ETV Bharat / state

কৃষ্ণচন্দ্র আরেক মীরজাফর ! পূর্বপুরুষকে টেনে নিশানা রাজবধূকে, কী বলছে ইতিহাস ? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Amrita Roy: রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছেন নেট নাগরিকদের একাংশ ৷ আর সেই প্রসঙ্গ টেনেই কটাক্ষ করা হচ্ছে রাজবধূ তথা অমৃতা রায়কে ৷ এ বার তারই জবাব দিলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 5:53 PM IST

Updated : Mar 28, 2024, 8:15 PM IST

পূর্বপুরুষকে টেনে নিশানা রাজবধূকে

কৃষ্ণনগর, 28 মার্চ: দেশের বিরুদ্ধে কাজ করেছেন রাজা কৃষ্ণচন্দ্র রায় ! তিনি মীরজাফরের বন্ধু ৷ কৃষ্ণনগরে বিজেপি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশবধূ অমৃতা রায়কে প্রার্থী করার পর থেকে সোশাল মিডিয়ায় এমন নানা কথা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে ৷ রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ইতিহাস টেনে কটাক্ষ করা হচ্ছে বিজেপি প্রার্থীকে ৷ এ বার তাই নিয়ে সরব হলেন অমৃতা রায় ৷ তাঁর পূর্বপুরুষের নামে সমালোচনার কড়া জবাব দিলেন তিনি ৷

এ বারের লোকসভা নির্বাচনের রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র কৃষ্ণনগর । কৃষ্ণনগরে পুনরায় তৃণমূলের প্রার্থী হয়ে লড়াই করছেন বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র । তৃণমূল আগে প্রার্থী ঘোষণা করলেও জল্পনা চলছিল তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে হতে চলেছেন । বিজেপি তরফে চমক দিয়ে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশবধূ অমৃতা রায়কে ওই কেন্দ্রে প্রার্থী করা হয় । এই প্রথম রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কোনও রাজবধূ সরাসরি রাজনীতিতে প্রবেশ করেন । তাঁকে শুভেচ্ছা জানিয়ে ফোন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

যদিও অমৃতা রায় প্রার্থী হওয়ার পরই দেখা যায়, সোশাল মিডিয়ায় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নামে কটাক্ষ করা হচ্ছে । কেউ লিখেছেন, রাজা কৃষ্ণচন্দ্র রায় মীরজাফরের মতো বাংলাটাকে বিক্রি করে দিতে চেয়েছিলেন । আবার কেউ লিখেছেন, বিরোধীদের সঙ্গে গোপন আঁতাত ছিল তাঁর ।

বৃহস্পতিবার এই সমালোচনার জবাব দিয়েছেন বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশবধূ অমৃতা রায় । তিনি বলেন, "বিরোধীরা যত কটাক্ষ করবে, তত আমার ভোটব্যাংক বাড়বে । 200 বছর আগে তারাও ছিলেন না, আমরাও ছিলাম না । অতএব সেই সময় কী হয়েছিল, সেই কথা বলে কী লাভ ! এখন কী হচ্ছে সেটা দেখা উচিত । কই আমি তো তাদের সম্পর্কে কিছু বলছি না । তাদের পরিবার নিয়ে কোনও কাদা ছুড়ছি না । তাই তারা কী বলল সে বিষয়ে আমি মন্তব্য করব না । এটা আমার শিক্ষা সংস্কৃতি কিংবা সৃষ্টির মধ্যে পড়ে না ।"

প্রসঙ্গত, ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে, জগৎ শেঠ, মীরজাফর ও অন্যান্য আরও কয়েকজনকে নিয়ে যে গোষ্ঠী সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং রবার্ট ক্লাইভের সঙ্গে যোগসাজশ করেছিল, সেই গোষ্ঠীতেই ছিলেন কৃষ্ণচন্দ্র রায় ৷ এই যোগসাজশের ফলে পলাশীর যুদ্ধে সিরাজ উদ-দৌলা পরাজিত হন ৷ জানা যায়, কৃষ্ণচন্দ্র ব্রিটিশদের সঙ্গে এবং বিশেষ করে রবার্ট ক্লাইভের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন ।

1760-এর দশকে বাংলার নবাব মীর কাসিম যখন কৃষ্ণচন্দ্র রায়ের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন, তখন এই সুসম্পর্ক কাজে আসে ৷ ক্লাইভ সেই মৃত্যুদণ্ড বাতিল করার পাশাপাশি কৃষ্ণনগর এলাকার জমিদার হিসেবে কৃষ্ণচন্দ্রকে পাঁচটি কামান ও শাসন ব্যবস্থা উপহার দেন এবং মহারাজা উপাধিতে ভূষিত করেন ৷ সেই ইতিহাসকে হাতিয়ার করেই এ বারের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আক্রমণ চালানো হচ্ছে সোশাল মিডিয়ায় ৷

আরও পড়ুন:

