জামনগর, 20 মার্চ: এক সপ্তাহের মধ্যে জামনগরে দ্বিতীয় খুনের ঘটনা ঘটল জামনগরে ৷ শহরের রাজপার্ক এলাকায় 12 বছরের কিশোরীকে ছুরির আঘাতে হত্যার অভিযোগ পাড়ার এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা রুজু করে অভিযুক্তের সন্ধান শুরু করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড, তা এখনও স্পষ্ট নয় ৷ পুলিশের তদন্তের পরই সত্যিটা উঠে আসবে ৷
জানা গিয়েছে, নিহত নাবালিকার পরিবার জামনগর শহরের রাজপার্ক এলাকায় থাকে । নিহতের মা টিফিন সার্ভিস চালান । ঘটনার দিন পাড়ায় বসবাসকারী এক যুবক তার বাড়ি থেকে টিফিন অর্ডার করেন। বাবা-মা কাজে বাইরে থাকায় টিফিন নিয়ে অভিযুক্তের বাড়িতে পৌঁছয় কিশোরী । কয়েক মিনিট পর স্থানীয় লোকজন মেয়েটির ওপর হামলার খবর দেয় তার বোনকে ৷ সে খবর শুনে মাকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় । এরপরেই কিশোরীকে সেখানে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ৷ পাশাপাশি অভিযুক্তের বাড়িতে একটি ছুরিও পাওয়া গিয়েছে ।
জেলা পুলিশ প্রধান প্রেমসুখ দেলু, ডিএসপি জয়বীর সিং ঝালা এবং সিটি এ থানার পিআই নিকুঞ্জ চাভদা-সহ এলসিবি পুলিশের দল ঘটনাটি স্থানীয় পুলিশকে জানায় । পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ।
এ বিষয়ে ডিওয়াইএসপি জয়বীর সিং ঢালা জানান, ওই ছাত্রী টিফিন দিতে এলাকায় বসবাসকারী এক যুবকের বাড়িতে গিয়েছিল । এরপরেই তার বোন জানতে পারে কিশোরীকে খুন করা হয়েছে ৷ এরপর নাবালিকার বোন ও মা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান । যেখানে চিকিৎসক কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন । এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তের খোঁজ করা হচ্ছে ।
ডিএসপি জয়বীর সিং ঢালা আরও জানান, অভিযুক্তকে গ্রেফতারের পর এই ঘটনার নেপথ্য কারণ জানা যাবে । অভিযুক্ত কিশোরীকে ছুরি দিয়ে প্রায় 13 থেকে 14 বার ছুরিকাঘাত করা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান। অভিযুক্ত এর আগে তার স্ত্রী'কে খুন করেছে বলে অভিযোগ ৷ পুলিশের খাতায় তার নাম রয়েছে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন: