ETV Bharat / state

'উন্নাও, হাথরসের মতো ঘটনায় জাতীয় মহিলা কমিশনে দেখা মেলে না' কটাক্ষ সেলিমের - মহম্মদ সেলিম

Mohammed Salim on NCW Chairperson: তৃণমূলের সুরে সুর মেলালেন মহম্মদ সেলিম ৷ জাতীয় মহিলা কমিশন সন্দেশখালি ইস্যুতে রাজ্যে আসায় তিনি উদাহরণ টানলেন তৃণমূলের পথ ধরে ৷ তিনি কোচবিহারের দলীয় বৈঠকে এসে বলেন, "যখন উন্নাও, হাথরসে নারী নির্যাতনের ঘটনা ঘটে। তখন জাতীয় মহিলা কমিশনের দেখা পাওয়া যায় না।"

মহম্মদ সেলিম
Mohammed Salim on NCW Chairperson
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 7:19 PM IST

তৃমূলের সুরে সুর মেলালেন মহম্মদ সেলিম

কোচবিহার, 19 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশন আসা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। সোমবার দুপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে সিপিএমের কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, "যখন উন্নাও, হাথরসে নারী নির্যাতনের ঘটনা ঘটে। তখন জাতীয় মহিলা কমিশনের দেখা পাওয়া যায় না। এছাড়াও উত্তরবঙ্গে মহিলা পাচার কাণ্ডে বিজেপির নেতা যুক্ত ছিল। তৃণমূলও যুক্ত ছিল। এরা কাকে শাস্তি দিয়েছে।"

তিনি দাবি করেন, রাজ্যের মহিলা কমিশন হোক কিংবা কেন্দ্রের এরা কোনও ব্যবস্থা নেয়নি। আইন করে মহিলা, শিশু, সংখ্যালঘু-সহ যেসব কমিশন গড়া হয়েছিল বিজেপি এবং তৃণমূল সেই কমিশনগুলোতে নিজেদের লোককে বসিয়ে দিয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় আধার কার্ড বাতিল নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, "আমরা আগে থেকেই বলেছিলাম আধার কার্ডের মধ্য দিয়ে নজরদারি চালানো হচ্ছে। তখন তৃণমূল ও বিজেপি একসঙ্গে মিলে আধার চালু করেছে। এখন আবার চিঠি পাঠিয়ে বাতিলের কথা বলছে। এতে বাসিন্দাদের হয়রানি বাড়ছে।"

পাশাপাশি সন্দেশখালির ঘটনা নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করে সেলিম বলেন, "সন্দেশখালিতে যে লুঠতরাজ চলেছে তার বড় অংশের টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছে। এখন যতই টাকা ফেরতের ব্যবস্থা করুক লাভ হবে না। তাই দোষীদের শাস্তি চাই।" পাশাপাশি লোকসভার প্রিভিলেজ কমিটি রাজ্যের চার আধিকারিককে তলব ইস্যুতে সুপ্রিম কোর্ট যে স্থগিতাদেশ দিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, "আগে লোকসভা, বিধানসভা, আইনসভা সবকিছু আলাদা আলাদা ছিল। এখন সব এক হয়ে গিয়েছে।"

উল্লেখ্য, সোমবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সন্দেশখালি আসেন। পাশাপাশি স্থানীয় জেলা পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন ৷ আগামিকাল, মঙ্গলবার মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি'র সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা। দু'দিনের সফর শেষ করে মঙ্গলবার সন্ধেয় রেখা শর্মা ফিরে যাবেন দিল্লি।

আরও পড়ুন:

  1. অধীরের সঙ্গে বৈঠক করতে মুর্শিদাবাদে সেলিম, এসইউসিআইকেও কাছে টানছে সিপিএম
  2. এসইউসিআই-আইএসএফ-লিবারেশনের সঙ্গে জোটে আপত্তি নেই সিপিএমের, শর্ত বেঁধে দিলেন সেলিম
  3. চেকলিস্ট তৈরি বুথ থেকে পার্লামেন্টারি কমিটির, ভোটে ঝাঁপাচ্ছে সিপিএম

তৃমূলের সুরে সুর মেলালেন মহম্মদ সেলিম

কোচবিহার, 19 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশন আসা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। সোমবার দুপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে সিপিএমের কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, "যখন উন্নাও, হাথরসে নারী নির্যাতনের ঘটনা ঘটে। তখন জাতীয় মহিলা কমিশনের দেখা পাওয়া যায় না। এছাড়াও উত্তরবঙ্গে মহিলা পাচার কাণ্ডে বিজেপির নেতা যুক্ত ছিল। তৃণমূলও যুক্ত ছিল। এরা কাকে শাস্তি দিয়েছে।"

তিনি দাবি করেন, রাজ্যের মহিলা কমিশন হোক কিংবা কেন্দ্রের এরা কোনও ব্যবস্থা নেয়নি। আইন করে মহিলা, শিশু, সংখ্যালঘু-সহ যেসব কমিশন গড়া হয়েছিল বিজেপি এবং তৃণমূল সেই কমিশনগুলোতে নিজেদের লোককে বসিয়ে দিয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় আধার কার্ড বাতিল নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, "আমরা আগে থেকেই বলেছিলাম আধার কার্ডের মধ্য দিয়ে নজরদারি চালানো হচ্ছে। তখন তৃণমূল ও বিজেপি একসঙ্গে মিলে আধার চালু করেছে। এখন আবার চিঠি পাঠিয়ে বাতিলের কথা বলছে। এতে বাসিন্দাদের হয়রানি বাড়ছে।"

পাশাপাশি সন্দেশখালির ঘটনা নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করে সেলিম বলেন, "সন্দেশখালিতে যে লুঠতরাজ চলেছে তার বড় অংশের টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছে। এখন যতই টাকা ফেরতের ব্যবস্থা করুক লাভ হবে না। তাই দোষীদের শাস্তি চাই।" পাশাপাশি লোকসভার প্রিভিলেজ কমিটি রাজ্যের চার আধিকারিককে তলব ইস্যুতে সুপ্রিম কোর্ট যে স্থগিতাদেশ দিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, "আগে লোকসভা, বিধানসভা, আইনসভা সবকিছু আলাদা আলাদা ছিল। এখন সব এক হয়ে গিয়েছে।"

উল্লেখ্য, সোমবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সন্দেশখালি আসেন। পাশাপাশি স্থানীয় জেলা পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন ৷ আগামিকাল, মঙ্গলবার মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি'র সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা। দু'দিনের সফর শেষ করে মঙ্গলবার সন্ধেয় রেখা শর্মা ফিরে যাবেন দিল্লি।

আরও পড়ুন:

  1. অধীরের সঙ্গে বৈঠক করতে মুর্শিদাবাদে সেলিম, এসইউসিআইকেও কাছে টানছে সিপিএম
  2. এসইউসিআই-আইএসএফ-লিবারেশনের সঙ্গে জোটে আপত্তি নেই সিপিএমের, শর্ত বেঁধে দিলেন সেলিম
  3. চেকলিস্ট তৈরি বুথ থেকে পার্লামেন্টারি কমিটির, ভোটে ঝাঁপাচ্ছে সিপিএম
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.