  1. মহুয়ার সঙ্গে কোনও শত্রুতা নেই, অবস্থান স্পষ্ট করলেন কৃষ্ণনগরের রানিমা
  2. সাংঘাতিক অনুভূতি, অনেক সাহস পেলাম ! মোদির ফোনে আপ্লুত রাজবধূ অমৃতা
  3. মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি, দোল উদযাপনের মাঝেই জনসংযোগে রাজমাতা অমৃতা

পূর্বপুরুষকে টেনে নিশানা রাজবধূকে

কৃষ্ণনগর, 28 মার্চ: দেশের বিরুদ্ধে কাজ করেছেন রাজা কৃষ্ণচন্দ্র রায় ! তিনি মীরজাফরের বন্ধু ৷ কৃষ্ণনগরে বিজেপি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশবধূ অমৃতা রায়কে প্রার্থী করার পর থেকে সোশাল মিডিয়ায় এমন নানা কথা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে ৷ রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ইতিহাস টেনে কটাক্ষ করা হচ্ছে বিজেপি প্রার্থীকে ৷ এ বার তাই নিয়ে সরব হলেন অমৃতা রায় ৷ তাঁর পূর্বপুরুষের নামে সমালোচনার কড়া জবাব দিলেন তিনি ৷

এ বারের লোকসভা নির্বাচনের রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র কৃষ্ণনগর । কৃষ্ণনগরে পুনরায় তৃণমূলের প্রার্থী হয়ে লড়াই করছেন বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র । তৃণমূল আগে প্রার্থী ঘোষণা করলেও জল্পনা চলছিল তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে হতে চলেছেন । বিজেপি তরফে চমক দিয়ে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশবধূ অমৃতা রায়কে ওই কেন্দ্রে প্রার্থী করা হয় । এই প্রথম রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কোনও রাজবধূ সরাসরি রাজনীতিতে প্রবেশ করেন । তাঁকে শুভেচ্ছা জানিয়ে ফোন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

যদিও অমৃতা রায় প্রার্থী হওয়ার পরই দেখা যায়, সোশাল মিডিয়ায় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নামে কটাক্ষ করা হচ্ছে । কেউ লিখেছেন, রাজা কৃষ্ণচন্দ্র রায় মীরজাফরের মতো বাংলাটাকে বিক্রি করে দিতে চেয়েছিলেন । আবার কেউ লিখেছেন, বিরোধীদের সঙ্গে গোপন আঁতাত ছিল তাঁর ।

বৃহস্পতিবার এই সমালোচনার জবাব দিয়েছেন বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশবধূ অমৃতা রায় । তিনি বলেন, "বিরোধীরা যত কটাক্ষ করবে, তত আমার ভোটব্যাংক বাড়বে । 200 বছর আগে তারাও ছিলেন না, আমরাও ছিলাম না । অতএব সেই সময় কী হয়েছিল, সেই কথা বলে কী লাভ ! এখন কী হচ্ছে সেটা দেখা উচিত । কই আমি তো তাদের সম্পর্কে কিছু বলছি না । তাদের পরিবার নিয়ে কোনও কাদা ছুড়ছি না । তাই তারা কী বলল সে বিষয়ে আমি মন্তব্য করব না । এটা আমার শিক্ষা সংস্কৃতি কিংবা সৃষ্টির মধ্যে পড়ে না ।"

প্রসঙ্গত, ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে, জগৎ শেঠ, মীরজাফর ও অন্যান্য আরও কয়েকজনকে নিয়ে যে গোষ্ঠী সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং রবার্ট ক্লাইভের সঙ্গে যোগসাজশ করেছিল, সেই গোষ্ঠীতেই ছিলেন কৃষ্ণচন্দ্র রায় ৷ এই যোগসাজশের ফলে পলাশীর যুদ্ধে সিরাজ উদ-দৌলা পরাজিত হন ৷ জানা যায়, কৃষ্ণচন্দ্র ব্রিটিশদের সঙ্গে এবং বিশেষ করে রবার্ট ক্লাইভের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন ।

1760-এর দশকে বাংলার নবাব মীর কাসিম যখন কৃষ্ণচন্দ্র রায়ের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন, তখন এই সুসম্পর্ক কাজে আসে ৷ ক্লাইভ সেই মৃত্যুদণ্ড বাতিল করার পাশাপাশি কৃষ্ণনগর এলাকার জমিদার হিসেবে কৃষ্ণচন্দ্রকে পাঁচটি কামান ও শাসন ব্যবস্থা উপহার দেন এবং মহারাজা উপাধিতে ভূষিত করেন ৷ সেই ইতিহাসকে হাতিয়ার করেই এ বারের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আক্রমণ চালানো হচ্ছে সোশাল মিডিয়ায় ৷

আরও পড়ুন:

  1. মহুয়ার সঙ্গে কোনও শত্রুতা নেই, অবস্থান স্পষ্ট করলেন কৃষ্ণনগরের রানিমা
  2. সাংঘাতিক অনুভূতি, অনেক সাহস পেলাম ! মোদির ফোনে আপ্লুত রাজবধূ অমৃতা
  3. মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি, দোল উদযাপনের মাঝেই জনসংযোগে রাজমাতা অমৃতা
Last Updated : Mar 28, 2024, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.