ভূপতিনগর, 6 অক্টোবর: আরজি কর, জয়নগরের পর এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর ৷ সেখানে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক ব্যক্তিকে গণধোলাই দেন এলাকাবাসী ৷ পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখানেই তাঁর মৃত্যু হয় ৷
অভিযোগ, স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় ওই গৃহবধূকে ৷ এরপর তাঁকে ধর্ষণ করে জোর করে কীটনাশক খাইয়ে খুন করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয় ৷ এই ঘটনায় অভিযুক্ত এলাকারই এক ব্যক্তিকে বেধড়ক পেটান স্থানীয় বাসিন্দারা ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভূপতিনগর থানার পুলিশ ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত ওই গ্রামেরই বাসিন্দা । দীর্ঘদিন ধরে তিনি এলাকায় প্রভাবশালী বলে তিনি পরিচিত এবং একাধিক অপরাধের সঙ্গে যুক্ত বলে অভিযোগ । এমনকি পঞ্চায়েতও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা । অভিযোগ, গত পরশু স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূর বাড়িতে প্রবেশ করেন ওই ব্যক্তি । তারপর তিনি ওই গৃহবধূকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যান ।
এরপর কোনও এক নির্জন জায়গায় ওই মহিলাকে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । আরও অভিযোগ, ধর্ষণের পর ওই মহিলার মুখে জোর করে কীটনাশক ঢেলে দেন অভিযুক্ত । স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করান । তবে তাঁকে বাঁচানো যায়নি ৷ এদিন ভোরে তাঁর মৃত্যু হয় ।
এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁরা অভিযুক্তের বাড়িতে চড়াও হয় ৷ তাঁকে রাস্তায় ফেলে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয় ৷ এই ঘটনার খবর পেয়ে ভূপতিনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে । তখন পুলিশকে ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন । গ্রামবাসীদের দাবি, অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে ।
গণপিটুনিতে গুরুতর জখম অভিযুক্ত ব্যক্তিকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে পুলিশ ৷ তবে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় ৷ এই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, "অত্যন্ত স্পর্শকাতর বিষয় । আইনি প্রক্রিয়া মেনে মহিলার মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয়েছে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । একইসঙ্গে গণধোলাইয়ের ঘটনায় মৃত ব্যক্তির দেহও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এই দুই মৃত্যুর ঘটনায় পৃথক তদন্ত শুরু হয়েছে ।"