ETV Bharat / state

বিধানসভায় পাশ 'অপরাজিতা' বিল, আরজি কর-কাণ্ডে সিবিআইয়ের কাছে বিচার চান মমতা - Aparajita Woman and Child Bill 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 2:18 PM IST

Updated : Sep 3, 2024, 3:06 PM IST

Aparajita Woman and Child Bill 2024 passed in assembly: বিধানসভায় পাশ হয়ে গেল ধর্ষণ বিরোধী 'অপরাজিতা উওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024'৷ এই দিনটা একটা ইতিহাস বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

ETV BHARAT
বিধানসভায় 'অপরাজিতা' বিল পাশ (ফাইল চিত্র)

কলকাতা, 3 সেপ্টেম্বর: বিধানসভায় পাশ হয়ে গেল ধর্ষণ বিরোধী 'অপরাজিতা উওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024'৷ এই দিনটা ইতিহাস বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তিনি বলেন, "আমরা এটা করে দেখালাম ৷ আমিও সিবিআইয়ের কাছে বিচার চাই ৷"

এদিন বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, "মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে 3 সেপ্টেম্বর একটা ঐতিহাসিক দিন । 1981 সালে এই দিনে মেয়েদের অধিকার সুরক্ষার জন্য ইউনাইটেড নেশন চালু করেছিল নারী বৈষম্য বিরোধী কমিটি । আজকের দিনটা এই দিনের সঙ্গে মিলে যাওয়ার জন্য আমি রাষ্ট্রসংঘকে ধন্যবাদ জানাই ৷ যাঁরা লড়াই করছেন তাঁদের সবাইকে সমবেদনা জানাচ্ছি, পরিবারকে সমবেদনা জানাচ্ছি । যাঁরা সারা ভারতে অত্যাচারিত হয়েছেন, তাঁদের জন্যও আমি সমবেদনা জানাচ্ছি ৷"

আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি দিতে তাঁর সরকার শুরু থেকেই বদ্ধপরিকর বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তিনি বলেন, "আমি যখন নির্যাতিতার বাড়ি যাই, তার আগে তদন্তকারী অফিসার সব তথ্য বাবা-মাকে দেখিয়ে এসেছিলেন । সোমবার তাঁদের বাড়ি গিয়েছিলাম, বলেছিলাম রবিবারের মধ্যে তদন্ত শেষ করে অভিযুক্তদের গ্রেফতার করতে যদি না-পারি, তাহলে পরের সোমবার নিজে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেব । 164 জনের টিম তৈরি হয়েছিল । ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা দেওয়ার কথা বলেছিলাম । আদালতের নির্দেশে সিবিআই হয় মঙ্গলবার । এখন আমরা সিবিআইয়ের কাছে বিচার চাই ৷ আমরা প্রথম থেকে ফাঁসি চেয়েছি । বিরোধী দলনেতা বললেন, এটা আইনে পরিণত হবে কি ? মাননীয় রাজ্যপালকে বলুন এটা সই করে দিতে । তার পর দেখুন কার্যকর হয় কি না ৷"

ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য 2013 সাল থেকে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে বলে এদিন অভিযোগ করেন মমতা ৷ তাঁর কথায়, "এখনও পর্যন্ত দ্রুত তদন্তের জন্য 3 লক্ষ 92 হাজার 620টি মামলা দায়ের হয়েছে । তার মধ্যে 3 লক্ষ 11 হাজার 479টি মামলা ডিসপোজাল হয়ে গিয়েছে ৷ আমরা 88টি ফাস্ট ট্র্যাক কোর্ট করেছি । এখনও 10টি মামলা হাইকোর্টে আছে । 52টি ডেজিগনেটেড মহিলা কোর্ট আছে । 49টি মহিলা থানা করেছি ৷"

'অপরাজিতা' বিলের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিশুদের উপর কোনও অত্যাচার হলে সাতদিনের মধ্যে সাক্ষ্য সংগ্রহ করতে হবে ৷ বর্ধিত শাস্তি, দ্রুত তদন্ত, দ্রুত ন্যায়বিচার ও কঠিন শাস্তির জন্যই এই বিল বলে জানান মমতা ৷ মহিলাদের নিরাপত্তায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও এদিন তুলে ধরেন তিনি ৷ বলেন, "মহিলা ডাক্তার বা নার্সদের যাতায়াতের জায়গায় আলো দিতে হবে, সিসিটিভি লাগাতে হবে । রেস্ট রুম করতে হবে । আমরা 100 কোটি টাকা দিয়েছি ৷ মেয়েদের 12 ঘণ্টা ডিউটি দাও । যত দ্রুত সম্ভব ছেড়ে দাও ৷"

