দার্জিলিং, 3 সেপ্টেম্বর: এখনই চালু হচ্ছে না নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা ৷ আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ওই পরিষেবা ৷ এমনটাই জানিয়েছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ ৷ গত 7 জুলাই থেকে টানা বন্ধ রয়েছে ওই পরিষেবা ৷ করোনাকালের পর এই প্রথম এতো দীর্ঘ সময় টয়ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে ৷ এতে কিছুটা হলেও উদ্বিগ্ন পর্যটনমহল ৷
মূলত জুলাই মাসে টানা বৃষ্টির কারণে 110 নম্বর জাতীয় সড়কের (পুরনো 55 নম্বর জাতীয় সড়ক) একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে ৷ যে কারণে ব্যাপক ক্ষতি হয় টয়ট্রেনের লাইনে ৷ এখনও বেশ কয়েক জায়গায় ধসের ফলে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলছে ৷ ফলে এখনই টয়ট্রেন চালানোর উপযুক্ত নয় এই লাইন ৷ মেরামতের কাজের জন্য 20 সেপ্টেম্বর পর্যন্ত ওই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ তবে পূজোর মরশুমের আগে ওই পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে ৷
এ বিষয়ে দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর প্রিয়াংশু বলেন, "আমরা টয়ট্রেনের লাইনের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছি। এখনও অনেক এমন জায়গা রয়েছে যেগুলি টয়ট্রেন চালানোর জন্য এখনও ঠিক নয় ৷ অনেক জায়গায় এখনও মেরামতের প্রয়োজন রয়েছে ৷ যে কারণে 20 সেপ্টেম্বর পর্যন্ত এনজেপি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।"
হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "মেরামতের কাজ যত দ্রুত সম্ভব শেষ করা উচিৎ রেল কর্তৃপক্ষর। এনজেপি দার্জিলিং টয়ট্রেন পরিষেবা পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় ও যথেষ্ট চাহিদাপূর্ণ। এতদিন পর্যটক কম থাকায় সেভাবে হয়ত প্রভাব পরেনি ৷ কিন্তু সামনেই পুজোর মরশুম শুরু হচ্ছে ৷ আমরা আশা করব, যত দ্রুত সম্ভব ট্রয়ট্রেন পরিষেবা স্বাভাবিক হোক ।"
মূলত, পর্যটকদের মধ্যে দার্জিলিং-ঘুম জয়রাইড সব থেকে বেশি চাহিদা থাকে ৷ তবে অনেক পর্যটকরাই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে একটু লম্বা যাত্রা পছন্দ করেন। সেক্ষেত্রে এনজেপি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা অনেকের প্রিয়। প্রতিদিন এক জোড়া টয়ট্রেন এনজেপি-দার্জিলিং-এনজেপি চলে থাকে ৷ তবে আটটি জয়রাইড এবং কার্শিয়াংয়ের তিনধারিয়া থেকে দার্জিলিং পরিষেবাটি স্বাভাবিক রয়েছে।