ETV Bharat / state

তৃণমূলের 'দানব' পালটা কামড় দিচ্ছে, মিনাখাঁ ও সন্দেশখালির ঘটনায় কটাক্ষ শুভেন্দুর - SUVENDU ADHIKARI

তৃণমূল বিধায়কদের উপর হামলার ঘটনায় এবার বিরোধী দলনেতার নিশানায় শাসকশিবির ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতি করে মানুষে-মানুষে বিভেদ তৈরি করেছেন বলে অভিযোগ শুভেন্দুর ৷

SUVENDU ADHIKARI
শুভেন্দু অধিকারী ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2024, 4:08 PM IST

কলকাতা, 2 নভেম্বর: মিনাখাঁ ও সন্দেশখালির বিধায়কদের উপর হামলার ঘটনায় এবার শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল ৷ বিরোধী দলনেতার কটাক্ষ, তৃণমূল যে দানবদের তৈরি করেছে, এবার তারাই পালটা কামড় দিচ্ছে ৷ পাশাপাশি, একটি নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন শুভেন্দু ৷ আর এই ইস্যুতে এ দিন ফের একবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি ৷

এ নিয়ে আজ সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা ৷ তিনি অভিযোগ করেছেন, "নিজেদের তৈরি করা 'দানব' পালটা কামড় দিচ্ছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বাড়তি সুবিধা ও ছাড় দেওয়া হচ্ছে ৷ মূলত, তাদের নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করা হয়েছে ৷ নির্বাচনী সমর্থন দেওয়ার বিনিময়ে, সেই গোষ্ঠী লাগামছাড়া হয়ে উঠেছে ৷ আর এখন অন্য গোষ্ঠীর উপর হামলা চালাচ্ছে ৷"

শুভেন্দু তাঁর পোস্টে লিখেছেন, "তবে, এখন তৃণমূলের লোকজনের উপরেই হামলা চালাচ্ছে তৃণমূলের আরেক গোষ্ঠী ৷ তারা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে ৷ তারা এখন তৃণমূলের সংখ্যাগুরু গোষ্ঠীর বিধায়কদের উপর হামলা চালাচ্ছে ৷ বৃহস্পতিবার রাতে মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডলের উপর হামলা চালিয়েছে তৃণমূলেরই আব্দুল খালেক মোল্লা ৷ আর সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর উপরে আক্রমণ করেছেন আব্দুল কাদের মোল্লা ৷"

বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, এই দুই তৃণমূল নেতাই সন্দেশখালি-কাণ্ডে ধৃত শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ৷ এরপরেই রাজ্যবাসীকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, "পশ্চিমবঙ্গের জনগণকে এবার বুঝতে হবে, যে একটি গুরুতর বিপর্যয় অপেক্ষা করছে ৷ আর সেই বিপর্যয়কে রুখতে পারে শুধুমাত্র বিজেপি ৷ এই 'দানব'দের নিয়ন্ত্রণ করে বোতল বন্দি করতে বিজেপিকে দরকার ৷"

অন্যদিকে, কলকাতা বিমানবন্দরে এই ইস্যুতে সাংবাদিকের সামনে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্যই সবাই বলছে, 'দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ' ৷ ওঁর পদত্যাগেই এই অরাজকতা শেষ হবে ৷"

কলকাতা, 2 নভেম্বর: মিনাখাঁ ও সন্দেশখালির বিধায়কদের উপর হামলার ঘটনায় এবার শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল ৷ বিরোধী দলনেতার কটাক্ষ, তৃণমূল যে দানবদের তৈরি করেছে, এবার তারাই পালটা কামড় দিচ্ছে ৷ পাশাপাশি, একটি নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন শুভেন্দু ৷ আর এই ইস্যুতে এ দিন ফের একবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি ৷

এ নিয়ে আজ সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা ৷ তিনি অভিযোগ করেছেন, "নিজেদের তৈরি করা 'দানব' পালটা কামড় দিচ্ছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বাড়তি সুবিধা ও ছাড় দেওয়া হচ্ছে ৷ মূলত, তাদের নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করা হয়েছে ৷ নির্বাচনী সমর্থন দেওয়ার বিনিময়ে, সেই গোষ্ঠী লাগামছাড়া হয়ে উঠেছে ৷ আর এখন অন্য গোষ্ঠীর উপর হামলা চালাচ্ছে ৷"

শুভেন্দু তাঁর পোস্টে লিখেছেন, "তবে, এখন তৃণমূলের লোকজনের উপরেই হামলা চালাচ্ছে তৃণমূলের আরেক গোষ্ঠী ৷ তারা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে ৷ তারা এখন তৃণমূলের সংখ্যাগুরু গোষ্ঠীর বিধায়কদের উপর হামলা চালাচ্ছে ৷ বৃহস্পতিবার রাতে মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডলের উপর হামলা চালিয়েছে তৃণমূলেরই আব্দুল খালেক মোল্লা ৷ আর সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর উপরে আক্রমণ করেছেন আব্দুল কাদের মোল্লা ৷"

বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, এই দুই তৃণমূল নেতাই সন্দেশখালি-কাণ্ডে ধৃত শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ৷ এরপরেই রাজ্যবাসীকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, "পশ্চিমবঙ্গের জনগণকে এবার বুঝতে হবে, যে একটি গুরুতর বিপর্যয় অপেক্ষা করছে ৷ আর সেই বিপর্যয়কে রুখতে পারে শুধুমাত্র বিজেপি ৷ এই 'দানব'দের নিয়ন্ত্রণ করে বোতল বন্দি করতে বিজেপিকে দরকার ৷"

অন্যদিকে, কলকাতা বিমানবন্দরে এই ইস্যুতে সাংবাদিকের সামনে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্যই সবাই বলছে, 'দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ' ৷ ওঁর পদত্যাগেই এই অরাজকতা শেষ হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.