ETV Bharat / state

মাওবাদী কার্যকলাপে যুক্ত সন্দেহে রাজ্যের একাধিক জায়গায় এনআইএ হানা - NIA Search Operation in Bengal

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Updated : 2 hours ago

NIA Search Operation on Suspicious Maoist Link: 2022 সালে ঝাড়খণ্ডের রাঁচিতে মাওবাদী কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে রাজ্যের 12টি জায়গায় তল্লাশি অভিযান চালাল এনআইএ ও এসটিএফ ৷

NIA search operation over suspicious link to Maoist Case
মাওবাদী কার্যকলাপে জড়িত সন্দেহে এনআইএ তল্লাশি (ইটিভি ভারত)

কলকাতা, 1 অক্টোবর: মাওবাদী কার্যকলাপে যুক্ত । মঙ্গলবার ভোর থেকে কলকাতার নেতাজি নগর-সহ রাজ্যের 12 জায়গায় অভিযান চালাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি । এদিন সোদপুর, ব্যারাকপুর, আসানসোল-সহ মোট 12 জায়গায় হানা দেন এনআইএ আধিকারিকরা । সোদপুরের বাসিন্দা, মানবাধিকার কর্মী শিপ্রা চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালানো হয় । আসানসোলে অভিজ্ঞান সরকার এবং সুদীপ্তা পালের বাড়িতে চলছে এনএইএ অভিযান ।

জানা গিয়েছে, মাওবাদী কার্যকলাপে যুক্ত সন্দেহে তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ ৷ মঙ্গলবার ভোরে পশ্চিম বর্ধমানের আসানসোল এবং উত্তর 24 পরগনার পানিহাটিতে পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লীশ্রী এলাকায় একই সঙ্গে এই এনআইএ অভিযান চলে ৷ তাঁদের বিরুদ্ধে ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মাওবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷

মাওবাদী কার্যকলাপে জড়িত সন্দেহে রাজ্যের একাধিক জায়গায় এনআইএ হানা (ইটিভি ভারত)

মাওবাদী নেতা প্রশান্ত বোস গ্রেফতার হওয়ার পরে জানা গিয়েছিল, পূর্ব ভারত ছাড়াও উত্তর ভারতের চারটি জায়গা যেমন উত্তরপ্রদেশ, দিল্লি, পঞ্জাব ও হরিয়ানায় নেটওয়ার্ক তৈরি করেছেন মাওবাদীরা । যদিও সম্পূর্ণ সাহায্য আসছে পূর্ব ভারত থেকে । ঝাড়খণ্ড, বিহার থেকে যেমন অস্ত্র ও অর্থ আসছে, তেমনি এই রাজ্যের বেশ কয়েকজন আর্থিকভাবে সাহায্য করছে মাওবাদীদের ৷ এই তথ্য পাওয়ার পরেই অভিযানে নামেন এনআইএ আধিকারিকরা ।

'অধিকার' সংগঠনের দুই নেত্রী

এই অভিযোগ অস্বীকার করেছেন অধিকার সংগঠনের নেত্রী সুদীপ্তা পাল ৷ পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটি থানার ডিসেরগড় গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকেন সুদীপ্তা পাল ৷ তাঁর বাড়িওয়ালা জানিয়েছেন, তিন বছর ধরেই তিনি এখানে থাকেন এবং অধিকার নামের একটি সংগঠনের নেত্রী ৷ এদিন ভোরে এনআইএ এবং এসটিএফ যৌথ অভিযান চালায় ৷ সঙ্গে ছিল কুলটি থানার বিরাট পুলিশ বাহিনী ৷ প্রায় চারঘণ্টা ধরে অভিযান চলে ৷ প্রায় চারঘণ্টা ধরে অভিযান চলে ৷ সুদীপ্তা পালের বাড়ি থেকে এনআইএ সংগঠনের নেত্রীর হার্ডডিস্ক, ফোন-সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করেছে ৷ প্রচুর নথিও নিয়ে গিয়েছে ৷

সুদীপ্তা পালের বন্ধু শিপ্রা চক্রবর্তী ৷ আসানসোলের পাশাপাশি পানিহাটি পুরসভার অন্তর্গত 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লীশ্রী এলাকায় তাঁর বাড়িতে হানা দেয় এনআইএ ৷ এদিন প্রথমে ডাকাডাকি করলেও বাড়ির গেট কেউ খোলেননি ৷ পরে গেট টপকেই বাড়ির ভিতর ঢোকেন এনআইএ-র আধিকারিকেরা ৷ সুদীপ্তা পাল ও শিপ্রা চক্রবর্তী দু'জনেই পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে ৷ অধিকার সংগঠনের দুই সদস্য ইসিএলের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের দাবিদাওয়া আদায়ে আন্দোলন করত ৷

এনআইএ অভিযান নিয়ে কী বললেন সুদীপ্তা ?

