ETV Bharat / state

ঝাড়গ্রামে ফের হাতির হানায় মৃত্যু, 6 দিনে গজরাজের তাণ্ডবের বলি 3 - Elephant Attack in Jhargram

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 20, 2024, 2:07 PM IST

Man Killed in Elephant Attack: ফের হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটল ঝাড়গ্রামে ৷ এবার 46 বছরের এক ব্যক্তির প্রাণ গেল ৷ এই নিয়ে গত 6 দিনে হাতির আক্রমণে মৃত্যুর কোলে ঢলে পড়ল তিনজন ৷ পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ৷

Elephant Attack
ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু ব্যক্তির (ইটিভি ভারত)

ঝাড়গ্রাম, 20 অগস্ট: হাতির হানায় ঝাড়গ্রামে মৃত্যুর ঘটনা অব্যাহত । 6 দিনে হাতির হানায় মৃত্যু হল 3 জনের । ফের হাতির হানায় আরও এক গ্রামবাসীর মৃত্যু হতেই বনদফতর ও পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা । মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম থানার অন্তর্গত আঁধারিশোল গ্রামের ঘটনা । হাতির হানায় মৃত গ্রামবাসীর নাম খগেন পাতর (46) । বাড়ি আঁধারিশোল গ্রামেই ।

ফের হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামে (ইটিভি ভারত)

জানা গিয়েছে, এ দিন সকালে প্রাতঃকৃত্য সারতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয় ওই ব্যক্তির । খবর পেয়ে ঘটনাস্থলে যান ঝাড়গ্রাম রেঞ্জের রেঞ্জ অফিসার, পুকুরিয়া বিটের বিট অফিসার ও পুলিশ ৷ তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা । গ্রামবাসীদের অভিযোগ, প্রতিনিয়ত হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটছে । পাঁচ লক্ষ টাকা কোনও মানুষের জীবনের ক্ষতিপূরণ হতে পারে না । অবিলম্বে সমস্যার সমাধান করতে হবে এবং ঘটনাস্থলে এসে ডিএফও এবং বনমন্ত্রীকে হাতির সমস্যার সমাধানে লিখিত আশ্বাস দিতে হবে । এই বিষয়গুলিকে সামনে রেখে হাতির হানায় মৃত ব্যক্তির দেহ আটকে বনদফতর ও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ।

আঁধারিশোল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আনন্দ মাহাতো বনদফতরের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, "প্রতিনিয়ত এখানে হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটছে । কোনও স্থায়ী সমাধানের ভাবনাচিন্তা নেই । সকাল থেকে ডিএফওকে বহুবার ফোন করা হয়েছে, তিনি কারও ফোন ধরেননি । বনমন্ত্রীকে আমরা কখনও এখানে দেখতেও পাইনি । হাতির হানায় কারও মৃত্যু হলে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে । কোনও মানুষের জীবনের মূল্য কী পাঁচ লক্ষ টাকা ! পাঁচ লক্ষ টাকার পরিবর্তে 50 লক্ষ টাকা দিতে হবে এবং পাঁচ দিনের মধ্যেই চাকরি দিতে হবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৷"

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরে পাঁচটি হাতির একটি দল ঢুকে পড়ে । হাতির দলের হানায় ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগরপল্লি এলাকার বাসিন্দা অনুপ মল্লিক (54) মৃত্যু হয় । তারপর শনিবার ভোরে ঝাড়গ্রাম থানার অন্তর্গত পশরো গ্রামে হাতির হানায় চাঁদ খিলাড়ির (61) মৃত্যু হয় । গত বৃহস্পতিবার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত মাত্র ছয় দিনে হাতির হানায় মৃত্যু হল তিনজনের । অপরদিকে, স্বাধীনতা দিবসে শহরে ঢুকে পড়া হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর সময় হুলা পার্টির জ্বলন্ত শলাকায় বিদ্ধ হয়ে মৃত্যু হয় একটি স্ত্রী হাতির । স্ত্রী হাতির মৃত্যুতে রাজ্যজুড়েই শুরু হয়েছে প্রতিবাদ ।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম বন বিভাগে 36টি হাতি রয়েছে । ঝাড়গ্রাম রেঞ্জের সিধাডাঙ্গাতে 5টি হাতি, বৃন্দাবনপুরে 12টি হাতির একটি দল, নেদাবেহড়ায় 4টি হাতি, পাথরচাকরিতে 3টি হাতি, পুকুরিয়ায় একটি হাতি, কুসুমডাঙ্গায় রয়েছে 10টি হাতির একটি দল । এছাড়াও বরাশুলিতে রয়েছে একটি হাতি ।

