অযোধ্যা, 25 জানুয়ারি: মনোজ শুক্লা হত্যা মামলায় মূল আসামী-সহ 11 জন যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত ৷ একই সঙ্গে ওই 11 জনকে আর্থিক জরিমানাও করা হয়েছে আদালতের তরফে ৷ অন্যদিকে মামলার অভিযুক্ত মনুজ মেহরোত্রাকে আদালত বেকসুর খালাস দিয়েছে ৷
উল্লেখ্য, অযোধ্যা শহরের সিভিল লাইনে অবস্থিত একটি হোটেলে রাতের খাবার খাওয়ার পরে বিবাদের কারণে মনোজ শুক্লাকে খুন করা হয় ৷ প্রথমে তাঁকে অপহরণ করা হয় ৷ তার পর অমানবিক নির্যাতনের পর খুন করা হয় ৷ দু’দিন পর মনোজের দেহ উদ্ধার উত্তরপ্রদেশের গোন্ডা জেলার মাসকানওয়ায় রেললাইন থেকে ৷ মনোজের দেহ ছয় টুকরো অবস্থায় পড়েছিল রেল লাইনে ৷ স্থানীয় প্রভাবশালী আশিস সিং ও তার সহযোগীরা এই ঘটনা ঘটায় ৷
উত্তরপ্রদেশের এডিজিসি প্রবীণ কুমার সিং জানিয়েছেন যে 2019 সালের 13 জুন রাঘবেন্দ্র শুক্লানগর কোতোয়ালিতে একটি অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগে তিনি জানান যে 12 জুন রাত 11টায় তাঁর ছোট ভাই মনোজ শুক্লা বীরেশ সিংয়ের সঙ্গে ডিনার করতে সিভিল লাইনের একটি হোটেলে গিয়েছিলেন । সেখানে তাঁর ভাইকে মারধর ও অপহরণ করে ভিপি সিংয়ের ছেলে আশিস সিং । সেই অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা দায়ের করে পুলিশ ।
15 জুন মনোজ শুক্লার দেহ মাসকানওয়া রেলওয়ে থানার ছাপিয়া গোন্ডায় পাওয়া যায় । ছবির ভিত্তিতে মনোজকে শনাক্ত করা হয় । তদন্তের পর আশিস সিং, ধর্মেন্দ্র সিং, বিনীত কুমার পান্ডে, সোনু সোনকার, শ্যাম কুমার যাদব, শিবম সিং, বিকাশ তিওয়ারি, মুনজ মেহরোত্রা, অনীশ পান্ডে, রানা সিং, শ্রবণ কুমার পান্ডে ও কশোর অপচারী-সহ 13 অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট গঠন হয় ৷
আদালত 11 জন আসামিকে দোষী সাব্যস্ত করেছে । আদালত প্রধান অভিযুক্ত বিকাশ সিং-সহ 11 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও 20 হাজার টাকা আর্থিক জরিমানাও করেছে । কঠোর নিরাপত্তার মধ্যে সবাইকে কারাগারে পাঠানো হয়েছে ।
আরও পড়ুন: