ETV Bharat / state

খুন করে পাঁচিল টপকে ভুটান পালানোর চেষ্টা ! পা ভেঙে শ্রীঘরে অভিযুক্ত - Alipurduar Murder Case - ALIPURDUAR MURDER CASE

Bhutanese Citizen Kills Alipurduar Resident: আলিপুরদুয়ারে এসে খুনের অভিযোগে গ্রেফতার ভুটানের নাগরিক। অভিযোগ খুনের পর আবারও ভুটানে পালাতে চেষ্টা করে অভিযুক্ত ৷ ভারত-ভুটান সীমান্তের পাঁচিল টপকানোর চেষ্টায় পা ভেঙে যায় তাঁর ৷ তাতেই ধরা পড়ে যায় ৷

Bhutanese Citizen Kills Alipurduar Resident
পাঁচিল টপকে ভুটান পালানোর চেষ্টায় পা ভাঙলেন খুনে অভিযুক্ত ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 9:17 PM IST

আলিপুরদুয়ার, 25 অগস্ট: ভুটান থেকে ভারতে এসে খুন ! আবার খুনের পর ভুটানে পালাতে গিয়ে পা ভাঙল সেই ভিনদেশী অভিযুক্তের ৷ পা ভেঙে তাঁর ঠিকানা এখন জয়গাঁও থানা ৷ অভিযোগ, আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের সুভাষপল্লির বাসিন্দা কুমার থাপাকে শনিবার রাতে খুন করেছেন ভুটানের নাগরিক 37 বছরের ইয়েশি দাওয়া ৷

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে কুমারকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন ইয়েশি দাওয়া ৷ কিন্তু, কেন ? কুমার সুভাষপল্লিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন ৷ সেই বাড়িতেই একটি ভুটানি মেয়ের সঙ্গে থাকতেন দাওয়া ৷ অভিযোগ দাওয়া প্রত্যেকদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন এবং তা নিয়ে তাঁর সঙ্গে প্রায়ই ঝামেলা হত মেয়েটির ৷ অভিযোগ, শনিবার বিকেলেও ইয়েশি দাওয়া ঝামেলা করায়, প্রতিবাদ করেন কুমার থাপা ৷ সেই সময় ধারাল অস্ত্র দিয়ে কুমার থাপার বুকে আঘাত করেন ইয়েশি ৷

তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কুমার থাপার ৷ তাঁর মৃত্যুর খবর পেয়ে ইয়েশি ভুটানে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ ৷ ভারত-ভুটান সীমান্তে পৌঁছে উঁচু পাঁচিল টপকানোর চেষ্টা করেন ৷ পাঁচিল টপকাতে গিয়ে পড়ে পা ভাঙেন ইয়েশি ৷ সেই সময় সীমান্তের ওপারে থাকা ভুটানের সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশ ইয়েশি দাওয়াকে ধরে ফেলেন ৷ পরবর্তী সময়ে ভুটান পুলিশ কুমার থাপাকে খুনের অভিযুক্ত দাওয়াকে আলিপুরদুয়ার পুলিশের হাতে তুলে দেয় ৷

জয়গাঁও থানার ইনচার্জ পালজার ভুটিয়া জানান, ভুটান তাঁদের সঙ্গে সহযোগিতা করেছে ৷ তিনি বলেন, "অভিযুক্ত ব্যক্তি ভুটানে পালানোর চেষ্টা করছিলেন ৷ কিন্তু, ভুটান পুলিশের সহযোগিতার কারণে, আমরা তাঁকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়েছি ৷" দাওয়াকে আলিপুরদুয়ার আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানান ওই জয়গাঁও থানার ইনচার্জ ৷

আলিপুরদুয়ার, 25 অগস্ট: ভুটান থেকে ভারতে এসে খুন ! আবার খুনের পর ভুটানে পালাতে গিয়ে পা ভাঙল সেই ভিনদেশী অভিযুক্তের ৷ পা ভেঙে তাঁর ঠিকানা এখন জয়গাঁও থানা ৷ অভিযোগ, আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের সুভাষপল্লির বাসিন্দা কুমার থাপাকে শনিবার রাতে খুন করেছেন ভুটানের নাগরিক 37 বছরের ইয়েশি দাওয়া ৷

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে কুমারকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন ইয়েশি দাওয়া ৷ কিন্তু, কেন ? কুমার সুভাষপল্লিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন ৷ সেই বাড়িতেই একটি ভুটানি মেয়ের সঙ্গে থাকতেন দাওয়া ৷ অভিযোগ দাওয়া প্রত্যেকদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন এবং তা নিয়ে তাঁর সঙ্গে প্রায়ই ঝামেলা হত মেয়েটির ৷ অভিযোগ, শনিবার বিকেলেও ইয়েশি দাওয়া ঝামেলা করায়, প্রতিবাদ করেন কুমার থাপা ৷ সেই সময় ধারাল অস্ত্র দিয়ে কুমার থাপার বুকে আঘাত করেন ইয়েশি ৷

তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কুমার থাপার ৷ তাঁর মৃত্যুর খবর পেয়ে ইয়েশি ভুটানে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ ৷ ভারত-ভুটান সীমান্তে পৌঁছে উঁচু পাঁচিল টপকানোর চেষ্টা করেন ৷ পাঁচিল টপকাতে গিয়ে পড়ে পা ভাঙেন ইয়েশি ৷ সেই সময় সীমান্তের ওপারে থাকা ভুটানের সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশ ইয়েশি দাওয়াকে ধরে ফেলেন ৷ পরবর্তী সময়ে ভুটান পুলিশ কুমার থাপাকে খুনের অভিযুক্ত দাওয়াকে আলিপুরদুয়ার পুলিশের হাতে তুলে দেয় ৷

জয়গাঁও থানার ইনচার্জ পালজার ভুটিয়া জানান, ভুটান তাঁদের সঙ্গে সহযোগিতা করেছে ৷ তিনি বলেন, "অভিযুক্ত ব্যক্তি ভুটানে পালানোর চেষ্টা করছিলেন ৷ কিন্তু, ভুটান পুলিশের সহযোগিতার কারণে, আমরা তাঁকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়েছি ৷" দাওয়াকে আলিপুরদুয়ার আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানান ওই জয়গাঁও থানার ইনচার্জ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.