মগরাহাট, 2 জুলাই: ব্যবসায়ীকে গুলি ও 7 লক্ষ টাকা ছিনতাই পালালো দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার দিঘীরপাড় এলাকায়। আহত ব্যবসায়ী অশোক ছাটুই মগরাহাটের মাইতির হাট এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী ৷
আহত ব্যবসায়ী অশোকবাবু বলেন, "আমি বাইকে করে টাকা নিয়ে বাড়ি আসছিলাম তখন বেশ কয়েকজন আমার পথ আটকায় ৷ সকলে মুখে কালো কাপড় বাধা ছিল ৷ সন্দেহজনক বেশ কয়েকজনের নাম আমি পুলিশকে বলেছি ।"
পুলিশ সূত্রে খবর, অশোক ছাটুই তেলের ব্যবসা করেন ৷ প্রতিদিনের মতো সোমবারও তিনি ব্যবসার কাজ সেরে ফিরছিলেন ৷ তাঁর কাছে লক্ষাধিক টাকা ছিল ৷ এদিন মগরাহাট থানার দিঘীরপাড় এলাকায় পৌঁছতেই দুষ্কৃতিরা তার উপর হামলা চালায় ৷ ওই ব্যবসায়ী বাধা দিতে তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে 7 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ দুষ্কৃতীরা সকলেই বাইকে ছিল। ওই এলাকা দিয়ে ব্যবসায়ী ফিরবেন সেই খবর আগে থেকেই দুষ্কৃতীদের কাছে ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ দুষ্কৃতীরা ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
আহত ব্যবসায়ীর এক আত্মীয় বলেন, "মুদিখানা ও গাডির পুরনো তেলের (কাটা তেল) ব্যবসা শুরু করেছিল ৷ এলাকায় বেশ নাম ডাক হয়েছিল অশোকের। এলাকার বিভিন্ন দোকানে তেল পাইকারি দিত ৷ অনুমান, দুষ্কৃতীদের কাছে আগে থেকেই খবর ছিল অশোক বাবু বাড়ি ফিরবে ৷ সেইমতোই তারা আগে থেকে দিঘীরপাড় এলাকার ফাঁকা রাস্তায় অপেক্ষা করছিল ৷ সুযোগ বুঝে টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা। ছিনতাইয়ে বাধা দেওয়ার কারণে অশোককে লক্ষ্য করে গুলি চালায়। হাসপাতেল চিকৎসাধীন ৷"
ঘটনা প্রসঙ্গেই স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন বৃ্ষ্টির কারণে দিঘীরপাড় এলাকাটি বেশ শুনশান ছিল ৷ বাইরে লোকজনও কম ছিল ৷ গুলির আওয়াজ শুনে স্থানীয়রাও আগে ঘটনাস্থলে উপস্থিত হয় ৷ স্থানীয়রাই পুলিশকে খবর দেন ৷ পুলিশ এসে আহত ব্যবসায়ীর চিকিৎসার ব্যবস্থা করেন ৷ এই ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ এলাকাবাসী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