ঝাড়গ্রাম, 20 অগস্ট: হাতির হানায় ঝাড়গ্রামে মৃত্যুর ঘটনা অব্যাহত । 6 দিনে হাতির হানায় মৃত্যু হল 3 জনের । ফের হাতির হানায় আরও এক গ্রামবাসীর মৃত্যু হতেই বনদফতর ও পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা । মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম থানার অন্তর্গত আঁধারিশোল গ্রামের ঘটনা । হাতির হানায় মৃত গ্রামবাসীর নাম খগেন পাতর (46) । বাড়ি আঁধারিশোল গ্রামেই ।

ফের হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামে (ইটিভি ভারত)

জানা গিয়েছে, এ দিন সকালে প্রাতঃকৃত্য সারতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয় ওই ব্যক্তির । খবর পেয়ে ঘটনাস্থলে যান ঝাড়গ্রাম রেঞ্জের রেঞ্জ অফিসার, পুকুরিয়া বিটের বিট অফিসার ও পুলিশ ৷ তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা । গ্রামবাসীদের অভিযোগ, প্রতিনিয়ত হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটছে । পাঁচ লক্ষ টাকা কোনও মানুষের জীবনের ক্ষতিপূরণ হতে পারে না । অবিলম্বে সমস্যার সমাধান করতে হবে এবং ঘটনাস্থলে এসে ডিএফও এবং বনমন্ত্রীকে হাতির সমস্যার সমাধানে লিখিত আশ্বাস দিতে হবে । এই বিষয়গুলিকে সামনে রেখে হাতির হানায় মৃত ব্যক্তির দেহ আটকে বনদফতর ও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ।

আঁধারিশোল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আনন্দ মাহাতো বনদফতরের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, "প্রতিনিয়ত এখানে হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটছে । কোনও স্থায়ী সমাধানের ভাবনাচিন্তা নেই । সকাল থেকে ডিএফওকে বহুবার ফোন করা হয়েছে, তিনি কারও ফোন ধরেননি । বনমন্ত্রীকে আমরা কখনও এখানে দেখতেও পাইনি । হাতির হানায় কারও মৃত্যু হলে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে । কোনও মানুষের জীবনের মূল্য কী পাঁচ লক্ষ টাকা ! পাঁচ লক্ষ টাকার পরিবর্তে 50 লক্ষ টাকা দিতে হবে এবং পাঁচ দিনের মধ্যেই চাকরি দিতে হবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৷"

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরে পাঁচটি হাতির একটি দল ঢুকে পড়ে । হাতির দলের হানায় ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগরপল্লি এলাকার বাসিন্দা অনুপ মল্লিক (54) মৃত্যু হয় । তারপর শনিবার ভোরে ঝাড়গ্রাম থানার অন্তর্গত পশরো গ্রামে হাতির হানায় চাঁদ খিলাড়ির (61) মৃত্যু হয় । গত বৃহস্পতিবার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত মাত্র ছয় দিনে হাতির হানায় মৃত্যু হল তিনজনের । অপরদিকে, স্বাধীনতা দিবসে শহরে ঢুকে পড়া হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর সময় হুলা পার্টির জ্বলন্ত শলাকায় বিদ্ধ হয়ে মৃত্যু হয় একটি স্ত্রী হাতির । স্ত্রী হাতির মৃত্যুতে রাজ্যজুড়েই শুরু হয়েছে প্রতিবাদ ।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম বন বিভাগে 36টি হাতি রয়েছে । ঝাড়গ্রাম রেঞ্জের সিধাডাঙ্গাতে 5টি হাতি, বৃন্দাবনপুরে 12টি হাতির একটি দল, নেদাবেহড়ায় 4টি হাতি, পাথরচাকরিতে 3টি হাতি, পুকুরিয়ায় একটি হাতি, কুসুমডাঙ্গায় রয়েছে 10টি হাতির একটি দল । এছাড়াও বরাশুলিতে রয়েছে একটি হাতি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.