কলকাতা, 12 জুলাই: প্রকাশিত হল কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টালের মেধাতালিকা । যারা এই মেধাতালিকায় রয়েছে তাদেরই রয়েছে বর্তমানে কলেজে ভর্তির সুযোগ । ভর্তির জন্য পোর্টালে আবেদনকারীর সংখ্যা ছিল 5 লক্ষ 27 হাজার 781 । আসন বরাদ্দ হয়েছে 4 লক্ষ 22 হাজার 245 জনের । এখনও বাকি রয়েছে 1 লক্ষ 52 হাজার 518 জন ।
বিভিন্ন কারণে এদের আসন বরাদ্দ করা হয়নি বলে উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর । তবে এই এক লক্ষেরও বেশি পড়ুয়ার ভর্তির সুযোগ থাকছে দ্বিতীয় ধাপের আবেদনে । মেধাতালিকা প্রকাশের পর থেকেই থাকছে ভর্তির সুযোগ । আজ রাত থেকে ভর্তির জন্য টাকা দিতে পারবে পড়ুয়ারা । যে কোনও কার্ডের সাহায্যেই সেই টাকা দিতে পারবে পড়ুয়ারা । টাকা দেওয়ার পর রসিদ ছাত্রছাত্রীরা তাদের ড্যাশবোর্ডে দেখতে পারবে ।
এর সঙ্গে যদি কোনও ছাত্রছাত্রী এই বার তাদের পছন্দের কলেজে সুযোগ না-পায়, তাহলে তারপরও থাকছে দ্বিতীয় কাউন্সেলিংয়ে বসার সুযোগ । কিন্তু এক্ষেত্রে তাকে প্রথম ধাপের কোনও একটি কলেজে ভর্তি হতে হবে । 7 অগাস্ট থেকে সব কলেজে প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হবে । তারপর ফের আট অগাস্ট থেকে শুরু হবে দ্বিতীয় দফার (মপ-আপ) ভর্তি প্রক্রিয়া ।
প্রসঙ্গত, যদি পুরো প্রক্রিয়ায় কোনও সমস্যা হয় তাহলে সেই সমস্যার কথা জানানোর জন্য উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে দেওয়া হয়েছে একটি ফোন নম্বর ও মেল আইডি । যেখানে বিনামূল্যে সব সমস্যার কথা জানাতে পারবেন পড়ুয়ারা । সেই ফোন নম্বরটি হল 1800-102-8014 এবং মেল আইডি হল support@wbcap.in , query@wbcap.in এবং writeto@wbcap.in ৷
উল্লেখ্য, পড়ুয়াদের সুবিধার্থে চলতি বছর রাজ্য় সরকার ও শিক্ষা দফতরের উদ্যোগে তৈরি হয় কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয় পোর্টাল ৷ এই পোর্টালের মাধ্য়মে দেশের যেকোনও প্রান্তে বসেই রাজ্যের কলেজগুলিতে আবেদন করার সুযোগ ছিল পড়ুয়াদের কাছে ৷ এই পোর্টালের মাধ্যমে আবেদনের প্রথম পর্ব শেষ হয় গত রবিবার ৷