ETV Bharat / state

করমণ্ডলে দুর্ঘটনার 10 মাস পরও নিখোঁজ কাকদ্বীপের 2 পরিযায়ী শ্রমিক, ভিক্ষাবৃত্তি পরিবারের - নিখোঁজ পরিযায়ী শ্রমিক

Coromandel Express accident: করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার পর 10 মাস কেটে গেলেও এখনও নিখোঁজ কাকদ্বীপের দুই পরিযায়ী শ্রমিক ৷ হতদরিদ্র অসহায় পরিবার অবশেষে ভিক্ষাবৃত্তি নিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 3:02 PM IST

কাকদ্বীপ, 12 ফেব্রুয়ারি: করমণ্ডল এক্সপ্রেস বিপর্যয়ের 10 মাস অতিক্রান্ত । জীবিত হোক বা মৃত, কোনও অবস্থাতেই এখনও ফেরেননি কাকদ্বীপের দুই পরিযায়ী শ্রমিক ৷ ফলে সরকারি সাহায্যও কপালে জোটেনি পরিবারের ৷ হতদরিদ্র অসহায় দুই পরিবার বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তিকে অবলম্বন করেছে ৷ আর পরিবারের একমাত্র রোজগেরের খবরের অপেক্ষায় চাতক পাখির মতো তাঁরা তাকিয়ে রয়েছে প্রশাসনের দিকে ৷

2023 সালের 2 জুন মাসে রাজমিস্ত্রির কাজ করতে চেন্নাই পাড়ি দিয়েছিলেন কাকদ্বীপ বিধানসভার 3 নম্বর মধুসূদনপুরের বাসিন্দা সাজ্জাদ শেখ (33) ও জামালউদ্দিন শেখ (38)-সহ 10 জন । করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাঁদের মধ্যে সাতজনের প্রাণ । একজন জীবিত অবস্থায় বাড়ি ফিরে এসেছেন । তবে এখনও নিখোঁজ দু'জন । অথচ দুর্ঘটনার পর কেটে গিয়েছে 10 মাস ৷

এই দুই পরিযায়ী শ্রমিককে হারিয়ে দিশাহারা তাঁদের পরিবার । পরিবারের একমাত্র রোজগেরে মানুষটি আজও ফিরে আসেনি ৷ ফেরেনি তাঁদের মৃতদেহও ৷ ফলে মিলছে না কোনও সরকারি সাহায্য । অসহায় পরিবার দুটি এখন পথে এসে বসেছে । সাজ্জাদ শেখের পরিবারের অবস্থা আরও করুণ । ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতে হয়েছে তাঁদের ৷

সেই বিভীষিকার রাতের কথা মনে পড়লে এখনও চোখে ফেটে জল আসে সাজ্জাদ শেখের পরিবারের সদস্যদের ৷ সাজ্জাদ শেখের তিন ছেলে-মেয়ে ৷ এখন তারা ভিক্ষাবৃত্তি করে সংসার চালাচ্ছে । কবে মিলবে সরকারি সাহায্য, কিছুই জানা নেই ৷

সাজ্জাদ শেখের স্ত্রী হাফিজা বিবি বলেন, "রাজ্যে কাজ ছিল না ৷ তাই কাজের সন্ধানে ও পরিবারের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল আমার স্বামী । করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে আমার স্বামী । সরকারি কোনও সাহায্য মিলছে না । স্বামীর কোনও সন্ধান মিলছে না । সরকারের কাছে আমার একান্ত আবেদন, আমার স্বামী জীবিত কিংবা মৃত যাই থাকুন, তাঁকে সেই অবস্থাতেই অন্তত আমার কাছে ফিরিয়ে দিক প্রশাসন । তিন ছেলে-মেয়ে নিয়ে অভাব অনটনে দিন কাটছে আমাদের । পাড়ায় পাড়ায় ভিক্ষাবৃত্তি করে চলছে সংসার ।"

রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও প্রকার সাহায্য মেলেনি বলে অভিযোগ করেন তিনি । তাঁর কথায়, "কবে মিলবে সরকারি সাহায্য সেও বলতে পারছে না কেউই । আমরা পথে এসে বসেছি ।"

অন্যদিকে, জামাল উদ্দিন শেখের পরিবারের এক সদস্য বলেন, "রাজ্যে কাজ নেই ! সম্প্রতি রাজ্য সরকার বাজেটে যা ঘোষণা করল, তাতে রাজ্যে সেরকম কর্মসংস্থান নেই । রাজ্যের কর্মসংস্থান না থাকার কারণে ভিন্ন রাজ্যে পাড়ি দিতে হয় বহু মানুষকে ।"

আরও পড়ুন:

