ETV Bharat / state

'দুর্ভাগ্যজনক' আখ্যা দিয়ে ভূপতিনগর কাণ্ডে শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার এনআইএ'র - BHUPATI NAGAR BLAST CASE - BHUPATI NAGAR BLAST CASE

NIA Refutes Allegations of Mala Fide: ভূপতিনগর কাণ্ডে পূর্ব পরিকল্পিত রাজনৈতিক চক্রান্তের সব অভিযোগ অস্বীকার করল এনআইএ ৷ এক্স হ্যান্ডেলে গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

NIA
ভূপতিনগর কাণ্ডে রাজনৈতিক চক্রান্তের সব অভিযোগ অস্বীকার করল এনআইএ৷
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 6:21 PM IST

Updated : Apr 7, 2024, 8:18 PM IST

হায়দরাবাদ, 7 এপ্রিল: ভূপতিনগর কাণ্ডে পূর্ব পরিকল্পিত রাজনৈতিক চক্রান্তের সব অভিযোগ অস্বীকার করল জাতীয় তদন্তকারী সংস্থা ৷ এক্স হ্যান্ডেলে গোটা ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' বলেও উল্লেখ করেছে কেন্দ্রীয় সংস্থাটি ৷ ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তদন্ত অভিযানে সবরকম আতাঁতের অভিযোগও খারিজ করেছে এনআইএ ৷ ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে যাওয়া এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে তৃণমূল নেতা-নেত্রীদের তোলা শ্লীলতাহানির অভিযোগের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিবৃতি সামনে এসেছে শনিবার।

2022 পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে হওয়া বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তের বিষয়ে এনআইএ জানিয়েছে যে, আইন অনুযায়ী এই মামলায় ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাখ্যান করে এনআইএ এই বিষয়ে তৈরি হওয়া বিতর্ককে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, এনআইএ তদন্তকারী দলের উপর হামলার পরে যে পদক্ষেপ করা হয়েছে তা সম্পূর্ণ আইন মেনেই নেওয়া হয়েছে।

ভূপতিনগর বিস্ফোরণ মামলায় সেখানে তদন্ত অভিযানে যাওয়া আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে রাজ্য পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভূপতিনগর থানায় কেন্দ্রীয় সংস্থা এনআইএ'র বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে। ভূপতিনগরের এই ঘটনায় কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব আরও গভীর হয়েছে। শনিবার থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ'র বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে সোচ্চার হন।

প্রসঙ্গত 3 ডিসেম্বর, 2022-এ ভূপতিনগরে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনার প্রাণ হারিয়েছিল 3 জন ৷ ওই ঘটনার তদন্তে নাম জড়ানো দুই তৃণমূল কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য নিতে এসেছিল এনআইএ'র একটি দল। এ সময় সেখানে উপস্থিত জনতা এনআইএ তদন্তকারীদের ওপর হামলা চালায়। এই হামলায় দুই এনআইএ আধিকারিকও সামান্য আহত হয়েছেন।

ভূপতিনগরে এনআইএ তদন্তকারীদের আক্রান্ত হওয়ার ঘটনায় শনিবার রায়গঞ্জের প্রচার মঞ্চ থেকে মতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কোথায় কবে মেদিনীপুরে চকোলেট বোমা ফেটেছিল, তাই বাড়ি বাড়ি এনআইএ ঢুকিয়ে দিয়েছে। ওখানে হামলাটা মেয়েরা করেননি, হামলাটা করেছে এনআইএ।"

আরও পড়ুন:

  1. ‘হামলাটা মেয়েরা করেননি, করেছে এনআইএ’; ভূপতিনগর কাণ্ডে বড় অভিযোগ মমতার
  2. ভূপতিনগরে এনআইএ-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল নেতার পরিবারের
  3. এনআইএ কর্তার সঙ্গে 52 মিনিটের বৈঠক করেছেন জিতেন্দ্র, বিস্ফোরক দাবি কুণালের

হায়দরাবাদ, 7 এপ্রিল: ভূপতিনগর কাণ্ডে পূর্ব পরিকল্পিত রাজনৈতিক চক্রান্তের সব অভিযোগ অস্বীকার করল জাতীয় তদন্তকারী সংস্থা ৷ এক্স হ্যান্ডেলে গোটা ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' বলেও উল্লেখ করেছে কেন্দ্রীয় সংস্থাটি ৷ ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তদন্ত অভিযানে সবরকম আতাঁতের অভিযোগও খারিজ করেছে এনআইএ ৷ ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে যাওয়া এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে তৃণমূল নেতা-নেত্রীদের তোলা শ্লীলতাহানির অভিযোগের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিবৃতি সামনে এসেছে শনিবার।

2022 পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে হওয়া বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তের বিষয়ে এনআইএ জানিয়েছে যে, আইন অনুযায়ী এই মামলায় ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাখ্যান করে এনআইএ এই বিষয়ে তৈরি হওয়া বিতর্ককে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, এনআইএ তদন্তকারী দলের উপর হামলার পরে যে পদক্ষেপ করা হয়েছে তা সম্পূর্ণ আইন মেনেই নেওয়া হয়েছে।

ভূপতিনগর বিস্ফোরণ মামলায় সেখানে তদন্ত অভিযানে যাওয়া আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে রাজ্য পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভূপতিনগর থানায় কেন্দ্রীয় সংস্থা এনআইএ'র বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে। ভূপতিনগরের এই ঘটনায় কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব আরও গভীর হয়েছে। শনিবার থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ'র বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে সোচ্চার হন।

প্রসঙ্গত 3 ডিসেম্বর, 2022-এ ভূপতিনগরে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনার প্রাণ হারিয়েছিল 3 জন ৷ ওই ঘটনার তদন্তে নাম জড়ানো দুই তৃণমূল কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য নিতে এসেছিল এনআইএ'র একটি দল। এ সময় সেখানে উপস্থিত জনতা এনআইএ তদন্তকারীদের ওপর হামলা চালায়। এই হামলায় দুই এনআইএ আধিকারিকও সামান্য আহত হয়েছেন।

ভূপতিনগরে এনআইএ তদন্তকারীদের আক্রান্ত হওয়ার ঘটনায় শনিবার রায়গঞ্জের প্রচার মঞ্চ থেকে মতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কোথায় কবে মেদিনীপুরে চকোলেট বোমা ফেটেছিল, তাই বাড়ি বাড়ি এনআইএ ঢুকিয়ে দিয়েছে। ওখানে হামলাটা মেয়েরা করেননি, হামলাটা করেছে এনআইএ।"

আরও পড়ুন:

  1. ‘হামলাটা মেয়েরা করেননি, করেছে এনআইএ’; ভূপতিনগর কাণ্ডে বড় অভিযোগ মমতার
  2. ভূপতিনগরে এনআইএ-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল নেতার পরিবারের
  3. এনআইএ কর্তার সঙ্গে 52 মিনিটের বৈঠক করেছেন জিতেন্দ্র, বিস্ফোরক দাবি কুণালের
Last Updated : Apr 7, 2024, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.