ETV Bharat / state

'সুশান্ত রায়ের সন্ধান চাই', উত্তরবঙ্গ লবির চিকিৎসকের বাড়ির সামনে পড়ল পোস্টার - Kolkata Rape and Murder Case - KOLKATA RAPE AND MURDER CASE

Doctor Sushanta Roy: উত্তরবঙ্গ লবির অন্যতম চিকিৎসক সুশান্ত রায়ের বাড়ির সামনে সন্ধান চাই পোস্টার ৷ আরজি কর-কাণ্ডে নাম জড়িয়েছে এই চিকিৎসক ও তাঁর ছেলে সৌত্রিক রায়ের ৷

Doctor Sushanta Roy Poster
ডাক্তার সুশান্ত রায় ও সৌত্রিক রায়ের নামে পোস্টার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 1:22 PM IST

Updated : Sep 17, 2024, 1:35 PM IST

জলপাইগুড়ি, 17 সেপ্টেম্বর: নিরুদ্দেশ ডাক্তার সুশান্তকুমার রায় ও সৌত্রিক রায় ! দু'জনের খোঁজ চাই ৷ জলপাইগুড়ির কম্পোজিট কমপ্লেক্সে চিকিৎসক সুশান্তকুমার রায়ের বাড়ির এলাকায় লাগানো হল এমনই পোস্টার ৷

পোস্টারে লেখা সন্ধান চাই (ইটিভি ভারত)

জানা গিয়েছে, তাঁদের বাড়ির সামনের দুই দোকানের দরজায় লাগানো হয় পোস্টার ৷ সেখানে লেখা, "আরজি কর কাণ্ডের মূল চক্রান্তকারী, স্বাস্থ্য দফতরের আসল দুর্নীতিবাজ, জলপাইগুড়ির লজ্জা, ডাক্তার সুশান্তকুমার রায় ও তাঁর ছেলে সৌত্রিক রায়ের সন্ধ্যান চাই ৷" এই পোস্টার দেখার পরই চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷

স্থানীয় বাসিন্দা সোমারু তন্ত্র ও নজরুল হক জানান, মঙ্গলবার সকালেই সুশান্তকুমার রায়ের বাড়ির সামনে কয়েকটি পোস্টার দেখা যায় । যদিও কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, সেটা কেউ দেখতে পায়নি । প্রতিবেশীরা বলেন, "আরজি কর-কাণ্ডে বাবা ও ছেলের নাম আমরা সংবাদমাধ্যমে দেখতে পেয়েছি । কারও বিরুদ্ধে অপপ্রচার চালানো আইন বিরুদ্ধ । কিন্তু আরজি কর-কাণ্ডের সঙ্গে যদি তাঁরা সত্যি জড়িত থাকেন, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক ।"

এদিকে, এই বিষয়ে সুশান্ত রায়ের বাড়ির কর্মীদের জিজ্ঞাসা করা হলে, তারা জানান পোস্টার দেখেননি । এমনকি, সুশান্ত রায়ের সঙ্গে দেখা করতে চাইলে 'ডাক্তারবাবু দেখা করবেন না' বলে জানান তাঁরা ।

আরজি কর-কাণ্ডে নাম জড়ায় উত্তরবঙ্গ লবির অন্যতম চিকিৎসক নেতা সুশান্তকুমার রায়ের ও তাঁর ছেলে সৌত্রিক রায়ের ৷ ঘটনার দিন আরজি কর মেডিক্যাল কলেজে গিয়েছিলেন 'প্রভাবশালী' এই ডাক্তার সুশান্ত রায় । পরে নিজেই সে কথা স্বীকার করেন তিনি । অন্যদিকে, একটি সরকারি নোটিশে দেখা যায়, স্বাধীনতা দিবসের মহড়ায় প্যারেডের জন্য তাঁর ছেলেও আরজি কর মেডিক্যাল কলেজে ছিলেন ঘটনার দিন ভোরে । যদিও সৌত্রিক সেখানে ছিলেন না বলে দাবি করেছেন । তবে এই খবর প্রকাশ্যে আসার পরই জলপাইগুড়িতে জোর জল্পনা শুরু হয় ৷ দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দফতরে প্রভাব খাটানো ও অনিয়মের একাধিক অভিযোগ ওঠে সুশান্তের বিরুদ্ধে ৷