অভিযানের পর সুদীপ্তা পাল বলেন, "আমার হার্ডডিস্ক নিয়ে গিয়েছে, যেটা আমার অত্যন্ত কাজের জিনিস ৷ শ্রমিকদের মামলার শুনানি আছে ৷ তার সমস্ত তথ্য ছিল ৷ আমি আর কোনও কাজ করতে পারব না ৷" এনআইএ-র বিরুদ্ধে তাঁর অভিযোগ, "তারা (এনআইএ) আমায় কোনও বিকল্প হার্ডডিস্ক দিয়ে যায়নি ৷ আমার ফোনটাও নিয়ে গিয়েছে, যা আমি প্রতিদিন ব্যবহার করি ৷"

মাওবাদী মামলায় এই তল্লাশি অভিযান নিয়ে সুদীপ্তা বলেন, "রাঁচিতে 2022 সালে কোনও একটি মাওবাদী কার্যকলাপের তদন্ত চালাচ্ছে এনআইএ ৷ কয়েকজন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে ৷ সেই মামলার তদন্তকারী আধিকারিক নাকি আমার ঘরে তল্লাশি চালানোর জন্য এনআইএ-কে ক্ষমতা দিয়েছে ৷ সার্চ ওয়ারেন্ট নিয়েই তাঁরা এসেছেন ৷ মাওবাদী সংযোগের বিষয়টি পুরো সাজানো ৷ যাঁদের আমি জানি না, কোনও দিন দেখা হয়নি ৷ এমনকী এই মামলার বিষয়েও আমি কিছু জানি না ৷ এনআইএ-র সঙ্গে এসটিএফ এসেছে ৷ আমার পুরো কাজ বন্ধ হয়ে যাবে ৷"

তাঁর পরিচিত শিপ্রা চক্রবর্তীর বাড়িতে এনআইএ হানা প্রসঙ্গে কিছু জানেন না বলেই দাবি করেন সুদীপ্তা ৷ তিনি বলেন, "আমি ওই ব্যাপারে কিছু জানি না ৷ আমি ঘুমোচ্ছিলাম ৷ মহিলাদের ক্ষেত্রে অভিযান চালাতে গেলে 6টার পর ঢুকতে হয় ৷ তাঁরা 6টার আগে ঢুকেছেন ৷ 6টার 2 মিনিট আগে হলেও কেন ঢুকবে এনআইএ ? আমি বারবার বললাম, আমি একজন মহিলা ৷ জামাকাপড় পালটে নেব ৷ সেটুকু সময়ও দেয়নি এনআইএ ৷" রাঁচির মাওবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো বলে দাবি করেন সুদীপ্তা ৷

কলকাতা, 1 অক্টোবর: মাওবাদী কার্যকলাপে যুক্ত । মঙ্গলবার ভোর থেকে কলকাতার নেতাজি নগর-সহ রাজ্যের 12 জায়গায় অভিযান চালাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি । এদিন সোদপুর, ব্যারাকপুর, আসানসোল-সহ মোট 12 জায়গায় হানা দেন এনআইএ আধিকারিকরা । সোদপুরের বাসিন্দা, মানবাধিকার কর্মী শিপ্রা চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালানো হয় । আসানসোলে অভিজ্ঞান সরকার এবং সুদীপ্তা পালের বাড়িতে চলছে এনএইএ অভিযান ।

জানা গিয়েছে, মাওবাদী কার্যকলাপে যুক্ত সন্দেহে তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ ৷ মঙ্গলবার ভোরে পশ্চিম বর্ধমানের আসানসোল এবং উত্তর 24 পরগনার পানিহাটিতে পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লীশ্রী এলাকায় একই সঙ্গে এই এনআইএ অভিযান চলে ৷ তাঁদের বিরুদ্ধে ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মাওবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷

মাওবাদী কার্যকলাপে জড়িত সন্দেহে রাজ্যের একাধিক জায়গায় এনআইএ হানা (ইটিভি ভারত)

মাওবাদী নেতা প্রশান্ত বোস গ্রেফতার হওয়ার পরে জানা গিয়েছিল, পূর্ব ভারত ছাড়াও উত্তর ভারতের চারটি জায়গা যেমন উত্তরপ্রদেশ, দিল্লি, পঞ্জাব ও হরিয়ানায় নেটওয়ার্ক তৈরি করেছেন মাওবাদীরা । যদিও সম্পূর্ণ সাহায্য আসছে পূর্ব ভারত থেকে । ঝাড়খণ্ড, বিহার থেকে যেমন অস্ত্র ও অর্থ আসছে, তেমনি এই রাজ্যের বেশ কয়েকজন আর্থিকভাবে সাহায্য করছে মাওবাদীদের ৷ এই তথ্য পাওয়ার পরেই অভিযানে নামেন এনআইএ আধিকারিকরা ।