  1. চারমাস অতিক্রান্ত! করমণ্ডল দুর্ঘটনায় 28 জনের অশনাক্ত দেহ এ বার দাহ করবে প্রশাসন
  2. তিন-ট্রেনের সংঘর্ষে মৃত্যুমিছিল! রেল-নিরাপত্তার ভীত নাড়িয়ে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, ফিরে দেখা দুর্বিসহ দিনটি
  3. করমণ্ডল দুর্ঘটনার 30 দিন পর কাকদ্বীপে দেহ ফিরল নিখোঁজ দুই যাত্রীর

কাকদ্বীপ, 12 ফেব্রুয়ারি: করমণ্ডল এক্সপ্রেস বিপর্যয়ের 10 মাস অতিক্রান্ত । জীবিত হোক বা মৃত, কোনও অবস্থাতেই এখনও ফেরেননি কাকদ্বীপের দুই পরিযায়ী শ্রমিক ৷ ফলে সরকারি সাহায্যও কপালে জোটেনি পরিবারের ৷ হতদরিদ্র অসহায় দুই পরিবার বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তিকে অবলম্বন করেছে ৷ আর পরিবারের একমাত্র রোজগেরের খবরের অপেক্ষায় চাতক পাখির মতো তাঁরা তাকিয়ে রয়েছে প্রশাসনের দিকে ৷

2023 সালের 2 জুন মাসে রাজমিস্ত্রির কাজ করতে চেন্নাই পাড়ি দিয়েছিলেন কাকদ্বীপ বিধানসভার 3 নম্বর মধুসূদনপুরের বাসিন্দা সাজ্জাদ শেখ (33) ও জামালউদ্দিন শেখ (38)-সহ 10 জন । করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাঁদের মধ্যে সাতজনের প্রাণ । একজন জীবিত অবস্থায় বাড়ি ফিরে এসেছেন । তবে এখনও নিখোঁজ দু'জন । অথচ দুর্ঘটনার পর কেটে গিয়েছে 10 মাস ৷

এই দুই পরিযায়ী শ্রমিককে হারিয়ে দিশাহারা তাঁদের পরিবার । পরিবারের একমাত্র রোজগেরে মানুষটি আজও ফিরে আসেনি ৷ ফেরেনি তাঁদের মৃতদেহও ৷ ফলে মিলছে না কোনও সরকারি সাহায্য । অসহায় পরিবার দুটি এখন পথে এসে বসেছে । সাজ্জাদ শেখের পরিবারের অবস্থা আরও করুণ । ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতে হয়েছে তাঁদের ৷

সেই বিভীষিকার রাতের কথা মনে পড়লে এখনও চোখে ফেটে জল আসে সাজ্জাদ শেখের পরিবারের সদস্যদের ৷ সাজ্জাদ শেখের তিন ছেলে-মেয়ে ৷ এখন তারা ভিক্ষাবৃত্তি করে সংসার চালাচ্ছে । কবে মিলবে সরকারি সাহায্য, কিছুই জানা নেই ৷

সাজ্জাদ শেখের স্ত্রী হাফিজা বিবি বলেন, "রাজ্যে কাজ ছিল না ৷ তাই কাজের সন্ধানে ও পরিবারের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল আমার স্বামী । করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে আমার স্বামী । সরকারি কোনও সাহায্য মিলছে না । স্বামীর কোনও সন্ধান মিলছে না । সরকারের কাছে আমার একান্ত আবেদন, আমার স্বামী জীবিত কিংবা মৃত যাই থাকুন, তাঁকে সেই অবস্থাতেই অন্তত আমার কাছে ফিরিয়ে দিক প্রশাসন । তিন ছেলে-মেয়ে নিয়ে অভাব অনটনে দিন কাটছে আমাদের । পাড়ায় পাড়ায় ভিক্ষাবৃত্তি করে চলছে সংসার ।"

রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও প্রকার সাহায্য মেলেনি বলে অভিযোগ করেন তিনি । তাঁর কথায়, "কবে মিলবে সরকারি সাহায্য সেও বলতে পারছে না কেউই । আমরা পথে এসে বসেছি ।"

অন্যদিকে, জামাল উদ্দিন শেখের পরিবারের এক সদস্য বলেন, "রাজ্যে কাজ নেই ! সম্প্রতি রাজ্য সরকার বাজেটে যা ঘোষণা করল, তাতে রাজ্যে সেরকম কর্মসংস্থান নেই । রাজ্যের কর্মসংস্থান না থাকার কারণে ভিন্ন রাজ্যে পাড়ি দিতে হয় বহু মানুষকে ।"

আরও পড়ুন:

  1. চারমাস অতিক্রান্ত! করমণ্ডল দুর্ঘটনায় 28 জনের অশনাক্ত দেহ এ বার দাহ করবে প্রশাসন
  2. তিন-ট্রেনের সংঘর্ষে মৃত্যুমিছিল! রেল-নিরাপত্তার ভীত নাড়িয়ে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, ফিরে দেখা দুর্বিসহ দিনটি
  3. করমণ্ডল দুর্ঘটনার 30 দিন পর কাকদ্বীপে দেহ ফিরল নিখোঁজ দুই যাত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.