পরে সেই মেয়াদ বাড়িয়ে 28 জুন পর্যন্ত করা হয় । এদিন সেই সুরক্ষা 30 সেপ্টেম্বর পর্যন্ত করল হাইকোর্ট ৷

এদিকে হাইকোর্ট অন্য একটি মামলার সূত্রে আগে থেকেই নির্দেশ দিয়েছে, বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করতে হলে আদালতের অনুমতি লাগবে ৷ এই মামলায় বিরোধী দলনেতার তরফে দাবি করা হয়, নির্বাচনের আগে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টায় শাসক দল পুলিশকে ব্যবহার করে সমস্যা তৈরির চেষ্টা করছে ৷ এর আগে নন্দীগ্রামে ভোটের সময় একই রকম করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি ৷

রাজ্যের তরফে জানানো হয়, পুলিশের কাছে খবর ছিল কোলাঘাটে এক ব্যক্তির বাড়িতে অস্ত্র ও টাকা জড়ো করা হয়েছে ৷ পুলিশ সেই ব্যাপারে অনুসন্ধান করতেই শুভেন্দুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ৷ এর সাথে মামলাকারী শুভেন্দু অধিকারীর কোনও যোগ নেই বলে জানিয়েছিল পুলিশ ৷

কলকাতা, 19 জুন: স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর বিরুদ্ধে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না ৷ বুধবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ গত 21 মে বিজেপি নেতা শুভেন্দুর কোলাঘাটের বাড়ি, কার্যালয়ে তল্লাশি অভিযান চালায় রাজ্য পুলিশ ৷ মঙ্গলবার এই মামলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সব পুলিশি পদক্ষেপের উপর স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷

কোলাঘাটে তাঁর ভাড়াবাড়ি, অফিসে তল্লাশি চালানোর পরদিনই নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ পুলিশের বিরুদ্ধে তাঁর অফিস, বাড়িতে ভাঙচুরের অভিযোগ করেছিলেন শুভেন্দু ৷ তিনি এফআইআর খারিজ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন । এই মামলায় 30 সেপ্টেম্বর পর্যন্ত এফআইআর-এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত ৷ এই সময়ের মধ্যে পুলিশ কোনও তদন্ত করতে পারবে না, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার ।

এদিকে এই সময়ের মধ্যে যে কোনও জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ এর আগে বিরোধী দলনেতার কোলাঘাটের অফিসে পুলিশি হানার মামলায় 28 জুন পর্যন্ত শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট ৷

দেশজুড়ে সাত দফার নির্বাচন চলাকালীন ষষ্ঠ দফার আগে বিরোধী দলনেতার কোলাঘাটের অফিস, কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ ৷ 25 মে মেদিনীপুর জেলার লোকসভা আসনগুলিতে নির্বাচন ছিল ৷ তার আগে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে তল্লাশি চালায় পুলিশ ৷ যদিও বিরোধী দলনেতার দাবি তাঁকে হেনস্থা করতে এবং নির্বাচনের সময় গ্রেফতার করার চক্রান্ত করেছিল রাজ্য পুলিশ ৷ সেই জন্য আগাম সুরক্ষার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি ৷ এই মামলায় বিচারপতি অমৃতা সিনহার বিশেষ বেঞ্চ তাঁকে 17 জুন পর্যন্ত সুরক্ষা দিয়েছিল ৷ পরে সেই মেয়াদ বাড়িয়ে 28 জুন পর্যন্ত করা হয় । এদিন সেই সুরক্ষা 30 সেপ্টেম্বর পর্যন্ত করল হাইকোর্ট ৷

এদিকে হাইকোর্ট অন্য একটি মামলার সূত্রে আগে থেকেই নির্দেশ দিয়েছে, বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করতে হলে আদালতের অনুমতি লাগবে ৷ এই মামলায় বিরোধী দলনেতার তরফে দাবি করা হয়, নির্বাচনের আগে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টায় শাসক দল পুলিশকে ব্যবহার করে সমস্যা তৈরির চেষ্টা করছে ৷ এর আগে নন্দীগ্রামে ভোটের সময় একই রকম করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি ৷

রাজ্যের তরফে জানানো হয়, পুলিশের কাছে খবর ছিল কোলাঘাটে এক ব্যক্তির বাড়িতে অস্ত্র ও টাকা জড়ো করা হয়েছে ৷ পুলিশ সেই ব্যাপারে অনুসন্ধান করতেই শুভেন্দুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ৷ এর সাথে মামলাকারী শুভেন্দু অধিকারীর কোনও যোগ নেই বলে জানিয়েছিল পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.