রামপুরহাট, 23এপ্রিল: নির্বাচনী প্রচারে মঙ্গলবার বীরভূমে মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ মুখ্যমন্ত্রী যাচ্ছেন অনুব্রত মণ্ডলের গড়ে অথচ একাধিক মামলায় হাজতবাস করছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা ৷ ফলত প্রথমবার লোকসভা নির্বাচনের লড়াই কেষ্ট'কে ছাড়াই লড়বে তৃণমূল কংগ্রেস। 'কেষ্টহীন' গড়ে মঙ্গলবার তারাপীঠে সভা করবেন মমতা ৷ বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী ৷
স্বাভাবিকভাবেই 'কেষ্টহীন' বীরভূমে নির্বাচনী প্রচারে এসে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকেই নজর সকলের ৷ জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত থাকবেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়, বোলপুর কেন্দ্রের প্রার্থী অসিত কুমার মাল, রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ-সহ সকল বিধায়ক ও জেলা নেতৃত্বরা ৷
দীর্ঘ প্রায় 3 বছর কোর কমিটিতে বীরভূমের সাংগঠনিক দায়িত্ব সামলেছেন অনুব্রত মণ্ডল। তাদের গড়েই বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রের দায়িত্ব ৷ বিভিন্ন মহলে এমনটা প্রচলিত ছিল, অনুব্রত মণ্ডল নাকি প্রভাব খাটিয়ে বীরভূমে শাসকদলের হয়ে ভোট করিয়ে নিতেন ৷ তাই প্রিয় কেষ্টর অনুপস্থিতিতে বীরভূম থেকে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই তাকিয়ে সকলে ৷
গরু পাচার ও আর্থিক তছরুপ-সহ বিভিন্ন মামলায় তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডল। এই প্রথম তাঁকে ছাড়াই বীরভূম জেলায় লোকসভা নির্বাচন ৷ রাজ্যে পালাবদলের পর, অর্থাৎ 2014 ও 2019 সালে বোলপুর ও বীরভূম লোকসভায় জয় নিয়ে ভাবতে হয়নি ঘাসফুলের শীর্ষ নেতাদের। কারণ অনুব্রত ছিলেন ৷ কিন্তু আপাতত প্রায় 3 বছর কোর কমিটিই জেলার সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছে ৷
একে 'কেষ্টহীন' তার উপর বীরভূম লোকসভায় অভিনেত্রী শতাব্দী রায়ের বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধর। যিনি কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন ৷ বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে গুলিকাণ্ডের পর তাঁকে সাসপেন্ড করেছিল মমতা সরকার। সব মিলিয়ে এই জেলার লড়াই যে হাড্ডাহাড্ডি তা বলার অপেক্ষা রাখে না ৷
আরও পড়ুন: