ETV Bharat / state

দ্বিতীয় বিয়ের প্রথম জামাইষষ্ঠী সৌমিত্রর, সাংসদের প্রিয় ইলিশ-খাসির মাংস রাঁধলেন শাশুড়ি - Jamai Sasthi 2024

Saumitra Khan at Jamai Sasthi: দ্বিতীয় বিয়ের পর এই প্রথম জামাইষষ্ঠী পালনে শিলিগুড়িতে পৌঁছলেন বিষ্ণুপুরের নবনির্বাচিত বিজেপি সাংসদ ৷ নিজের হাতে শাক থেকে খাসির মাংস রান্না করে পাত পেড়ে খাওয়ালেন শাশুড়ি ৷ আর কী কী ছিল সৌমিত্র খাঁয়ের ভূরিভোজে ?

Saumitra Khan
শিলিগুড়তে জামাইষষ্ঠী সৌমিত্র খাঁ'র (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 7:55 PM IST

শিলিগুড়ি, 12 জুন: সংসার জীবনে সুজাতা মণ্ডলের সঙ্গে সমস্ত হিসেবনিকেশ চুকেছে ৷ দ্বিতীয় বিয়ে করেছেন বিষ্ণুপুরের নবনির্বাচিত বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । আর তাঁর দ্বিতীয় বিয়ের পর বুধবার ছিল প্রথম জামাইষষ্ঠী ৷ স্ত্রীকে ও মেয়েকে নিয়ে তাই দেরি না-করে সকাল সকাল শ্বশুরবাড়ি শিলিগুড়িতে হাজির হন তিনি ৷ হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামায় একেবারে নতুন বরের মতো সেজেছিলেন সৌমিত্র ৷

দ্বিতীয় বিয়ের পর প্রথম জামাইষষ্ঠীতে শিলিগুড়ি পৌঁছলেন সৌমিত্র খাঁ (ইটিভি ভারত)

এর মধ্যে আবার সদ্য বিষ্ণুপুর লোকসভা থেকে প্রাক্তন স্ত্রী সুজাতে পরাজিত করেছেন তিনি ৷ তাই সাংসদ জামাইয়ের জন্য এদিন সকাল থেকেই জোর প্রস্তুতি চলছিল শিলিগুড়ি সংলগ্ন শিব মন্দিরের রায়চৌধুরী পরিবারে । আর একহাঁড়ি মিষ্টি ও উপহার নিয়ে এলাকায় পৌঁছতেই সাংসদ-জামাইকে প্রথমে স্বাগত জানান স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্ব । এ দিন সৌমিত্রের পছন্দের রকমারি পদ নিজের হাতে রান্না করেছিলেন শ্বাশুড়ি অরুণা রায়চৌধুরী । পাতে ছিল শাক, পাঁচ রকম ভাজা, চিংড়ি মাছ ভাপা, কাঁচা কলার চোকলা বাঁটা ৷ আর জামাইয়ের সবথেকে পছন্দের খাসির মাংস ।

Saumitra Khan
এলাহি আয়োজন শাশুড়ির (নিজস্ব ছবি)

জামাইষষ্ঠীর পর স্ত্রী পারমিতাকে পাশে বসিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সৌমিত্র খাঁ । তিনি বলেন, "সাংসদ বলে আলাদা কিছু আবদার নেই । সবই খাই । তবে রাতে মাংস আর মিষ্টি খাই না । এবার চিংড়ি মাছের আবদার করেছিলাম ।" স্ত্রী পারমিতার কথায়, "বাঁকুড়ার মানুষ চিংড়ি খেতে ভালোবাসে । আমরা বাঙাল । আমরা খাওয়াতে ভালোবাসি । তাই সব বানানো হয়েছে । তবে মা খাসির মাংস খুব ভালো বানান । সেটা অবশ্যই রয়েছে । সেটা সৌমিত্রও খুব ভালোবাসে ।" শাশুড়ি অরুণা রায়চৌধুরী বলেন, "জামাইয়ের পছন্দের সব রান্না করেছি ৷ জামাই ইলিশ ভাজা খেতে চেয়েছিল ৷ সেটাও আছে খাবারে ৷"

Saumitra Khan
স্ত্রী পারমিতার সঙ্গে সৌমিত্র (নিজস্ব ছবি)

সৌমিত্র খাঁ এদিন নিশীথকে নিয়েও মন্তব্য করেন ৷ তিনি বলেন, "নিশীথ প্রামাণিক নিজের ভুলের জন্যই হেরেছেন । আর সুরো, বেসুরোর কোনও ব্যাপার নেই । দাবি থাকা ভালো । দল যা মনে করেছে তাই করেছে । তবে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং আমি, সবাইকেই দলের প্রয়োজন রয়েছে । প্রত্যেকে দলের জন্য ভাবে । দলের বিরোধী কেউ নয় ।"

Saumitra Khan
খাসির মাংস থেকে ইলিশ কিছুই বাদ ছিল না খাবারে (নিজস্ব ছবি)

শিলিগুড়ি, 12 জুন: সংসার জীবনে সুজাতা মণ্ডলের সঙ্গে সমস্ত হিসেবনিকেশ চুকেছে ৷ দ্বিতীয় বিয়ে করেছেন বিষ্ণুপুরের নবনির্বাচিত বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । আর তাঁর দ্বিতীয় বিয়ের পর বুধবার ছিল প্রথম জামাইষষ্ঠী ৷ স্ত্রীকে ও মেয়েকে নিয়ে তাই দেরি না-করে সকাল সকাল শ্বশুরবাড়ি শিলিগুড়িতে হাজির হন তিনি ৷ হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামায় একেবারে নতুন বরের মতো সেজেছিলেন সৌমিত্র ৷

দ্বিতীয় বিয়ের পর প্রথম জামাইষষ্ঠীতে শিলিগুড়ি পৌঁছলেন সৌমিত্র খাঁ (ইটিভি ভারত)

এর মধ্যে আবার সদ্য বিষ্ণুপুর লোকসভা থেকে প্রাক্তন স্ত্রী সুজাতে পরাজিত করেছেন তিনি ৷ তাই সাংসদ জামাইয়ের জন্য এদিন সকাল থেকেই জোর প্রস্তুতি চলছিল শিলিগুড়ি সংলগ্ন শিব মন্দিরের রায়চৌধুরী পরিবারে । আর একহাঁড়ি মিষ্টি ও উপহার নিয়ে এলাকায় পৌঁছতেই সাংসদ-জামাইকে প্রথমে স্বাগত জানান স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্ব । এ দিন সৌমিত্রের পছন্দের রকমারি পদ নিজের হাতে রান্না করেছিলেন শ্বাশুড়ি অরুণা রায়চৌধুরী । পাতে ছিল শাক, পাঁচ রকম ভাজা, চিংড়ি মাছ ভাপা, কাঁচা কলার চোকলা বাঁটা ৷ আর জামাইয়ের সবথেকে পছন্দের খাসির মাংস ।

Saumitra Khan
এলাহি আয়োজন শাশুড়ির (নিজস্ব ছবি)

জামাইষষ্ঠীর পর স্ত্রী পারমিতাকে পাশে বসিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সৌমিত্র খাঁ । তিনি বলেন, "সাংসদ বলে আলাদা কিছু আবদার নেই । সবই খাই । তবে রাতে মাংস আর মিষ্টি খাই না । এবার চিংড়ি মাছের আবদার করেছিলাম ।" স্ত্রী পারমিতার কথায়, "বাঁকুড়ার মানুষ চিংড়ি খেতে ভালোবাসে । আমরা বাঙাল । আমরা খাওয়াতে ভালোবাসি । তাই সব বানানো হয়েছে । তবে মা খাসির মাংস খুব ভালো বানান । সেটা অবশ্যই রয়েছে । সেটা সৌমিত্রও খুব ভালোবাসে ।" শাশুড়ি অরুণা রায়চৌধুরী বলেন, "জামাইয়ের পছন্দের সব রান্না করেছি ৷ জামাই ইলিশ ভাজা খেতে চেয়েছিল ৷ সেটাও আছে খাবারে ৷"

Saumitra Khan
স্ত্রী পারমিতার সঙ্গে সৌমিত্র (নিজস্ব ছবি)

সৌমিত্র খাঁ এদিন নিশীথকে নিয়েও মন্তব্য করেন ৷ তিনি বলেন, "নিশীথ প্রামাণিক নিজের ভুলের জন্যই হেরেছেন । আর সুরো, বেসুরোর কোনও ব্যাপার নেই । দাবি থাকা ভালো । দল যা মনে করেছে তাই করেছে । তবে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং আমি, সবাইকেই দলের প্রয়োজন রয়েছে । প্রত্যেকে দলের জন্য ভাবে । দলের বিরোধী কেউ নয় ।"

Saumitra Khan
খাসির মাংস থেকে ইলিশ কিছুই বাদ ছিল না খাবারে (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.