ETV Bharat / state

আড়াই ঘণ্টা পর চালু হল মেট্রো পরিষেবা, পার্ক স্ট্রিটে যান্ত্রিক ত্রুটির জেরে ভোগান্তি যাত্রীদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 11:37 AM IST

Updated : Feb 20, 2024, 12:19 PM IST

Metro Services Disrupted: পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেডের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ মেট্রো পরিষেবা ৷ যার জেরে পার্ক স্ট্রিট এবং গিরিশ পার্কের মধ্যে মেট্রো চলাচল বন্ধ রয়েছে ৷ সপ্তাহের দ্বিতীয় দিনে অফিস টাইমে মেট্রো বন্ধ থাকার জেরে হয়রানির শিকার নিত্যযাত্রীরা ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 20 ফেব্রুয়ারি: প্রায় আড়াই ঘণ্টা পর মিটল পার্ক স্ট্রিট ও অসপ্লানেড স্টেশনের মাঝে হওয়া মেট্রো লাইনের যান্ত্রিক গোলযোগ ৷ যার জেরে কর্মব্যস্ত দিনে চূড়ান্ত ভোগান্তি অফিস যাত্রী থেকে অন্যান্য সাধারণ যাত্রীদের ৷ তবে, বিভিন্ন স্টেশনে রেক দাঁড়িয়ে থাকায় পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে, খানিক সময় লাগবে ৷ বেলা 11টা 40 মিনিটে পার্ক স্ট্রিট ও গিরিশ পার্কের মাঝে ফের পরিষেবা শুরু হয়েছে ৷

জানা গিয়েছে, আজ সকাল 10টা 15 মিনিট নাগাদ পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ডাউন লাইনে বৈদ্যুতিন ত্রুটি দেখা দিয়েছে ৷ যার জেরে পার্ক স্ট্রিট থেকে গিরিশ পার্কের মধ্যে মেট্রো চলাচল বন্ধ ছিল ৷ কবি সুভাষ থেকে ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চালানো হচ্ছিল ৷

আজ সকালে পার্ক স্ট্রিটে কবি সুভাষগামী লাইনে আচমকাই ফ্ল্যাশ হতে দেখা যায় ৷ তৎক্ষণাত মেট্রো কর্মীরা ও নিরাপত্তারক্ষীরা স্টেশন ম্যানেজারকে বিষয়টি জানায় ৷ দ্রুত খবর যায় কন্ট্রোল রুমে ৷ কিছুক্ষণের মধ্যেই রুটে থাকা সব মেট্রোকে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ৷ এরপর ইঞ্জিনিয়াররা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ তারপরে পার্ক স্ট্রিট থেকে গিরিশ পার্কের মধ্যে মেট্রো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ৷ জানান হয়, ময়দান স্টেশন থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত ট্রানকেটেড পরিষেবা দেওয়া হবে ৷

তবে, এই যান্ত্রিক গোলযোগের কারণে চূড়ান্ত হয়রানির শিকার হন যাত্রীরা ৷ বিশেষত, অফিস টাইমের ব্যস্ত সময়ে এই যান্ত্রিক গোলযোগের প্রভাব ব্যাপকভাবে পড়েছে ৷ পার্ক স্ট্রিট, এসপ্লানেড, চাঁদনি চক এলাকায় শহরের দুই প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ জীবিকার সূত্রে আসেন ৷ এই তিন স্টেশন থেকে বেরলেই অসংখ্য অফিস রয়েছে কলকাতার বুকে ৷ ফলে সেখানকার কর্মীদের অন্যতম ভরসা কলকাতা মেট্রো ৷ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চাপ পড়েছে বাসে ৷ রীতিমতো বাদুর-ঝোলা হয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে সকলকে ৷

তবে, এমন সমস্যা এই প্রথম নয় ৷ যান্ত্রিক গোলযোগের ঘটনা কলকাতা মেট্রোর পুরনো সমস্যা ৷ এর সঙ্গে গত 6-7 বছরে বেড়েছে মেট্রোয় আত্মহত্যার ঘটনা ৷ যার কারণে প্রায়ই মেট্রো পরিষেবা ব্যহত হয় ৷ এবার সপ্তাহের দ্বিতীয় দিনে কর্মব্যস্ত সময়ে এই সমস্যা ফের একবার কলকাতা মেট্রোর সুরক্ষা ও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল ৷

আরও পড়ুন:

