আলিপুরদুয়ার, 7 মার্চ: স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টা ৷ পলাতক দুষ্কৃতীরা। বুধবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হাসিমারার ঘটনা । ঘটনায় চাঞ্চল্য এলাকায় । আহত স্বর্ণ ব্যবসায়ীকে দ্রুত উদ্ধার করে হাসিমারা বায়ুসেনা হাসপাতালে ভরতি করা হলেও, পরে কোচবিহার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে । তিনি সেখানেই চিকিৎসাধীন ৷
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে দোকান বন্ধ করে বড়ি ফিরছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী ৷ সেই সময়েই তাঁর বাড়ির সামনে কয়েকজন দুষ্কৃতীরা বাইকে এসে তাঁর উপর চড়াও হয় ৷ ব্যবসায়ীর হাতে থাকা ব্যাগ ছিনতাই করে দু’রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় ৷ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে হাঁসিমারা ফাঁড়ির পুলিশ ৷ দুষ্কৃতীদের শনাক্তকরণের চেষ্টা চলছে ৷ পুলিশ সূত্রে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি দুষ্কৃতীরা পুলিশের জালে ধরা পড়বে ৷
আক্রান্ত ওই ব্যবসায়ী পরিবারের সদস্যরা জানান, ছিনতাই-এর উদ্দেশ্যে দুষ্কৃতীরা গুলি চালায় । ওই ব্যবসায়ীর হাতে গুলি লাগে । আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে কোচবিহারের মেডিক্যাল কলেজে হাসপাতালে রেফার করা হয়েছে । ঘটনা প্রসঙ্গেই আহত সোনা ব্যবসায়ীর দাদা রামবাবু শা বলেন, "ভাই বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা হঠাৎই তাঁর ওপর চড়াও হয়। তার হাতে থাকা জিনিসপত্র ছিনিয়ে চলে যায়। তাকে গুলিও করে।"
এর আগেও মালদাতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে ৷ এরপরই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সোনা ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করে পুলিশের দ্বারস্থ হয় ৷ জলপাইগুড়ি জেলার সোনার ব্যবসায়ীরা পুলিশের দ্বারস্থ হয় ৷ সোনার দেকানে পুলিশ টহলদারি বাড়াতে আরজি জানানো হয় পুলিশ সুপারের কাছে ৷ এর পরবর্তীকালে আলিপুর দুয়ারের হাসিমারার সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সোনার ব্যবসায়ীরা ৷
আরও পড়ুন: