ETV Bharat / state

শান্তিপুরে ট্রেনের তলায় মোটরবাইক, ছিন্নভিন্ন দেহ - SANTIPUR TRAIN ACCIDENT

লাইন পার করতে গিয়ে মোটরবাইক নিয়ে ট্রেনের তলায় ব্যক্তি । টুকরো টুকরো হয়ে যায় মোটরবাইক ৷ ছিন্নভিন্ন হয় দেহ ৷

santipur train accident
শান্তিপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু ব্যক্তির (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2024, 11:53 AM IST

Updated : Dec 10, 2024, 12:00 PM IST

শান্তিপুর, 10 ডিসেম্বর: সাতসকালে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তির ৷ ট্রেনের তলায় ঢুকে গিয়ে টুকরো টুকরো মোটরবাইক ৷ ছিন্নভিন্ন দেহ । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর কালিবাড়ি এলাকায় ।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম শংকর রায় ৷ বয়স আনুমানিক 45 বছর । পেশায় কাপড় ব্যবসায়ী । বাড়ি গোবিন্দপুর বিবেকানন্দ নগরে । শান্তিপুর স্টেশন থেকে সকাল 8টায় প্রতিদিন একটি লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে রওনা দেয় । মঙ্গলবারও শান্তিপুর স্টেশন থেকে ওই লোকাল ট্রেন ছেড়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল । গোবিন্দপুর কালীবাড়ির সংলগ্ন রেলগেট পার হতেই মোটরবাইক নিয়ে আচমকা ট্রেনের তলায় পড়ে যান ওই ব্যক্তি ।

মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা শান্তিপুরে (ইটিভি ভারত)

ব্যবসায়িক কারণে এ দিন সকালে সুতো নেওয়ার জন্য মহাজনের বাড়ি গিয়েছিলেন শংকর রায় । ট্রেনের আওয়াজ শুনতে না-পাওয়ায় একটি ছোট গলি দিয়ে তিনি রেললাইন পার হচ্ছিলেন বলে জানা গিয়েছে । প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাস্তা পার হতে গিয়ে তাঁর মোটরবাইক ট্রেনের তলায় পড়ে যায় । ওই ব্যক্তি ট্রেনের চাকায় সঙ্গে প্রায় হাত কুড়ি এগিয়ে যায়। শরীরের বেশিরভাগ অংশ ছিন্নভিন্ন হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এবং রেল পুলিশ । পরিবারের লোকজনও সেখানে আসে ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে ৷

ঘটনার জেরে এই লাইনে লোকাল ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে ৷ অফিস টাইমে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ৷ প্রায় ঘণ্টাখানেক পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় ৷ স্থানীয়দের দাবি, গোটা গোবিন্দপুর জুড়ে রেললাইনে কোনও গার্ড ওয়াল নেই ৷ সেই কারণে এখানে বারবার দুর্ঘটনা ঘটেছে । অবিলম্বে রেল কর্তৃপক্ষ সমস্ত ছোট বড় গলিগুলো গার্ডওয়াল দিয়ে ঘিরে দিক ।

santipur train accident
ছিন্নভিন্ন হওয়া দেহটি উদ্ধা করে নিয়ে যাওয়া হচ্ছে (নিজস্ব ছবি)

এ দিনের দুর্ঘটনা নিয়ে মৃত ব্যক্তির দাদা শিবচন্দ্র রায় বলেন, "বাড়ি থেকে কাজের জন্য বেরিয়েছিল ভাই । যেহেতু কাপড়ের ব্যবসা করে সেই কারণে প্রতিদিন এই সময় বাইকে করে মহাজনের বাড়ি সুতো আনার জন্য যায় সে । আমরা এই দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসি । তবে কী কারণে এই ঘটনা ঘটলো তা স্পষ্ট জানি না ।"

প্রতিবেশী সৌমেন্দ্রনারায়ণ দাস বলেন, "এই ঘটনা খুব মর্মান্তিক । আমরাও খবর পাই ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে । তবে যেহেতু বাজার সংলগ্ন এলাকায় এই রেললাইন সেই কারণে ছোটখাটো গলি রয়েছে, যার কোন গার্ডওয়াল নেই । এর আগেও এই একই কারণে দুর্ঘটনা এখানে ঘটেছে । আমরা রেল দফতরের কাছে অনুরোধ রাখছি, যাতে এর একটা সুব্যবস্থা করা হোক ।"

