ETV Bharat / state

বন্যা পরিস্থিতি পর্যালোচনায় সরকারি আধিকারিকদের 10 জেলায় পাঠালেন মমতা - Flood Like Situation in Bengal - FLOOD LIKE SITUATION IN BENGAL

Flood Like Situation in Bengal: বন্যা পরিস্থিতি পর্যালোচনায় 10টি জেলায় 10 জন সরকারি আধিকারিককে পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় ।

ETV BHARAT
বন্যা পরিস্থিতি পর্যালোচনায় 10 জেলায় সরকারি আধিকারিকদের পাঠালেন মমতা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 7:14 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে 10 জেলায় 10 জন সরকারি আধিকারিককে পর্যালোচনায় পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার একথা জানান মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ।

গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি চলছে বাংলায় । গতকাল বিকেলের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাংলাকে পুরো বিপদমুক্ত বলা চলছে না । পড়শি রাজ্য ঝাড়খণ্ডের ছাড়া জলে এই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । গতকালই এই নিয়ে সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার তাঁর নির্দেশে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মানস পন্থ ।

যেহেতু এখনও লাগাতার বৃষ্টি চলছে ঝাড়খণ্ডে, তাই লাগাতার জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন । ইতিমধ্যেই বিভিন্ন বাঁধ থেকে ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার বিভিন্ন জেলায় । এই অবস্থায় রাজ্যের বিভিন্ন দফতরের আধিকারিকদের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে পাঠাচ্ছে নবান্ন ।

মঙ্গলবার নবান্নে এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, প্রবল বৃষ্টিপাতের কারণে নিম্ন দামোদর এলাকায় জল ছাড়ার জন্য বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে । দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলা এর কারণে প্লাবিত হয়েছে । এই অবস্থায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সচিব এবং সচিব পদমর্যাদার আধিকারিকদের নিযুক্ত করা হয়েছে । এঁরা বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উপর নজর রাখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করবেন ।

নিচু এলাকা থেকে প্রচুর মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে । দুর্যোগ মোকাবিলায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে । দুর্যোগ মোকাবিলায় যেমন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রাখতে বলা হয়েছে, একইসঙ্গে পর্যাপ্ত জল এবং ত্রিপল মজুত রাখতেও বলা হয়েছে ।

বর্তমান পরিস্থিতি পর্যালোচনার জন্য হাওড়ায় যাচ্ছেন প্রধান সচিব এমএসএমই রাজেশ পান্ডে, আবাসন সচিব রাজেশ সিনহা যাচ্ছেন বীরভূম, পশ্চিম মেদিনীপুর যাচ্ছেন পিএইচই সচিব সুরেন্দ্র গুপ্তা, কৃষিসচিব ওংকার সিং মীনা যাচ্ছেন হুগলি । মোট 10 জন সচিব দশটি জেলায় যাচ্ছেন । আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই গোটা বিষয়টির উপর নজর রাখছেন । একইসঙ্গে রাজ্যের সাধারণ মানুষকে অহেতুক উত্তেজিত না-হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি ।

কলকাতা, 17 সেপ্টেম্বর: বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে 10 জেলায় 10 জন সরকারি আধিকারিককে পর্যালোচনায় পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার একথা জানান মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ।

গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি চলছে বাংলায় । গতকাল বিকেলের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাংলাকে পুরো বিপদমুক্ত বলা চলছে না । পড়শি রাজ্য ঝাড়খণ্ডের ছাড়া জলে এই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । গতকালই এই নিয়ে সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার তাঁর নির্দেশে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মানস পন্থ ।

যেহেতু এখনও লাগাতার বৃষ্টি চলছে ঝাড়খণ্ডে, তাই লাগাতার জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন । ইতিমধ্যেই বিভিন্ন বাঁধ থেকে ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার বিভিন্ন জেলায় । এই অবস্থায় রাজ্যের বিভিন্ন দফতরের আধিকারিকদের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে পাঠাচ্ছে নবান্ন ।

মঙ্গলবার নবান্নে এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, প্রবল বৃষ্টিপাতের কারণে নিম্ন দামোদর এলাকায় জল ছাড়ার জন্য বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে । দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলা এর কারণে প্লাবিত হয়েছে । এই অবস্থায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সচিব এবং সচিব পদমর্যাদার আধিকারিকদের নিযুক্ত করা হয়েছে । এঁরা বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উপর নজর রাখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করবেন ।

নিচু এলাকা থেকে প্রচুর মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে । দুর্যোগ মোকাবিলায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে । দুর্যোগ মোকাবিলায় যেমন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রাখতে বলা হয়েছে, একইসঙ্গে পর্যাপ্ত জল এবং ত্রিপল মজুত রাখতেও বলা হয়েছে ।

বর্তমান পরিস্থিতি পর্যালোচনার জন্য হাওড়ায় যাচ্ছেন প্রধান সচিব এমএসএমই রাজেশ পান্ডে, আবাসন সচিব রাজেশ সিনহা যাচ্ছেন বীরভূম, পশ্চিম মেদিনীপুর যাচ্ছেন পিএইচই সচিব সুরেন্দ্র গুপ্তা, কৃষিসচিব ওংকার সিং মীনা যাচ্ছেন হুগলি । মোট 10 জন সচিব দশটি জেলায় যাচ্ছেন । আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই গোটা বিষয়টির উপর নজর রাখছেন । একইসঙ্গে রাজ্যের সাধারণ মানুষকে অহেতুক উত্তেজিত না-হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.