এরপরই, আইএমএ পশ্চিমবঙ্গ শাখা ও আইএমএ জলপাইগুড়ি শাখা থেকে সুশান্ত রায়কে বহিষ্কার করে দেওয়া হয় । পাশাপাশি, তাঁর ছেলে তথা যুগ্ম-সম্পাদক সৌত্রিক রায়কেও সাসপেন্ড করার জন্য আইএমএ কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠিয়েছে জলপাইগুড়ি আইএমএ ৷ একইসঙ্গে, সুশান্তকুমার রায়ের নেতৃত্বাধীন আইএমএ কমিটিকে ভেঙে দেন আইএমএ-এর ব্রাঞ্চ সভাপতি ৷

জলপাইগুড়ি, 17 সেপ্টেম্বর: নিরুদ্দেশ ডাক্তার সুশান্তকুমার রায় ও সৌত্রিক রায় ! দু'জনের খোঁজ চাই ৷ জলপাইগুড়ির কম্পোজিট কমপ্লেক্সে চিকিৎসক সুশান্তকুমার রায়ের বাড়ির এলাকায় লাগানো হল এমনই পোস্টার ৷

পোস্টারে লেখা সন্ধান চাই (ইটিভি ভারত)

জানা গিয়েছে, তাঁদের বাড়ির সামনের দুই দোকানের দরজায় লাগানো হয় পোস্টার ৷ সেখানে লেখা, "আরজি কর কাণ্ডের মূল চক্রান্তকারী, স্বাস্থ্য দফতরের আসল দুর্নীতিবাজ, জলপাইগুড়ির লজ্জা, ডাক্তার সুশান্তকুমার রায় ও তাঁর ছেলে সৌত্রিক রায়ের সন্ধ্যান চাই ৷" এই পোস্টার দেখার পরই চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷

স্থানীয় বাসিন্দা সোমারু তন্ত্র ও নজরুল হক জানান, মঙ্গলবার সকালেই সুশান্তকুমার রায়ের বাড়ির সামনে কয়েকটি পোস্টার দেখা যায় । যদিও কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, সেটা কেউ দেখতে পায়নি । প্রতিবেশীরা বলেন, "আরজি কর-কাণ্ডে বাবা ও ছেলের নাম আমরা সংবাদমাধ্যমে দেখতে পেয়েছি । কারও বিরুদ্ধে অপপ্রচার চালানো আইন বিরুদ্ধ । কিন্তু আরজি কর-কাণ্ডের সঙ্গে যদি তাঁরা সত্যি জড়িত থাকেন, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক ।"

এদিকে, এই বিষয়ে সুশান্ত রায়ের বাড়ির কর্মীদের জিজ্ঞাসা করা হলে, তারা জানান পোস্টার দেখেননি । এমনকি, সুশান্ত রায়ের সঙ্গে দেখা করতে চাইলে 'ডাক্তারবাবু দেখা করবেন না' বলে জানান তাঁরা ।

আরজি কর-কাণ্ডে নাম জড়ায় উত্তরবঙ্গ লবির অন্যতম চিকিৎসক নেতা সুশান্তকুমার রায়ের ও তাঁর ছেলে সৌত্রিক রায়ের ৷ ঘটনার দিন আরজি কর মেডিক্যাল কলেজে গিয়েছিলেন 'প্রভাবশালী' এই ডাক্তার সুশান্ত রায় । পরে নিজেই সে কথা স্বীকার করেন তিনি । অন্যদিকে, একটি সরকারি নোটিশে দেখা যায়, স্বাধীনতা দিবসের মহড়ায় প্যারেডের জন্য তাঁর ছেলেও আরজি কর মেডিক্যাল কলেজে ছিলেন ঘটনার দিন ভোরে । যদিও সৌত্রিক সেখানে ছিলেন না বলে দাবি করেছেন । তবে এই খবর প্রকাশ্যে আসার পরই জলপাইগুড়িতে জোর জল্পনা শুরু হয় ৷ দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দফতরে প্রভাব খাটানো ও অনিয়মের একাধিক অভিযোগ ওঠে সুশান্তের বিরুদ্ধে ৷

এরপরই, আইএমএ পশ্চিমবঙ্গ শাখা ও আইএমএ জলপাইগুড়ি শাখা থেকে সুশান্ত রায়কে বহিষ্কার করে দেওয়া হয় । পাশাপাশি, তাঁর ছেলে তথা যুগ্ম-সম্পাদক সৌত্রিক রায়কেও সাসপেন্ড করার জন্য আইএমএ কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠিয়েছে জলপাইগুড়ি আইএমএ ৷ একইসঙ্গে, সুশান্তকুমার রায়ের নেতৃত্বাধীন আইএমএ কমিটিকে ভেঙে দেন আইএমএ-এর ব্রাঞ্চ সভাপতি ৷

Last Updated : Sep 17, 2024, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.