শান্তিপুর, 10 ডিসেম্বর: সাতসকালে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তির ৷ ট্রেনের তলায় ঢুকে গিয়ে টুকরো টুকরো মোটরবাইক ৷ ছিন্নভিন্ন দেহ । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর কালিবাড়ি এলাকায় ।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম শংকর রায় ৷ বয়স আনুমানিক 45 বছর । পেশায় কাপড় ব্যবসায়ী । বাড়ি গোবিন্দপুর বিবেকানন্দ নগরে । শান্তিপুর স্টেশন থেকে সকাল 8টায় প্রতিদিন একটি লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে রওনা দেয় । মঙ্গলবারও শান্তিপুর স্টেশন থেকে ওই লোকাল ট্রেন ছেড়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল । গোবিন্দপুর কালীবাড়ির সংলগ্ন রেলগেট পার হতেই মোটরবাইক নিয়ে আচমকা ট্রেনের তলায় পড়ে যান ওই ব্যক্তি ।

মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা শান্তিপুরে (ইটিভি ভারত)

ব্যবসায়িক কারণে এ দিন সকালে সুতো নেওয়ার জন্য মহাজনের বাড়ি গিয়েছিলেন শংকর রায় । ট্রেনের আওয়াজ শুনতে না-পাওয়ায় একটি ছোট গলি দিয়ে তিনি রেললাইন পার হচ্ছিলেন বলে জানা গিয়েছে । প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাস্তা পার হতে গিয়ে তাঁর মোটরবাইক ট্রেনের তলায় পড়ে যায় । ওই ব্যক্তি ট্রেনের চাকায় সঙ্গে প্রায় হাত কুড়ি এগিয়ে যায়। শরীরের বেশিরভাগ অংশ ছিন্নভিন্ন হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এবং রেল পুলিশ । পরিবারের লোকজনও সেখানে আসে ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে ৷

ঘটনার জেরে এই লাইনে লোকাল ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে ৷ অফিস টাইমে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ৷ প্রায় ঘণ্টাখানেক পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় ৷ স্থানীয়দের দাবি, গোটা গোবিন্দপুর জুড়ে রেললাইনে কোনও গার্ড ওয়াল নেই ৷ সেই কারণে এখানে বারবার দুর্ঘটনা ঘটেছে । অবিলম্বে রেল কর্তৃপক্ষ সমস্ত ছোট বড় গলিগুলো গার্ডওয়াল দিয়ে ঘিরে দিক ।

santipur train accident
ছিন্নভিন্ন হওয়া দেহটি উদ্ধা করে নিয়ে যাওয়া হচ্ছে (নিজস্ব ছবি)

এ দিনের দুর্ঘটনা নিয়ে মৃত ব্যক্তির দাদা শিবচন্দ্র রায় বলেন, "বাড়ি থেকে কাজের জন্য বেরিয়েছিল ভাই । যেহেতু কাপড়ের ব্যবসা করে সেই কারণে প্রতিদিন এই সময় বাইকে করে মহাজনের বাড়ি সুতো আনার জন্য যায় সে । আমরা এই দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসি । তবে কী কারণে এই ঘটনা ঘটলো তা স্পষ্ট জানি না ।"

প্রতিবেশী সৌমেন্দ্রনারায়ণ দাস বলেন, "এই ঘটনা খুব মর্মান্তিক । আমরাও খবর পাই ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে । তবে যেহেতু বাজার সংলগ্ন এলাকায় এই রেললাইন সেই কারণে ছোটখাটো গলি রয়েছে, যার কোন গার্ডওয়াল নেই । এর আগেও এই একই কারণে দুর্ঘটনা এখানে ঘটেছে । আমরা রেল দফতরের কাছে অনুরোধ রাখছি, যাতে এর একটা সুব্যবস্থা করা হোক ।"

Last Updated : Dec 10, 2024, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.