ETV Bharat / state

মুম্বইয়ে স্বামীকে খুন ! 'ফেরার' মহিলা গ্রেফতার স্বরূপনগরে - Woman Killed Husband

Woman Killed Husband in Mumbai: মুম্বইয়ে স্বামীকে খুন করে এরাজ্যে পালিয়ে আসার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে ৷ যদিও, শেষ রক্ষা হল না ৷ আজ সকালে উত্তর 24 পরগনার স্বরূপনগর থেকে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ ৷

ETV BHARAT
মুম্বইয়ে স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার রোজিনা মণ্ডল ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 7:28 PM IST

স্বরূপনগর, 22 জুলাই: মুম্বইয়ে স্বামীকে খুন করে এরাজ্যে পালিয়ে আসার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ৷ স্বামীকে খুনে অভিযুক্ত সেই মহিলাকে এবার স্বরূপনগরের তরণীপুর গ্রাম থেকে গ্রেফতার করল মুম্বইয়ের ভান্দুপ থানার পুলিশ ৷ ধৃত মহিলার নাম রোজিনা মণ্ডল ৷ আজ তাঁকে বারাসত মহকুমা আদালতে তোলা হয় ৷ সেখান থেকে ট্রানজিট রিমান্ডে ধৃত মহিলাকে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে ৷

জানা গিয়েছে, স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরণীপুর গ্রামে বাপের বাড়ি রোজিনার মণ্ডলের ৷ বছরখানেক আগে তিনি এবং তাঁর স্বামী জালাল মণ্ডল মুম্বইয়ের ভান্দুপে গিয়েছিলেন নির্মাণ কাজে ৷ জানা গিয়েছে, সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায়, মাঝে মধ্যেই অশান্তি হত ৷ সম্প্রতি সেই ঝামেলা চরম আকার ধারণ করেছিল ৷ অভিযোগ, দিন কয়েক আগে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা চলাকালীন, ভারী কোনও বস্তু দিয়ে জালালের মাথায় আঘাত করেন রোজিনা ৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জালাল ৷ পরিস্থিতি বেগতিক বুঝে, সেখান থেকে চম্পট দেন মহিলা ৷

স্থানীয়রাই গুরুতর জখম অবস্থায় জালালকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর ৷ এর পরপরই নির্মাণ সংস্থার তরফে ভান্দুপ থানায় খুনের অভিযোগ দায়ের করা হয় ৷ তদন্তে নেমে পুলিশ রোজিনা মণ্ডলের স্বামীর খুনে যুক্ত থাকার প্রমাণ পায় ৷ কিন্তু, তাঁর হদিশ মিলছিল না কিছুতেই ৷ শেষমেশ, গোপন সূত্রে ভান্দুপ থানার পুলিশের কাছে খবর আসে, খুনের পর থেকে অভিযুক্ত রোজিনা গা-ঢাকা দিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের স্বরূপনগরের তরণীপুরে বাপের বাড়িতে ৷

সেই তথ্য অনুযায়ী, রবিবার রাতে মুম্বই থেকে স্বরূপনগরে এসে পৌঁছন ভান্দুপ থানার তিন তদন্তকারী অফিসার ৷ সেই দলে একজন মহিলা পুলিশ কর্মীও ছিলেন ৷ এরপর, ভোরের দিকে স্বরূপনগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে তরণীপুর গ্রামে হানা দেন তাঁরা ৷ সেখান থেকেই গ্রেফতার করা হয় জালাল মণ্ডলের খুনে অভিযুক্ত রোজিনাকে ৷ তাঁকে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে গিয়ে জালাল মণ্ডল খুনের বাকি তদন্ত করবে পুলিশ ৷

স্বরূপনগর, 22 জুলাই: মুম্বইয়ে স্বামীকে খুন করে এরাজ্যে পালিয়ে আসার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ৷ স্বামীকে খুনে অভিযুক্ত সেই মহিলাকে এবার স্বরূপনগরের তরণীপুর গ্রাম থেকে গ্রেফতার করল মুম্বইয়ের ভান্দুপ থানার পুলিশ ৷ ধৃত মহিলার নাম রোজিনা মণ্ডল ৷ আজ তাঁকে বারাসত মহকুমা আদালতে তোলা হয় ৷ সেখান থেকে ট্রানজিট রিমান্ডে ধৃত মহিলাকে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে ৷

জানা গিয়েছে, স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরণীপুর গ্রামে বাপের বাড়ি রোজিনার মণ্ডলের ৷ বছরখানেক আগে তিনি এবং তাঁর স্বামী জালাল মণ্ডল মুম্বইয়ের ভান্দুপে গিয়েছিলেন নির্মাণ কাজে ৷ জানা গিয়েছে, সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায়, মাঝে মধ্যেই অশান্তি হত ৷ সম্প্রতি সেই ঝামেলা চরম আকার ধারণ করেছিল ৷ অভিযোগ, দিন কয়েক আগে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা চলাকালীন, ভারী কোনও বস্তু দিয়ে জালালের মাথায় আঘাত করেন রোজিনা ৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জালাল ৷ পরিস্থিতি বেগতিক বুঝে, সেখান থেকে চম্পট দেন মহিলা ৷

স্থানীয়রাই গুরুতর জখম অবস্থায় জালালকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর ৷ এর পরপরই নির্মাণ সংস্থার তরফে ভান্দুপ থানায় খুনের অভিযোগ দায়ের করা হয় ৷ তদন্তে নেমে পুলিশ রোজিনা মণ্ডলের স্বামীর খুনে যুক্ত থাকার প্রমাণ পায় ৷ কিন্তু, তাঁর হদিশ মিলছিল না কিছুতেই ৷ শেষমেশ, গোপন সূত্রে ভান্দুপ থানার পুলিশের কাছে খবর আসে, খুনের পর থেকে অভিযুক্ত রোজিনা গা-ঢাকা দিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের স্বরূপনগরের তরণীপুরে বাপের বাড়িতে ৷

সেই তথ্য অনুযায়ী, রবিবার রাতে মুম্বই থেকে স্বরূপনগরে এসে পৌঁছন ভান্দুপ থানার তিন তদন্তকারী অফিসার ৷ সেই দলে একজন মহিলা পুলিশ কর্মীও ছিলেন ৷ এরপর, ভোরের দিকে স্বরূপনগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে তরণীপুর গ্রামে হানা দেন তাঁরা ৷ সেখান থেকেই গ্রেফতার করা হয় জালাল মণ্ডলের খুনে অভিযুক্ত রোজিনাকে ৷ তাঁকে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে গিয়ে জালাল মণ্ডল খুনের বাকি তদন্ত করবে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.