ETV Bharat / state

বেআইনি নির্মাণ বরদাস্ত নয়, ইঞ্জিনিয়ারদের বৈঠকে জিরো টলারেন্সের বার্তা ফিরহাদের - Garden Reach Tragedy

Kolkata Municipal Corporation: বেআইনি নির্মাণ নিয়ে মামলায় বিচারপতির ধমক খেয়ে জরুরি বৈঠক কলকাতা পৌরনিগমে । বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের সঙ্গে এই বৈঠকে আধিকারিকদের কড়াবার্তার পাশাপাশি অভয়বাণী দিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷

Firhad Hakim
Firhad Hakim
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 11:20 AM IST

কলকাতা, 9 এপ্রিল: 'এনাফ ইজ এনাফ'। বেআইনি নির্মাণের দিন শেষ । বেআইনি নির্মাণ করে যারা কলকাতাতে নষ্ট করছে তাদেরও দিন শেষ। কলকাতা পৌরনিগমের বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বেআইনি নির্মাণের প্রোমোটারদের উদ্দেশ্যে এমনই কড়াবার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম । ইঞ্জিনিয়ারদের কঠোর পদক্ষেপ নেওয়া নিয়ে দিলেন অভয়ও । বেআইনি নির্মাণ নিয়ে জিরো টলারেন্স মনোভাব পৌরনিগমের । কাউন্সিল চেম্বারে জরুরি বৈঠকে স্পষ্ট করে দেন মেয়র।

সূত্রের খবর, বিল্ডিং বিভাগের আধিকারিকদের ফিরহাদ হাকিম বৈঠকে নির্দেশ দিয়েছেন, "নজর রাখুন কোথায় এলবিএস'রা রেজিগনেশন দিচ্ছে । সেই বিল্ডিংয়ের গায়ে বড় করে লিখে দিন বিল্ডিং প্ল্যান সাসপেন্ডেড । কলকাতা পৌরনিগম আইন মেনে চলুন, আমি আছি । এরপরেই তাঁর মন্তব্য, "একটা বাড়ি পড়ে গিয়েছে । মাথা নীচু হয়েছে । এমনটাই আর যেন না হয় ।"

এ দিন ফিরহাদ আরও এক পা এগিয়ে আধিকারিকদের বলেন, "ডোন্ট গো বিফোর এনি প্রেসার । কোনও চাপের কাছে নতি স্বীকার নয় । কোন রাজনৈতিক নেতা এমপি, কাউন্সিলর কারো চাপের কাছে মাথা নত করবেন না । কেএমসি আইন অনুযায়ী কাজ করবেন । কেউ কোন চাপ দিলে বলবেন, মেয়র সাহেবের সঙ্গে কথা বলুন ।"

গার্ডেনরিচকাণ্ডের পর বিভাগীয় ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে ফিরহাদ হাকিম আধিকারিকদের রীতিমত ভর্ৎসনা করেছিলেন । তবে এ দিন তাঁর গলায় ছিল বেআইনি নির্মাণ ঠেকাতে অভয়বাণী ৷ এর পাশাপাশি বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা পৌরনিগমের অবস্থান স্পষ্ট করে দেওয়ার জন্য করা হয় এই বৈঠক । অন্যদিকে আদালতে বেআইনি নির্মাণ বিষয় মামলায় বিচারপতির ধমক খেতে হয়েছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষকে । এরপরেই তড়িঘড়ি বৈঠক ডাকা হয় ।

এই বৈঠক শেষে ফিরহাদ হাকিম বলেন, "নিশ্চিতভাবে বিচারপতি যখন বলেছেন তেমনটাই করব । পৌর কমিশনার নির্দিষ্ট সময় রিপোর্ট দেবেন । ডিজি লেবেলে বৈঠক হয়েছে । মাটি পরীক্ষা থেকে বিল্ডিংয়ের নির্মাণ সামগ্রী গুণমান দেখা হবে । ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে ৷ রিপোর্ট জমা পড়লেই সেই ভিত্তিতে পৌর কমিশনার সিদ্ধান্ত নেবেন কাকে সাসপেন্ড করবেন ।"

