ETV Bharat / state

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ ! মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা, বৃষ্টিতে ভিজবে বঙ্গ - west bengal monsoon update - WEST BENGAL MONSOON UPDATE

Low Pressures in Bay of Bengal: ধেয়ে আসছে নিম্নচাপ ৷ সমগ্র বঙ্গে বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর ৷ সেইসঙ্গে মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস ৷

Monsoon Update from IMD
ধেয়ে আসছে নিম্নচাপ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 19, 2024, 7:16 AM IST

Updated : Jul 19, 2024, 7:50 AM IST

কলকাতা, 19 জুলাই: হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে চলেছে সমগ্র বাংলা ৷ এবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ ৷ সেইসঙ্গে সমুদ্রপৃষ্ঠে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপের ফলে তৈরি ঘূর্ণাবর্ত ৷

সোমনাথ দত্ত, আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা (ইটিভি ভারত)

এই মুহূর্তে সমুদ্রের উপর অবস্থান করলেও উত্তর-পশ্চিম দিকে ক্রমশ এগোবে এই নিম্নচাপ ৷ আগামী কয়েকদিনের মধ্যই এই নিম্নচাপ আরও সক্রিয় হয়ে ওড়িশা উপকূলে পৌঁছবে ৷ আর তার ফলেই বৃষ্টির এই পূর্বাভাস ৷ শুধু বৃষ্টির পূর্বাভাস নয় ৷ শনিবার থেকে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল-সহ উত্তর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর ৷

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দিনের আকাশ থাকবে মেঘলা ৷ বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে । বৃহস্পতিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 97 শতাংশ ও সর্বনিম্ন 68 শতাংশ ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে ৷ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া ও হুগলি-সহ কলকাতাতে বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের উপরের 5টি জেলা তথা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে বাকি জেলায় মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ আগামী 20 এবং 21 তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

আগামী 22 জুলাই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হবে মাঝারি থেকে ভারী বৃষ্টি ৷ উত্তরের 5টি জেলাতেও চিত্রটা এক ৷ তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ খানিক কম থাকার সম্ভাবনা রয়েছে ৷ 23 জুলাই দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি-সহ সমস্ত উপকূলীয় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের 5টি জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে বাকি জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ অর্থাৎ সপ্তাহন্তে নিম্নচাপের কারণে দুর্যোগ ধেয়ে আসছে বঙ্গে ৷

কলকাতা, 19 জুলাই: হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে চলেছে সমগ্র বাংলা ৷ এবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ ৷ সেইসঙ্গে সমুদ্রপৃষ্ঠে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপের ফলে তৈরি ঘূর্ণাবর্ত ৷

সোমনাথ দত্ত, আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা (ইটিভি ভারত)

এই মুহূর্তে সমুদ্রের উপর অবস্থান করলেও উত্তর-পশ্চিম দিকে ক্রমশ এগোবে এই নিম্নচাপ ৷ আগামী কয়েকদিনের মধ্যই এই নিম্নচাপ আরও সক্রিয় হয়ে ওড়িশা উপকূলে পৌঁছবে ৷ আর তার ফলেই বৃষ্টির এই পূর্বাভাস ৷ শুধু বৃষ্টির পূর্বাভাস নয় ৷ শনিবার থেকে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল-সহ উত্তর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর ৷

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দিনের আকাশ থাকবে মেঘলা ৷ বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে । বৃহস্পতিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 97 শতাংশ ও সর্বনিম্ন 68 শতাংশ ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে ৷ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া ও হুগলি-সহ কলকাতাতে বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের উপরের 5টি জেলা তথা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে বাকি জেলায় মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ আগামী 20 এবং 21 তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

আগামী 22 জুলাই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হবে মাঝারি থেকে ভারী বৃষ্টি ৷ উত্তরের 5টি জেলাতেও চিত্রটা এক ৷ তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ খানিক কম থাকার সম্ভাবনা রয়েছে ৷ 23 জুলাই দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি-সহ সমস্ত উপকূলীয় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের 5টি জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে বাকি জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ অর্থাৎ সপ্তাহন্তে নিম্নচাপের কারণে দুর্যোগ ধেয়ে আসছে বঙ্গে ৷

Last Updated : Jul 19, 2024, 7:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.