'অধিকার' সংগঠনের দুই নেত্রী

এই অভিযোগ অস্বীকার করেছেন অধিকার সংগঠনের নেত্রী সুদীপ্তা পাল ৷ পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটি থানার ডিসেরগড় গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকেন সুদীপ্তা পাল ৷ তাঁর বাড়িওয়ালা জানিয়েছেন, তিন বছর ধরেই তিনি এখানে থাকেন এবং অধিকার নামের একটি সংগঠনের নেত্রী ৷ এদিন ভোরে এনআইএ এবং এসটিএফ যৌথ অভিযান চালায় ৷ সঙ্গে ছিল কুলটি থানার বিরাট পুলিশ বাহিনী ৷ প্রায় চারঘণ্টা ধরে অভিযান চলে ৷ প্রায় চারঘণ্টা ধরে অভিযান চলে ৷ সুদীপ্তা পালের বাড়ি থেকে এনআইএ সংগঠনের নেত্রীর হার্ডডিস্ক, ফোন-সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করেছে ৷ প্রচুর নথিও নিয়ে গিয়েছে ৷

সুদীপ্তা পালের বন্ধু শিপ্রা চক্রবর্তী ৷ আসানসোলের পাশাপাশি পানিহাটি পুরসভার অন্তর্গত 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লীশ্রী এলাকায় তাঁর বাড়িতে হানা দেয় এনআইএ ৷ এদিন প্রথমে ডাকাডাকি করলেও বাড়ির গেট কেউ খোলেননি ৷ পরে গেট টপকেই বাড়ির ভিতর ঢোকেন এনআইএ-র আধিকারিকেরা ৷ সুদীপ্তা পাল ও শিপ্রা চক্রবর্তী দু'জনেই পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে ৷ অধিকার সংগঠনের দুই সদস্য ইসিএলের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের দাবিদাওয়া আদায়ে আন্দোলন করত ৷

এনআইএ অভিযান নিয়ে কী বললেন সুদীপ্তা ?

অভিযানের পর সুদীপ্তা পাল বলেন, "আমার হার্ডডিস্ক নিয়ে গিয়েছে, যেটা আমার অত্যন্ত কাজের জিনিস ৷ শ্রমিকদের মামলার শুনানি আছে ৷ তার সমস্ত তথ্য ছিল ৷ আমি আর কোনও কাজ করতে পারব না ৷" এনআইএ-র বিরুদ্ধে তাঁর অভিযোগ, "তারা (এনআইএ) আমায় কোনও বিকল্প হার্ডডিস্ক দিয়ে যায়নি ৷ আমার ফোনটাও নিয়ে গিয়েছে, যা আমি প্রতিদিন ব্যবহার করি ৷"

মাওবাদী মামলায় এই তল্লাশি অভিযান নিয়ে সুদীপ্তা বলেন, "রাঁচিতে 2022 সালে কোনও একটি মাওবাদী কার্যকলাপের তদন্ত চালাচ্ছে এনআইএ ৷ কয়েকজন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে ৷ সেই মামলার তদন্তকারী আধিকারিক নাকি আমার ঘরে তল্লাশি চালানোর জন্য এনআইএ-কে ক্ষমতা দিয়েছে ৷ সার্চ ওয়ারেন্ট নিয়েই তাঁরা এসেছেন ৷ মাওবাদী সংযোগের বিষয়টি পুরো সাজানো ৷ যাঁদের আমি জানি না, কোনও দিন দেখা হয়নি ৷ এমনকী এই মামলার বিষয়েও আমি কিছু জানি না ৷ এনআইএ-র সঙ্গে এসটিএফ এসেছে ৷ আমার পুরো কাজ বন্ধ হয়ে যাবে ৷"

তাঁর পরিচিত শিপ্রা চক্রবর্তীর বাড়িতে এনআইএ হানা প্রসঙ্গে কিছু জানেন না বলেই দাবি করেন সুদীপ্তা ৷ তিনি বলেন, "আমি ওই ব্যাপারে কিছু জানি না ৷ আমি ঘুমোচ্ছিলাম ৷ মহিলাদের ক্ষেত্রে অভিযান চালাতে গেলে 6টার পর ঢুকতে হয় ৷ তাঁরা 6টার আগে ঢুকেছেন ৷ 6টার 2 মিনিট আগে হলেও কেন ঢুকবে এনআইএ ? আমি বারবার বললাম, আমি একজন মহিলা ৷ জামাকাপড় পালটে নেব ৷ সেটুকু সময়ও দেয়নি এনআইএ ৷" রাঁচির মাওবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো বলে দাবি করেন সুদীপ্তা ৷

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.