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ-চক্রান্তে যুক্ত পৌরনিগমের আধিকারিকরা, তাঁদের শাস্তি চাই: হাইকোর্ট
  2. শহরের কোথায় কোন নির্মাণ বেআইনি, খুঁটিনাটি তথ্য এবার হাতের মুঠোয়
  3. বেআইনি নির্মাণে নাজেহাল ফিরহাদের রক্ষাকবচ বাম আমলের 'গার্ড পোস্ট'

কলকাতা, 9 এপ্রিল: 'এনাফ ইজ এনাফ'। বেআইনি নির্মাণের দিন শেষ । বেআইনি নির্মাণ করে যারা কলকাতাতে নষ্ট করছে তাদেরও দিন শেষ। কলকাতা পৌরনিগমের বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বেআইনি নির্মাণের প্রোমোটারদের উদ্দেশ্যে এমনই কড়াবার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম । ইঞ্জিনিয়ারদের কঠোর পদক্ষেপ নেওয়া নিয়ে দিলেন অভয়ও । বেআইনি নির্মাণ নিয়ে জিরো টলারেন্স মনোভাব পৌরনিগমের । কাউন্সিল চেম্বারে জরুরি বৈঠকে স্পষ্ট করে দেন মেয়র।

সূত্রের খবর, বিল্ডিং বিভাগের আধিকারিকদের ফিরহাদ হাকিম বৈঠকে নির্দেশ দিয়েছেন, "নজর রাখুন কোথায় এলবিএস'রা রেজিগনেশন দিচ্ছে । সেই বিল্ডিংয়ের গায়ে বড় করে লিখে দিন বিল্ডিং প্ল্যান সাসপেন্ডেড । কলকাতা পৌরনিগম আইন মেনে চলুন, আমি আছি । এরপরেই তাঁর মন্তব্য, "একটা বাড়ি পড়ে গিয়েছে । মাথা নীচু হয়েছে । এমনটাই আর যেন না হয় ।"

এ দিন ফিরহাদ আরও এক পা এগিয়ে আধিকারিকদের বলেন, "ডোন্ট গো বিফোর এনি প্রেসার । কোনও চাপের কাছে নতি স্বীকার নয় । কোন রাজনৈতিক নেতা এমপি, কাউন্সিলর কারো চাপের কাছে মাথা নত করবেন না । কেএমসি আইন অনুযায়ী কাজ করবেন । কেউ কোন চাপ দিলে বলবেন, মেয়র সাহেবের সঙ্গে কথা বলুন ।"

গার্ডেনরিচকাণ্ডের পর বিভাগীয় ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে ফিরহাদ হাকিম আধিকারিকদের রীতিমত ভর্ৎসনা করেছিলেন । তবে এ দিন তাঁর গলায় ছিল বেআইনি নির্মাণ ঠেকাতে অভয়বাণী ৷ এর পাশাপাশি বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা পৌরনিগমের অবস্থান স্পষ্ট করে দেওয়ার জন্য করা হয় এই বৈঠক । অন্যদিকে আদালতে বেআইনি নির্মাণ বিষয় মামলায় বিচারপতির ধমক খেতে হয়েছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষকে । এরপরেই তড়িঘড়ি বৈঠক ডাকা হয় ।

এই বৈঠক শেষে ফিরহাদ হাকিম বলেন, "নিশ্চিতভাবে বিচারপতি যখন বলেছেন তেমনটাই করব । পৌর কমিশনার নির্দিষ্ট সময় রিপোর্ট দেবেন । ডিজি লেবেলে বৈঠক হয়েছে । মাটি পরীক্ষা থেকে বিল্ডিংয়ের নির্মাণ সামগ্রী গুণমান দেখা হবে । ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে ৷ রিপোর্ট জমা পড়লেই সেই ভিত্তিতে পৌর কমিশনার সিদ্ধান্ত নেবেন কাকে সাসপেন্ড করবেন ।"

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ-চক্রান্তে যুক্ত পৌরনিগমের আধিকারিকরা, তাঁদের শাস্তি চাই: হাইকোর্ট
  2. শহরের কোথায় কোন নির্মাণ বেআইনি, খুঁটিনাটি তথ্য এবার হাতের মুঠোয়
  3. বেআইনি নির্মাণে নাজেহাল ফিরহাদের রক্ষাকবচ বাম আমলের 'গার্ড পোস্ট'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.