ETV Bharat / state

দুর্গাপুরে দাঁড়িয়ে শুভেন্দুকে তোপ মীনাক্ষীর - MINAKSHI MUKHERJEE

জনসভা থেকে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ শানালেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।

Minakshi Mukherjee
মীনাক্ষী মুখোপাধ্যায় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2024, 5:17 PM IST

দুর্গাপুর, 7 ডিসেম্বর: শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা সীমান্তে যাওয়ার জন্য ছটফট করছেন ৷ বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷

দুর্গাপুরে সিপিএমের জনসভা থেকে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ শানালেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, "মনে হচ্ছে শুভেন্দু অধিকারী হাইজাম্প দিয়ে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশে পৌঁছে যাবেন ৷ ক্ষমতা থাকলে প্রধানমন্ত্রীকে বলুন বাংলাদেশের স্থিতিশীলতার জন্য রাষ্ট্রপুঞ্জকে চিঠি পাঠাতে ৷"

মীনাক্ষী মুখোপাধ্যায় (ইটিভি ভারত)

শুক্রবার 1, 2 ও 3 এরিয়া কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয় দুর্গাপুরের এ-জোনের আশিস জব্বর স্মৃতি ভবনের সামনে। উপস্থিত ছিলেন ছাত্রনেত্রী ঐশী ঘোষ, প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায়, সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়-সহ বাম কর্মী-সমর্থকরা। সিপিএমের যুব সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় কেন্দ্র ও রাজ্যকে একযোগে আক্রমণ করেন ৷ তিনি বলেন, "ধর্মের উস্কানি দিয়ে দেশকে বিভাজন করার চক্রান্ত করছে ওরা। একের পর এক কারখানা বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে। রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। দুর্গাপুরেও রাষ্ট্রায়ত্ত ডিএসপি, এসপি রাজ্য সরকারি সংস্থাও বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি।"

মীনাক্ষী আরও বলেন, "দুর্গাপুরে দূষণের জন্য সাধারণ মানুষকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে ৷ নানা রোগের সম্মুখীন হতে হচ্ছে ।" দুর্গাপুরের স্টিল পিপলস কো-অপারেটিভ নির্বাচন রয়েছে সামনেই ৷ 9 তারিখ রয়েছে তারই নমিনেশন। সেই নিয়েও তিনি বলেন, "প্রশাসন নমিনেশন জমা দেওয়াতে ভয় পাচ্ছে ৷ কারণ ওরা চরম দুর্নীতির সঙ্গে যুক্ত। আর যে শাসক দলের গ্রন্থের রন্ধ্রে দুর্নীতি তারা প্রত্যেক মুহূর্তেই চায় বিরোধীশূন্য রাখতে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে প্রতিবাদ অব্যাহত থাকবে ।"

দুর্গাপুর, 7 ডিসেম্বর: শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা সীমান্তে যাওয়ার জন্য ছটফট করছেন ৷ বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷

দুর্গাপুরে সিপিএমের জনসভা থেকে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ শানালেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, "মনে হচ্ছে শুভেন্দু অধিকারী হাইজাম্প দিয়ে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশে পৌঁছে যাবেন ৷ ক্ষমতা থাকলে প্রধানমন্ত্রীকে বলুন বাংলাদেশের স্থিতিশীলতার জন্য রাষ্ট্রপুঞ্জকে চিঠি পাঠাতে ৷"

মীনাক্ষী মুখোপাধ্যায় (ইটিভি ভারত)

শুক্রবার 1, 2 ও 3 এরিয়া কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয় দুর্গাপুরের এ-জোনের আশিস জব্বর স্মৃতি ভবনের সামনে। উপস্থিত ছিলেন ছাত্রনেত্রী ঐশী ঘোষ, প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায়, সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়-সহ বাম কর্মী-সমর্থকরা। সিপিএমের যুব সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় কেন্দ্র ও রাজ্যকে একযোগে আক্রমণ করেন ৷ তিনি বলেন, "ধর্মের উস্কানি দিয়ে দেশকে বিভাজন করার চক্রান্ত করছে ওরা। একের পর এক কারখানা বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে। রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। দুর্গাপুরেও রাষ্ট্রায়ত্ত ডিএসপি, এসপি রাজ্য সরকারি সংস্থাও বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি।"

মীনাক্ষী আরও বলেন, "দুর্গাপুরে দূষণের জন্য সাধারণ মানুষকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে ৷ নানা রোগের সম্মুখীন হতে হচ্ছে ।" দুর্গাপুরের স্টিল পিপলস কো-অপারেটিভ নির্বাচন রয়েছে সামনেই ৷ 9 তারিখ রয়েছে তারই নমিনেশন। সেই নিয়েও তিনি বলেন, "প্রশাসন নমিনেশন জমা দেওয়াতে ভয় পাচ্ছে ৷ কারণ ওরা চরম দুর্নীতির সঙ্গে যুক্ত। আর যে শাসক দলের গ্রন্থের রন্ধ্রে দুর্নীতি তারা প্রত্যেক মুহূর্তেই চায় বিরোধীশূন্য রাখতে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে প্রতিবাদ অব্যাহত থাকবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.