  1. দেশে প্রথম নদীর নীচে মেট্রো চলবে শহরে, মার্চের গোড়ায় উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি
  2. বৌবাজার মেট্রো বিপর্যয় স্থলেই শুরু বাড়ি তৈরি কাজ, রবিবার ভিত পুজো
  3. সতর্কতার লক্ষ্মণরেখা হলুদ, অতিক্রম না-করার নির্দেশ মেট্রো কর্তৃপক্ষের

কলকাতা, 20 ফেব্রুয়ারি: প্রায় আড়াই ঘণ্টা পর মিটল পার্ক স্ট্রিট ও অসপ্লানেড স্টেশনের মাঝে হওয়া মেট্রো লাইনের যান্ত্রিক গোলযোগ ৷ যার জেরে কর্মব্যস্ত দিনে চূড়ান্ত ভোগান্তি অফিস যাত্রী থেকে অন্যান্য সাধারণ যাত্রীদের ৷ তবে, বিভিন্ন স্টেশনে রেক দাঁড়িয়ে থাকায় পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে, খানিক সময় লাগবে ৷ বেলা 11টা 40 মিনিটে পার্ক স্ট্রিট ও গিরিশ পার্কের মাঝে ফের পরিষেবা শুরু হয়েছে ৷

জানা গিয়েছে, আজ সকাল 10টা 15 মিনিট নাগাদ পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ডাউন লাইনে বৈদ্যুতিন ত্রুটি দেখা দিয়েছে ৷ যার জেরে পার্ক স্ট্রিট থেকে গিরিশ পার্কের মধ্যে মেট্রো চলাচল বন্ধ ছিল ৷ কবি সুভাষ থেকে ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চালানো হচ্ছিল ৷

আজ সকালে পার্ক স্ট্রিটে কবি সুভাষগামী লাইনে আচমকাই ফ্ল্যাশ হতে দেখা যায় ৷ তৎক্ষণাত মেট্রো কর্মীরা ও নিরাপত্তারক্ষীরা স্টেশন ম্যানেজারকে বিষয়টি জানায় ৷ দ্রুত খবর যায় কন্ট্রোল রুমে ৷ কিছুক্ষণের মধ্যেই রুটে থাকা সব মেট্রোকে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ৷ এরপর ইঞ্জিনিয়াররা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ তারপরে পার্ক স্ট্রিট থেকে গিরিশ পার্কের মধ্যে মেট্রো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ৷ জানান হয়, ময়দান স্টেশন থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত ট্রানকেটেড পরিষেবা দেওয়া হবে ৷

তবে, এই যান্ত্রিক গোলযোগের কারণে চূড়ান্ত হয়রানির শিকার হন যাত্রীরা ৷ বিশেষত, অফিস টাইমের ব্যস্ত সময়ে এই যান্ত্রিক গোলযোগের প্রভাব ব্যাপকভাবে পড়েছে ৷ পার্ক স্ট্রিট, এসপ্লানেড, চাঁদনি চক এলাকায় শহরের দুই প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ জীবিকার সূত্রে আসেন ৷ এই তিন স্টেশন থেকে বেরলেই অসংখ্য অফিস রয়েছে কলকাতার বুকে ৷ ফলে সেখানকার কর্মীদের অন্যতম ভরসা কলকাতা মেট্রো ৷ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চাপ পড়েছে বাসে ৷ রীতিমতো বাদুর-ঝোলা হয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে সকলকে ৷

তবে, এমন সমস্যা এই প্রথম নয় ৷ যান্ত্রিক গোলযোগের ঘটনা কলকাতা মেট্রোর পুরনো সমস্যা ৷ এর সঙ্গে গত 6-7 বছরে বেড়েছে মেট্রোয় আত্মহত্যার ঘটনা ৷ যার কারণে প্রায়ই মেট্রো পরিষেবা ব্যহত হয় ৷ এবার সপ্তাহের দ্বিতীয় দিনে কর্মব্যস্ত সময়ে এই সমস্যা ফের একবার কলকাতা মেট্রোর সুরক্ষা ও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল ৷

আরও পড়ুন:

  1. দেশে প্রথম নদীর নীচে মেট্রো চলবে শহরে, মার্চের গোড়ায় উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি
  2. বৌবাজার মেট্রো বিপর্যয় স্থলেই শুরু বাড়ি তৈরি কাজ, রবিবার ভিত পুজো
  3. সতর্কতার লক্ষ্মণরেখা হলুদ, অতিক্রম না-করার নির্দেশ মেট্রো কর্তৃপক্ষের
Last Updated : Feb 20, 2024, 12:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.