ETV Bharat / state

ঘরে খিল দেওয়া নিয়ে অশান্তি, দেওয়ালে মাথা ঠুকে মাকে খুন করল ছেলে - MURDER IN BANKURA

ঘরের দরজায় ছিটকিনি দেওয়া নিয়ে বচসা ৷ পরিণতি ভয়াবহ ! দরজা আটকে মায়ের মাথা বারবার দেওয়ালে ঠুকে খুন করল ছেলে ৷

MURDER IN BANKURA
ফাইল ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 5:51 PM IST

জয়পুর (বাঁকুড়া), 12 নভেম্বর: ঘরের ছিটকিনি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে বচসা। সেই বচসা যে মায়ের প্রাণ নেবে, তা কে জানত ! ঘরের দরজা বন্ধ করে মায়ের মাথা দেওয়ালে বারবার ঠুকে খুন করার অভিযোগ উঠল বছর আঠাশের ছেলের বিরুদ্ধে। বাঁকুড়ার জয়পুর থানার ফুটকরা গ্রামের এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়পুর ব্লকের ফুটকরা গ্রামে বাবা, মা ও দাদার সঙ্গে থাকত স্বরূপ মেদ্যা। কিছুদিন আগে তাঁর মানসিক সমস্যা থাকলেও মাঝে তা ঠিক হয়ে যায়। পরিবারের দাবি, গত 2 দিন ধরে স্বরূপ ফের অস্বাভাবিক আচরণ শুরু করে। ছেলে কখন কী করে বসে, সেই আশঙ্কায় সোমবার রাতে তাঁর মা মমতা মেদ্যা (48) স্বরূপের ঘরে শুতে যান।

ছেলে ঘরে ছিটকিনি দিতে চাইলেও মা চাইছিলেন ঘরে ছিটকিনি যেন না-দেওয়াই হয়। এই নিয়ে দু'জনের মধ্যে বচসা বাঁধে। অভিযোগ, বচসার মাঝেই ছেলে ঘরের দরজায় ছিটকিনি তুলে দিয়ে মা'র মাথা দেওয়ালে ঠুকতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের অন্যান্য সদস্যরা ঘরের ছিটকিনি খোলার চেষ্টা শুরু করেন। পরিবারের সদস্যরা বারবার চিৎকার করলেও 10 মিনিট পর দরজার ছিটকিনি খোলে স্বরূপ । ঘরে ঢুকে পরিবারের সদস্যরা দেখেন, মমতা মেদ্যা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন।

এরপরই তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। এরপরই মৃতার স্বামীর অভিযোগ পেয়ে জয়পুর থানার পুলিশ তাঁদের ছোট ছেলে স্বরূপ মেদ্যাকে গ্রেফতার করেছে। ধৃতকে এদিনই বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত, স্বরূপ মেদ্যাকে 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

জয়পুর (বাঁকুড়া), 12 নভেম্বর: ঘরের ছিটকিনি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে বচসা। সেই বচসা যে মায়ের প্রাণ নেবে, তা কে জানত ! ঘরের দরজা বন্ধ করে মায়ের মাথা দেওয়ালে বারবার ঠুকে খুন করার অভিযোগ উঠল বছর আঠাশের ছেলের বিরুদ্ধে। বাঁকুড়ার জয়পুর থানার ফুটকরা গ্রামের এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়পুর ব্লকের ফুটকরা গ্রামে বাবা, মা ও দাদার সঙ্গে থাকত স্বরূপ মেদ্যা। কিছুদিন আগে তাঁর মানসিক সমস্যা থাকলেও মাঝে তা ঠিক হয়ে যায়। পরিবারের দাবি, গত 2 দিন ধরে স্বরূপ ফের অস্বাভাবিক আচরণ শুরু করে। ছেলে কখন কী করে বসে, সেই আশঙ্কায় সোমবার রাতে তাঁর মা মমতা মেদ্যা (48) স্বরূপের ঘরে শুতে যান।

ছেলে ঘরে ছিটকিনি দিতে চাইলেও মা চাইছিলেন ঘরে ছিটকিনি যেন না-দেওয়াই হয়। এই নিয়ে দু'জনের মধ্যে বচসা বাঁধে। অভিযোগ, বচসার মাঝেই ছেলে ঘরের দরজায় ছিটকিনি তুলে দিয়ে মা'র মাথা দেওয়ালে ঠুকতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের অন্যান্য সদস্যরা ঘরের ছিটকিনি খোলার চেষ্টা শুরু করেন। পরিবারের সদস্যরা বারবার চিৎকার করলেও 10 মিনিট পর দরজার ছিটকিনি খোলে স্বরূপ । ঘরে ঢুকে পরিবারের সদস্যরা দেখেন, মমতা মেদ্যা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন।

এরপরই তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। এরপরই মৃতার স্বামীর অভিযোগ পেয়ে জয়পুর থানার পুলিশ তাঁদের ছোট ছেলে স্বরূপ মেদ্যাকে গ্রেফতার করেছে। ধৃতকে এদিনই বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত, স্বরূপ মেদ্যাকে 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.