ETV Bharat / state

খুনের পর দেহ 6 টুকরো করে ফেলা হয় রেললাইনে, অযোধ্যার সেই হত্যাকাণ্ডে সাজা শোনাল আদালত - হত্যাকাণ্ড

Manoj Shukla Murder Case: হোটেলে খাওয়া নিয়ে বিবাদের জেরে অপহরণ করে খুনের অভিযোগ ৷ 2019 সালের সেই মনোজ শুক্লা হত্য়াকাণ্ডে 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড হল ৷

Manoj Shukla Murder Case
Manoj Shukla Murder Case
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 4:53 PM IST

অযোধ্যা, 25 জানুয়ারি: মনোজ শুক্লা হত্যা মামলায় মূল আসামী-সহ 11 জন যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত ৷ একই সঙ্গে ওই 11 জনকে আর্থিক জরিমানাও করা হয়েছে আদালতের তরফে ৷ অন্যদিকে মামলার অভিযুক্ত মনুজ মেহরোত্রাকে আদালত বেকসুর খালাস দিয়েছে ৷

উল্লেখ্য, অযোধ্যা শহরের সিভিল লাইনে অবস্থিত একটি হোটেলে রাতের খাবার খাওয়ার পরে বিবাদের কারণে মনোজ শুক্লাকে খুন করা হয় ৷ প্রথমে তাঁকে অপহরণ করা হয় ৷ তার পর অমানবিক নির্যাতনের পর খুন করা হয় ৷ দু’দিন পর মনোজের দেহ উদ্ধার উত্তরপ্রদেশের গোন্ডা জেলার মাসকানওয়ায় রেললাইন থেকে ৷ মনোজের দেহ ছয় টুকরো অবস্থায় পড়েছিল রেল লাইনে ৷ স্থানীয় প্রভাবশালী আশিস সিং ও তার সহযোগীরা এই ঘটনা ঘটায় ৷

উত্তরপ্রদেশের এডিজিসি প্রবীণ কুমার সিং জানিয়েছেন যে 2019 সালের 13 জুন রাঘবেন্দ্র শুক্লানগর কোতোয়ালিতে একটি অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগে তিনি জানান যে 12 জুন রাত 11টায় তাঁর ছোট ভাই মনোজ শুক্লা বীরেশ সিংয়ের সঙ্গে ডিনার করতে সিভিল লাইনের একটি হোটেলে গিয়েছিলেন । সেখানে তাঁর ভাইকে মারধর ও অপহরণ করে ভিপি সিংয়ের ছেলে আশিস সিং । সেই অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা দায়ের করে পুলিশ ।

15 জুন মনোজ শুক্লার দেহ মাসকানওয়া রেলওয়ে থানার ছাপিয়া গোন্ডায় পাওয়া যায় । ছবির ভিত্তিতে মনোজকে শনাক্ত করা হয় । তদন্তের পর আশিস সিং, ধর্মেন্দ্র সিং, বিনীত কুমার পান্ডে, সোনু সোনকার, শ্যাম কুমার যাদব, শিবম সিং, বিকাশ তিওয়ারি, মুনজ মেহরোত্রা, অনীশ পান্ডে, রানা সিং, শ্রবণ কুমার পান্ডে ও কশোর অপচারী-সহ 13 অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট গঠন হয় ৷

আদালত 11 জন আসামিকে দোষী সাব্যস্ত করেছে । আদালত প্রধান অভিযুক্ত বিকাশ সিং-সহ 11 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও 20 হাজার টাকা আর্থিক জরিমানাও করেছে । কঠোর নিরাপত্তার মধ্যে সবাইকে কারাগারে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন:

  1. সাক্ষী 12 বছরের ছেলে! কাঁচি দিয়ে গলা কেটে স্বামীকে খুন মহিলার
  2. মাথায় গুলি করে খুন মডেল দিব্যা পাহুজাকে! সামনে এল ময়নাতদন্তের রিপোর্ট
  3. বন্ধ ক্যাফেটেরিয়া থেকে মিলল মানুষের মাথার খুলি, দৃশ্যমের মডেলে খুন ?

অযোধ্যা, 25 জানুয়ারি: মনোজ শুক্লা হত্যা মামলায় মূল আসামী-সহ 11 জন যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত ৷ একই সঙ্গে ওই 11 জনকে আর্থিক জরিমানাও করা হয়েছে আদালতের তরফে ৷ অন্যদিকে মামলার অভিযুক্ত মনুজ মেহরোত্রাকে আদালত বেকসুর খালাস দিয়েছে ৷

উল্লেখ্য, অযোধ্যা শহরের সিভিল লাইনে অবস্থিত একটি হোটেলে রাতের খাবার খাওয়ার পরে বিবাদের কারণে মনোজ শুক্লাকে খুন করা হয় ৷ প্রথমে তাঁকে অপহরণ করা হয় ৷ তার পর অমানবিক নির্যাতনের পর খুন করা হয় ৷ দু’দিন পর মনোজের দেহ উদ্ধার উত্তরপ্রদেশের গোন্ডা জেলার মাসকানওয়ায় রেললাইন থেকে ৷ মনোজের দেহ ছয় টুকরো অবস্থায় পড়েছিল রেল লাইনে ৷ স্থানীয় প্রভাবশালী আশিস সিং ও তার সহযোগীরা এই ঘটনা ঘটায় ৷

উত্তরপ্রদেশের এডিজিসি প্রবীণ কুমার সিং জানিয়েছেন যে 2019 সালের 13 জুন রাঘবেন্দ্র শুক্লানগর কোতোয়ালিতে একটি অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগে তিনি জানান যে 12 জুন রাত 11টায় তাঁর ছোট ভাই মনোজ শুক্লা বীরেশ সিংয়ের সঙ্গে ডিনার করতে সিভিল লাইনের একটি হোটেলে গিয়েছিলেন । সেখানে তাঁর ভাইকে মারধর ও অপহরণ করে ভিপি সিংয়ের ছেলে আশিস সিং । সেই অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা দায়ের করে পুলিশ ।

15 জুন মনোজ শুক্লার দেহ মাসকানওয়া রেলওয়ে থানার ছাপিয়া গোন্ডায় পাওয়া যায় । ছবির ভিত্তিতে মনোজকে শনাক্ত করা হয় । তদন্তের পর আশিস সিং, ধর্মেন্দ্র সিং, বিনীত কুমার পান্ডে, সোনু সোনকার, শ্যাম কুমার যাদব, শিবম সিং, বিকাশ তিওয়ারি, মুনজ মেহরোত্রা, অনীশ পান্ডে, রানা সিং, শ্রবণ কুমার পান্ডে ও কশোর অপচারী-সহ 13 অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট গঠন হয় ৷

আদালত 11 জন আসামিকে দোষী সাব্যস্ত করেছে । আদালত প্রধান অভিযুক্ত বিকাশ সিং-সহ 11 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও 20 হাজার টাকা আর্থিক জরিমানাও করেছে । কঠোর নিরাপত্তার মধ্যে সবাইকে কারাগারে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন:

  1. সাক্ষী 12 বছরের ছেলে! কাঁচি দিয়ে গলা কেটে স্বামীকে খুন মহিলার
  2. মাথায় গুলি করে খুন মডেল দিব্যা পাহুজাকে! সামনে এল ময়নাতদন্তের রিপোর্ট
  3. বন্ধ ক্যাফেটেরিয়া থেকে মিলল মানুষের মাথার খুলি, দৃশ্যমের মডেলে খুন ?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.