শিলিগুড়ি, 12 নভেম্বর: এবার ট্যাবের টাকা উধাওয়ের ঘটনায় জুড়ল শিলিগুড়ির দুই সরকারি স্কুলের নাম । একটি কৃষ্ণমায়া মেমোরিয়াল নেপালি হাইস্কুল ও অন্যটি এনজেপি রেলওয়ে কলোনি হাইস্কুল । এই ঘটনায় জেলার শিক্ষামহলে চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনার পরই ওই দুই স্কুল কর্তৃপক্ষ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
সোমবারই পড়ুয়াদের ট্যাবের টাকা উধাওয়ের ঘটনায় শিক্ষা দফতরের সঙ্গে বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ । গোটা ঘটনায় দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি । এরই মধ্যে অভিযোগ উঠেছে, শিলিগুড়ির দুটো স্কুলের প্রায় 28 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে । যার মধ্যে এনজেপি রেলওয়ে কলোনি হাইস্কুলেরই রয়েছে 21 জন পড়ুয়া । বাকি সাতজন কৃষ্ণমায়া স্কুলের পড়ুয়া বলে জানা গিয়েছে ।
এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, "ইতিমধ্যে দুটো স্কুলের ট্যাবের টাকা উধাওয়ের ঘটনায় অভিযোগ মিলেছে । ঘটনার তদন্তে এসএফ রোডের একটি বেসরকারি ব্যাংকের তথ্য মিলেছে । সেই সূত্র ধরেই তদন্তে নেমেছে পুলিশ ।"
কৃষ্ণমায়া মেমোরিয়াল নেপালি হাইস্কুলের প্রধান শিক্ষক প্রসন্ন প্রধান বলেন, "আমাদের বিষয়টি নজরে আসা মাত্র আমরা স্কুল কর্তৃপক্ষর তরফে অভিযোগ জানিয়েছি ।" রেলওয়ে কলোনি হাইস্কুলের শিক্ষক বিমান তপাদার বলেন, "বেশকিছু পড়ুয়ার ট্যাবের টাকা অদ্ভুতভাবে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে । আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি ।"
এবিটিএ'র দার্জিলিং জেলা সম্পাদক বিদ্যুৎ রাজগুরু বলেন, "এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন । কীভাবে এই টাকা অন্য অ্যাকাউন্টে গেল, তা খতিয়ে দেখা উচিত।" আগামী 14 ও 18 নভেম্বর শহরের প্রধান শিক্ষকরা জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে ।