কলকাতা, 16 জুন: কুরবানির ঈদে ঘরমুখো পরিযায়ী শ্রমিকরা ৷ ভিনরাজ্য থেকে তাঁরা দলে দলে বাড়ি ফিরছেন । তবে বিশেষ ট্রেন বা বাস না-থাকায় চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তাঁদের । যার জেরে মলিন হয়ে যাচ্ছে উৎসবের আনন্দ ৷ এমনই অভিযোগ সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ৷ এ প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্যকে কাঠগড়ায় তুলেছেন তিনি ৷
গত কয়েকদিনে হাওড়া, শিয়ালদা, সাঁতরাগাছি-সহ বিভিন্ন স্টেশনে কাতারে কাতারে নামছেন মানুষ ৷ আর ট্রেন থেকে নামার পরেই তাঁদের হয়রানির মুখে পড়তে হচ্ছে । নেই বাড়ির ফেরার বিশেষ কোনও ট্রেন । এমনকী নেই বিশেষ বাস পরিষেবাও । বাড়ি ফেরার জন্য ঘণ্টার পর ঘণ্টা তাঁদের পিঠে বড় বড় ব্যাগ নিয়ে অপেক্ষা করতে হচ্ছে । এরই মাঝে একটা বাস এলেও তাতে গাদাগাদি করে উঠতে হচ্ছে । কেউ উঠতে পারছেন, কেউ পারছেন না ৷
এই নিয়েই কেন্দ্র ও রাজ্য সরকারকে একহাত নিয়েছেন মহম্মদ সেলিম ৷ তাঁর প্রশ্ন, অন্যান্য ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে একাধিক বিশেষ ট্রেনের ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার ৷ পাশাপশি বাসের ব্যবস্থা করে রাজ্য । তাহলে ঈদের ক্ষেত্রে কেন সেই পরিষেবা মিলবে না ?
এই হয়রানি প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, "আমি প্রতি বছর রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে থাকি ৷ রাজ্যকে চিঠি দিই, যাতে এই সময় যাঁরা ভিন রাজ্য থেকে ফিরছেন, সেই শ্রমিকদের হয়রানির মুখে পড়তে না-হয় । তখন বিশেষ ট্রেন দেয় । বাসের ব্যবস্থা করে । এবার ভোটের কারণে চিঠি দিয়ে উঠতে পারিনি । রাজ্যে পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়েছে, রাস্তায় বাস নেই । কাজ নেই ৷ তাই লাখ লাখ ঘরের ছেলে-মেয়ে ভিনরাজ্যে থাকে রোজগারের জন্য । উৎসবের দিনে তাঁরা ফিরছেন মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর-সহ একাধিক জেলায় । তাঁরা বড় বড় ব্যাগ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দিশাহীন ভাবে স্টেশন চত্বরে অপেক্ষা করছেন । না আছে বাড়ি ফেরার বিশেষ ট্রেন, না আছে বাস । এখনও সময় আছে, ব্যবস্থা করুক বিশেষ ট্রেন ও বাস পরিষেবার ।"