যদিও মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন যে, "কেন এটা হবে ?" মমতা তখন বলেন, "নিরাপত্তার জন্য ।" তাঁর কথায়, রাতে কেউ কাজ করলে তাঁকে বাড়তি নিরাপত্তা দাও ৷ মুখ্যমন্ত্রী এদিন বলেন, "ধর্ষণ জাতীয় লজ্জা ৷ আসুন আমরা সবাই মিলে একমত হই ধর্ষণের বিরুদ্ধে । সমাজ সংস্কারের প্রয়োজন আছে ৷ আমরা এই অপরাধে ফাঁসি চাই ৷"

কলকাতা, 3 সেপ্টেম্বর: বিধানসভায় পাশ হয়ে গেল ধর্ষণ বিরোধী 'অপরাজিতা উওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024'৷ এই দিনটা ইতিহাস বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তিনি বলেন, "আমরা এটা করে দেখালাম ৷ আমিও সিবিআইয়ের কাছে বিচার চাই ৷"

এদিন বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, "মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে 3 সেপ্টেম্বর একটা ঐতিহাসিক দিন । 1981 সালে এই দিনে মেয়েদের অধিকার সুরক্ষার জন্য ইউনাইটেড নেশন চালু করেছিল নারী বৈষম্য বিরোধী কমিটি । আজকের দিনটা এই দিনের সঙ্গে মিলে যাওয়ার জন্য আমি রাষ্ট্রসংঘকে ধন্যবাদ জানাই ৷ যাঁরা লড়াই করছেন তাঁদের সবাইকে সমবেদনা জানাচ্ছি, পরিবারকে সমবেদনা জানাচ্ছি । যাঁরা সারা ভারতে অত্যাচারিত হয়েছেন, তাঁদের জন্যও আমি সমবেদনা জানাচ্ছি ৷"

আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি দিতে তাঁর সরকার শুরু থেকেই বদ্ধপরিকর বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তিনি বলেন, "আমি যখন নির্যাতিতার বাড়ি যাই, তার আগে তদন্তকারী অফিসার সব তথ্য বাবা-মাকে দেখিয়ে এসেছিলেন । সোমবার তাঁদের বাড়ি গিয়েছিলাম, বলেছিলাম রবিবারের মধ্যে তদন্ত শেষ করে অভিযুক্তদের গ্রেফতার করতে যদি না-পারি, তাহলে পরের সোমবার নিজে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেব । 164 জনের টিম তৈরি হয়েছিল । ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা দেওয়ার কথা বলেছিলাম । আদালতের নির্দেশে সিবিআই হয় মঙ্গলবার । এখন আমরা সিবিআইয়ের কাছে বিচার চাই ৷ আমরা প্রথম থেকে ফাঁসি চেয়েছি । বিরোধী দলনেতা বললেন, এটা আইনে পরিণত হবে কি ? মাননীয় রাজ্যপালকে বলুন এটা সই করে দিতে । তার পর দেখুন কার্যকর হয় কি না ৷"

ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য 2013 সাল থেকে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে বলে এদিন অভিযোগ করেন মমতা ৷ তাঁর কথায়, "এখনও পর্যন্ত দ্রুত তদন্তের জন্য 3 লক্ষ 92 হাজার 620টি মামলা দায়ের হয়েছে । তার মধ্যে 3 লক্ষ 11 হাজার 479টি মামলা ডিসপোজাল হয়ে গিয়েছে ৷ আমরা 88টি ফাস্ট ট্র্যাক কোর্ট করেছি । এখনও 10টি মামলা হাইকোর্টে আছে । 52টি ডেজিগনেটেড মহিলা কোর্ট আছে । 49টি মহিলা থানা করেছি ৷"

'অপরাজিতা' বিলের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিশুদের উপর কোনও অত্যাচার হলে সাতদিনের মধ্যে সাক্ষ্য সংগ্রহ করতে হবে ৷ বর্ধিত শাস্তি, দ্রুত তদন্ত, দ্রুত ন্যায়বিচার ও কঠিন শাস্তির জন্যই এই বিল বলে জানান মমতা ৷ মহিলাদের নিরাপত্তায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও এদিন তুলে ধরেন তিনি ৷ বলেন, "মহিলা ডাক্তার বা নার্সদের যাতায়াতের জায়গায় আলো দিতে হবে, সিসিটিভি লাগাতে হবে । রেস্ট রুম করতে হবে । আমরা 100 কোটি টাকা দিয়েছি ৷ মেয়েদের 12 ঘণ্টা ডিউটি দাও । যত দ্রুত সম্ভব ছেড়ে দাও ৷"

যদিও মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন যে, "কেন এটা হবে ?" মমতা তখন বলেন, "নিরাপত্তার জন্য ।" তাঁর কথায়, রাতে কেউ কাজ করলে তাঁকে বাড়তি নিরাপত্তা দাও ৷ মুখ্যমন্ত্রী এদিন বলেন, "ধর্ষণ জাতীয় লজ্জা ৷ আসুন আমরা সবাই মিলে একমত হই ধর্ষণের বিরুদ্ধে । সমাজ সংস্কারের প্রয়োজন আছে ৷ আমরা এই অপরাধে ফাঁসি চাই ৷"

Last Updated : Sep 3, 2024, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.