নদিয়া, 14 নভেম্বর: ফের যৌন হেনস্তার শিকার এক নাবালিকা ৷ নয় বছরের সেই বালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে । নাবালিকার গোপনাঙ্গ-সহ শরীরের একাধিক জায়গায় কামড়ের দাগ মিলেছে । তার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।
ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার । জানা গিয়েছে, গতকাল 9 বছরের ওই বালিকা খেলা করতে বেরিয়েছিল । ওই এলাকারই একটি রাধা গোবিন্দ মন্দিরের সামনে দিয়ে যখন সে বাড়ি ফিরছিল, ঠিক তখনই অভিযুক্ত নিপেন মণ্ডলের সঙ্গে তার দেখা হয় ৷ অভিযুক্ত ওই বালিকাকে প্রলোভন দেখিয়ে মন্দিরের পেছনে নিয়ে যায় বলে অভিযোগ ।
অভিযোগ, মন্দিরের পেছনে নিয়ে গিয়ে ওই বালিকার উপর যৌন নির্যাতন চালানো হয় । তার গোপনাঙ্গে এবং শরীরের বিভিন্ন জায়গায় একাধিক আঘাত ও কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছে । এই ঘটনা ঘটে গত মঙ্গলবার ।
ওই নাবালিকা গোটা ঘটনায় এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে, প্রথমে ভয়ে সে বাড়িতে কিছু জানাতে চায়নি । তবে গতকাল স্কুল থেকে বাড়ি ফেরার পর মেয়েটি বাড়ির সবার কাছে গোটা বিষয়টি খুলে বলে ৷ এরপরই পরিবারের লোকজন অভিযুক্ত নিপেন মণ্ডলের বিরুদ্ধে নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে অভিযুক্তকে গ্রেফতার করে নাকাশিপাড়া থানার পুলিশ । শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করা হয় ওই নাবালিকার ৷
অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে ৷ আজ তাঁকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়েছে । তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে পুলিশ ৷ নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্তকে আইনগতভাবে কঠোর শাস্তি দেওয়া হোক ।