ETV Bharat / state

দ্বিতীয়বার কেন্দ্রীয় মন্ত্রী হলেন শান্তনু ঠাকুর, উচ্ছ্বসিত মতুয়ারা - Shantanu Thakur

Shantanu Thakur: দ্বিতীয়বার মোদির মন্ত্রীসভায় জায়গা করে নিলেন শান্তনু ঠাকুর । তবে রইলেন পুরনো মন্ত্রকে, জাহাজ প্রতিমন্ত্রী হিসাবে ৷ ফের তিনি মন্ত্রী হওয়ায় আনন্দে ভাসছেন মতুয়া পরিবার ও সম্প্রদায়ের মানুষেরা ৷

Shantanu Thakur
খুশিতে নাচছেন মতুয়া সম্প্রদায়ের সদস্যরা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 11:19 AM IST

গাইঘাটা, 11 জুন: দ্বিতীয়বারের জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর । অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি তিনি ৷ তাই শান্তনু ফের একবার মন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত মতুয়া সম্প্রদায়ের মানুষেরা । নতুন করে আশায় বুক বাঁধছেন তাঁরা । শুধু মতুয়ারা নয়, শান্তনুকে অভিনন্দন জানালেন তাঁর জেঠিমা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরও ।

শান্তনু ঠাকুর দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হতে পারেন সোমবার দুপুর থেকে সেই গুঞ্জন শোনা যাচ্ছিল । যাকে কেন্দ্র করে কার্যত উচ্ছ্বাস দেখা গিয়েছে বিজেপি কর্মী এবং মতুয়াদের মধ্যে । রবিবার দিল্লিতে শান্তনু ঠাকুর যখন শপথ গ্রহণ করছেন তখনও ঠাকুরনগর ঠাকুরবাড়িতে টংকা কাশি নিয়ে আনন্দে মেতে ওঠেন মতুয়া ভক্তরা । হরিচাঁদ মন্দিরে বিশেষ পুজোরও আয়োজন করা হয় । শান্তনু ঠাকুরকে দ্বিতীয়বার মন্ত্রী করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন মতুয়ারা । তাঁরা বলছেন, "সিএএ লাগু হয়ে কিছু মানুষ নাগরিকত্ব পেয়েছে । বাকি যারা রয়েছেন তারাও এবার নাগরিকত্ব পাবেন । তাদের নাগরিকত্ব নিতে কোন ধরনের অসুবিধা হলে শান্তনু ঠাকুর তার সমাধান করবেন । সমস্ত মতুয়ারা মাথা উঁচু করে বাঁচবে ।"

অন্যদিকে বনগাঁ লোকসভার বাগদায় আতশবাজি ফাটিয়ে আনন্দে মাতেন বিজেপি কর্মীরা । বনগাঁ বাটার মোড়ে পথ চলতি মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া । শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন মমতা ঠাকুর । তিনি বলেন, "মন্ত্রী হিসেবে শান্তনু ঠাকুর মানুষের কাজ করুক । বিগত বারের মত যেন অপবাদ না ছড়ায় ।"

প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচনের আগে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেইবার বিজেপি শান্তনু ঠাকুরকে বনগাঁ লোকসভার প্রার্থী করে । বিজেপির হাত ধরে রাজনীতিতে অভিষেক ঘটে তাঁর । নির্বাচনে মতুয়াদের দীর্ঘদিন দাবি নাগরিকত্বের আশ্বাসের উপরে ভর করে তৃণমূলের প্রার্থী মমতা ঠাকুরকে হারিয়ে বনগাঁর সাংসদ হন শান্তনু ঠাকুর । অল্প দিনে জায়গা করে নেন মোদির মন্ত্রিসভায় । 2024 সালের লোকসভা নির্বাচনেও বনগাঁ কেন্দ্রে শান্তনুর উপরেই আস্থা রাখে বিজেপি । দ্বিতীয়বার প্রার্থী করা হয় তাঁকে । এবারও রাজ্যের সবুজ ঝড়ের মধ্যে নিজের কেন্দ্র ধরে রাখতে সফল হন শান্তনু ঠাকুর । 70 হাজারেরও বেশি ভোটে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে পরাজিত করেন তিনি ।

গাইঘাটা, 11 জুন: দ্বিতীয়বারের জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর । অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি তিনি ৷ তাই শান্তনু ফের একবার মন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত মতুয়া সম্প্রদায়ের মানুষেরা । নতুন করে আশায় বুক বাঁধছেন তাঁরা । শুধু মতুয়ারা নয়, শান্তনুকে অভিনন্দন জানালেন তাঁর জেঠিমা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরও ।

শান্তনু ঠাকুর দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হতে পারেন সোমবার দুপুর থেকে সেই গুঞ্জন শোনা যাচ্ছিল । যাকে কেন্দ্র করে কার্যত উচ্ছ্বাস দেখা গিয়েছে বিজেপি কর্মী এবং মতুয়াদের মধ্যে । রবিবার দিল্লিতে শান্তনু ঠাকুর যখন শপথ গ্রহণ করছেন তখনও ঠাকুরনগর ঠাকুরবাড়িতে টংকা কাশি নিয়ে আনন্দে মেতে ওঠেন মতুয়া ভক্তরা । হরিচাঁদ মন্দিরে বিশেষ পুজোরও আয়োজন করা হয় । শান্তনু ঠাকুরকে দ্বিতীয়বার মন্ত্রী করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন মতুয়ারা । তাঁরা বলছেন, "সিএএ লাগু হয়ে কিছু মানুষ নাগরিকত্ব পেয়েছে । বাকি যারা রয়েছেন তারাও এবার নাগরিকত্ব পাবেন । তাদের নাগরিকত্ব নিতে কোন ধরনের অসুবিধা হলে শান্তনু ঠাকুর তার সমাধান করবেন । সমস্ত মতুয়ারা মাথা উঁচু করে বাঁচবে ।"

অন্যদিকে বনগাঁ লোকসভার বাগদায় আতশবাজি ফাটিয়ে আনন্দে মাতেন বিজেপি কর্মীরা । বনগাঁ বাটার মোড়ে পথ চলতি মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া । শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন মমতা ঠাকুর । তিনি বলেন, "মন্ত্রী হিসেবে শান্তনু ঠাকুর মানুষের কাজ করুক । বিগত বারের মত যেন অপবাদ না ছড়ায় ।"

প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচনের আগে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেইবার বিজেপি শান্তনু ঠাকুরকে বনগাঁ লোকসভার প্রার্থী করে । বিজেপির হাত ধরে রাজনীতিতে অভিষেক ঘটে তাঁর । নির্বাচনে মতুয়াদের দীর্ঘদিন দাবি নাগরিকত্বের আশ্বাসের উপরে ভর করে তৃণমূলের প্রার্থী মমতা ঠাকুরকে হারিয়ে বনগাঁর সাংসদ হন শান্তনু ঠাকুর । অল্প দিনে জায়গা করে নেন মোদির মন্ত্রিসভায় । 2024 সালের লোকসভা নির্বাচনেও বনগাঁ কেন্দ্রে শান্তনুর উপরেই আস্থা রাখে বিজেপি । দ্বিতীয়বার প্রার্থী করা হয় তাঁকে । এবারও রাজ্যের সবুজ ঝড়ের মধ্যে নিজের কেন্দ্র ধরে রাখতে সফল হন শান্তনু ঠাকুর । 70 হাজারেরও বেশি ভোটে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে পরাজিত করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.