ETV Bharat / state

শিশুকে যৌন নির্যাতনে 20 বছরের কারাদণ্ড প্রতিবেশীর - Man gets jail for sexually Abuses

Imprisonment on POCSO Case in Hooghly: পাঁচ বছর পর মিলল রায় ৷ প্রতিবেশী শিশুকে দিনের পর দিন যৌন নির্যাতনের সাজা দিল চন্দননগর মহকুমা আদালত ৷ 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত অভিযুক্ত ৷

Hooghly News
চন্দননগর মহকুমা আদালত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2024, 7:37 AM IST

চন্দননগর, 27 সেপ্টেম্বর: সাত বছরের শিশুকে যৌন নিগ্রহের জন্য অভিযুক্তের 20 বছরের কারাদণ্ড ঘোষণা করল চন্দননগর মহকুমা আদালত । পাঁচ বছর পর বৃহস্পতিবার চন্দননগর আদালতের জেলা সেশন জজের এজলাসের এই পকসো মামলাটির রায় দিলেন বিচারক মানবেন্দ্র মোহন সরকার ৷

জানা গিয়েছে, 2019 সালের 20 এপ্রিল এক শিশুকে প্রতিবেশী ব্যক্তি যৌন নিগ্রহ করত বলে অভিযোগ । বেশ কিছুদিন পর বুঝতে পারে শিশুটির পরিবার । পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী শংকর ব্যাপারীকে গ্রেফতার করে ভদ্রেশ্বর থানার পুলিশ । 15 জন সাক্ষীর ভিত্তিতে 376 (a)(b) ও 6 পকসো মামলায় 20 বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় । যদিও এই মামলায় সন্তুষ্ট নয় বিরোধী পক্ষের আইনজীবী ।

শিশুকে যৌন নির্যাতনে 20 বছরের কারাদণ্ড (ইটিভি ভারত)
এই বিষয়ে চন্দননগর পকসো আদালতের স্পেশাল সরকারি আইনজীবী অন্নপূর্ণা চক্রবর্তী জানান, ভদ্রেশ্বর থানা এলাকার এক সাত বছরের নাবালিকাকে যৌন নির্যাতন করত শংকর । সে শিশুটির বাবার সঙ্গে কুয়োর মাটির পার তৈরি করত । স্বাভাবিকভাবেই খুবই ভালো সম্পর্ক ছিল শিশুর পরিবারের সঙ্গে । সেই সুযোগকে কাজে লাগিয়ে মাঝে মধ্যেই শিশুটিকে যৌন নির্যাতন করত শংকর । স্কুলে ব্যাড টাচ ও গুড টাচ শেখানোর পর বিষয়টি বুঝতে পারে শিশুটি।

শিশুটি বাড়িতে সেই কথা বলতেই পরিবারের তরফে ভদ্রেশ্বর থানায় অভিযোগ করা হয় শংকরের বিরুদ্ধে । শিশুটির মেডিক্যাল পরীক্ষায় নির্যাতনের প্রমাণ মেলে ৷ এই মামলার চার্জ গঠন হয় 2020 সালের 3 অগস্ট । এরপর করোনা অতিমারির জন্য মামলার শুনানি কিছুদিন বন্ধ থাকে । পাঁচ বছর পর সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার চন্দননগর আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক 20 বছর কারাদণ্ডের রায় দেন ।

চন্দননগর, 27 সেপ্টেম্বর: সাত বছরের শিশুকে যৌন নিগ্রহের জন্য অভিযুক্তের 20 বছরের কারাদণ্ড ঘোষণা করল চন্দননগর মহকুমা আদালত । পাঁচ বছর পর বৃহস্পতিবার চন্দননগর আদালতের জেলা সেশন জজের এজলাসের এই পকসো মামলাটির রায় দিলেন বিচারক মানবেন্দ্র মোহন সরকার ৷

জানা গিয়েছে, 2019 সালের 20 এপ্রিল এক শিশুকে প্রতিবেশী ব্যক্তি যৌন নিগ্রহ করত বলে অভিযোগ । বেশ কিছুদিন পর বুঝতে পারে শিশুটির পরিবার । পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী শংকর ব্যাপারীকে গ্রেফতার করে ভদ্রেশ্বর থানার পুলিশ । 15 জন সাক্ষীর ভিত্তিতে 376 (a)(b) ও 6 পকসো মামলায় 20 বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় । যদিও এই মামলায় সন্তুষ্ট নয় বিরোধী পক্ষের আইনজীবী ।

শিশুকে যৌন নির্যাতনে 20 বছরের কারাদণ্ড (ইটিভি ভারত)
এই বিষয়ে চন্দননগর পকসো আদালতের স্পেশাল সরকারি আইনজীবী অন্নপূর্ণা চক্রবর্তী জানান, ভদ্রেশ্বর থানা এলাকার এক সাত বছরের নাবালিকাকে যৌন নির্যাতন করত শংকর । সে শিশুটির বাবার সঙ্গে কুয়োর মাটির পার তৈরি করত । স্বাভাবিকভাবেই খুবই ভালো সম্পর্ক ছিল শিশুর পরিবারের সঙ্গে । সেই সুযোগকে কাজে লাগিয়ে মাঝে মধ্যেই শিশুটিকে যৌন নির্যাতন করত শংকর । স্কুলে ব্যাড টাচ ও গুড টাচ শেখানোর পর বিষয়টি বুঝতে পারে শিশুটি।

শিশুটি বাড়িতে সেই কথা বলতেই পরিবারের তরফে ভদ্রেশ্বর থানায় অভিযোগ করা হয় শংকরের বিরুদ্ধে । শিশুটির মেডিক্যাল পরীক্ষায় নির্যাতনের প্রমাণ মেলে ৷ এই মামলার চার্জ গঠন হয় 2020 সালের 3 অগস্ট । এরপর করোনা অতিমারির জন্য মামলার শুনানি কিছুদিন বন্ধ থাকে । পাঁচ বছর পর সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার চন্দননগর আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক 20 বছর কারাদণ্ডের রায় দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.