কলকাতা, 20 জানুয়ারি: এবার সরাসরি মমতা-অভিষেককে আক্রমণের পথে নামলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা নিয়ে আইএফএফ বিধায়ক নাউশাদ সিদ্দিকীর হুঙ্কার, "মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি। ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করে দেখিয়ে দেব। সেটা তাঁদের পৈতৃক সম্পত্তি নয়।"
তবে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এবছর তাদের প্রতিষ্ঠা দিবসের সভা নেতাজি ইনডোরেই অনুষ্ঠিত হবে। তবে আমন্ত্রিত অতিথিদের সংখ্যা অনেকটাই কম থাকবে। জেলা স্তরের নেতাদের কলকাতায় না আসার বার্তায় দেওয়া হয়েছে আইএসএফের তরফে। নিজের এলাকায় বা নিজের বুথে পতাকা উত্তোলনের পাশাপাশি প্রতিষ্ঠা দিন স্মরণ করার নির্দেশও দেওয়া হয়েছে বলে নওশাদ সিদ্দিকী জানান।
ভিক্টোরিয়া হাউস-এর সামনে 21 জানুয়ারি আইএসএফ তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য অনুমতি চেয়েছিল কলকাতা পুলিশের কাছে। কিন্তু, পুলিশ সেই অনুমতি দেয়নি। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আইএসএফ বিধায়ক তথা দলীয় প্রধান নওশাদ সিদ্দিকী। আদালতের সিঙ্গল বেঞ্চ সমস্ত দিক বিবেচনা করে ভিক্টোরিয়া হাউস-এর সামনে সভা করার অনুমতিও দেয়। কিন্তু শর্ত বেঁধে দেওয়া হয় এক হাজার জনের মধ্যে দলীয় কর্মী-সমর্থকদের থাকতে হবে। তার বেশি হলে চলবে না। কিন্তু সেই রায়ের পরেও ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। সেই ডিভিশন বেঞ্চের মামলার রায় জানায়, ভিক্টোরিয়া হাউস-এর সামনে সভা করার পরিবর্তে নেতাজি ইন্ডোরে সভা আয়োজন করতে পারে আইএসএফ।
আদালত তার পর্যবেক্ষণে জানায়, ভিক্টোরিয়া হাউস-এর সামনে সভা করলে যানজটের সৃষ্টি হতে পারে। তাই, এবারের মতো নেতাজি ইন্ডোরে সভা করুক আইএসএফ। আদালতের নির্দেশমতো এবার নেতাজি ইন্ডোরেই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করছে আইএসএফ। কিন্তু দলীয় প্রধান নওশাদ সিদ্দিকীর স্পষ্ট বার্তা, "আগামী দিনে আইএসএফ ভিক্টোরিয়া হাউস এর সামনেই সভা করবে।" প্রয়োজনে আদালতের অনুমতি নিয়েই সভা করবেন তারা।
আরও পড়ুন: