ETV Bharat / state

মিছিলে আটকে হুইল চেয়ারে থাকা বৃদ্ধ, নার্সিংহোমে ভর্তি করালেন মমতা

Mamata Banerjee: তাঁর মিছিলের জেরে আটকে পড়া রোগীকে নার্সিংহোমে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। তাঁর এই মানবিক আচরণে খুশি সকলেই।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 9:41 PM IST

মালদা, 31 জানুয়ারি : তখন সবেমাত্র পুলিশ লাইন ময়দান থেকে পদযাত্রা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে বাবুল সুপ্রিয়-সহ মালদা জেলা তৃণমূলের তাবড় নেতারা ৷ রাজ্যের প্রশাসনিক প্রধানের নিরাপত্তায় রাস্তার দু’ধারে দড়ি দিয়ে কর্ডন করে ফেলেছে পুলিশ ৷ দড়ি পেরিয়ে রাস্তায় নামার সাধ্য নেই কারও ৷ জনসংযোগ সারতে সারতে মুখ্যমন্ত্রী পৌঁছন শহরের বার্লো স্কুল মোড়ে ৷ ঠিক সেই সময় তাঁর নজরে পড়ে, হুইল চেয়ারে বসে রয়েছেন এক বৃদ্ধ ৷ ভিড়ের চাপে তাঁকে নিয়ে দিশেহারা বাড়ির লোকজন ৷

দেখামাত্র সেদিকে এগিয়ে যান রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ কথা বলেন বৃদ্ধের সঙ্গে ৷ উপস্থিত পুলিশকর্মীদের নির্দেশ দেন, বৃদ্ধকে যেন তাড়াতাড়ি কাছাকাছি কোনও নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷ পুলিশ সঙ্গে সঙ্গেই ওই বৃদ্ধকে সেখান থেকে 50 মিটার দূরে থাকা একটি নার্সিংহোমে নিয়ে যায় ৷ পরে জানা যায়, ওই বৃদ্ধকে সেই নার্সিংহোমেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তাঁকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না ৷

জানা গিয়েছে, বৃদ্ধের নাম বীরা প্রসাদ ৷ বয়স 83 বছর ৷ তিনি রতুয়ার শ্রীকান্তটোলা এলাকার বাসিন্দা ৷ বেশ কয়েকদিন ধরে তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছেন ৷ তাঁর হৃদযন্ত্রের সমস্যাও রয়েছে ৷ এদিন বাড়ির লোকজন তাঁকে চিকিৎসার জন্য মালদা শহরে নিয়ে এসেছিলেন ৷ শহরের এক বিশিষ্ট চিকিৎসক বৃদ্ধের চিকিৎসা করেন ৷ তিনি ওই নার্সিংহোমেই রোগী দেখেন ৷ তাঁর কাছেই বৃদ্ধকে নিয়ে যাওয়া হচ্ছিল ৷

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশকর্মী বলেন, "মুখ্যমন্ত্রী বার্লো স্কুল মোড়ে উপস্থিত হওয়ার কয়েক মিনিট আগে ওই বৃদ্ধকে হুইল চেয়ারে করে সেখানে নিয়ে আসা হয়েছিল ৷ আমরা তাঁকে নার্সিংহোমে নিয়ে যাওয়ারই চেষ্টা করছিলাম ৷ তখনই মুখ্যমন্ত্রী বিষয়টি নজর করে এগিয়ে আসেন ৷ বৃদ্ধ ও তাঁর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন ৷ আমরা সঙ্গে সঙ্গেই বৃদ্ধকে নার্সিংহোমে নিয়ে গিয়েছি ৷

মুখ্যমন্ত্রীর এই মানবিকতায় বাকরুদ্ধ বৃদ্ধের পরিবারের সদস্য উমা প্রসাদ ৷ তিনি বলেন, "দিদি যে এতকিছু নজরে রাখেন, তা আগে জানতাম না ৷ মুখ্যমন্ত্রী হয়েও তিনি আজ আমাদের দিকে এগিয়ে এসেছেন ৷ দাদুকে নার্সিং হোমে নিয়ে যেতে সাহায্য করেছেন ৷ তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা আরও বেড়ে গেল ৷”

আরও পড়ুন:

  1. বাংলায় নয়, রাহুলের গাড়ির কাঁচ ভেঙেছে বিহারে; দাবি মমতার
  2. গঙ্গার ভাঙন রোধের কাজ নিয়ে মুখ্যমন্ত্রী কিছু না-বলায় হতাশ মালদাবাসী
  3. সিপিএমের জন্য কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, অভিযোগ মমতা

মালদা, 31 জানুয়ারি : তখন সবেমাত্র পুলিশ লাইন ময়দান থেকে পদযাত্রা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে বাবুল সুপ্রিয়-সহ মালদা জেলা তৃণমূলের তাবড় নেতারা ৷ রাজ্যের প্রশাসনিক প্রধানের নিরাপত্তায় রাস্তার দু’ধারে দড়ি দিয়ে কর্ডন করে ফেলেছে পুলিশ ৷ দড়ি পেরিয়ে রাস্তায় নামার সাধ্য নেই কারও ৷ জনসংযোগ সারতে সারতে মুখ্যমন্ত্রী পৌঁছন শহরের বার্লো স্কুল মোড়ে ৷ ঠিক সেই সময় তাঁর নজরে পড়ে, হুইল চেয়ারে বসে রয়েছেন এক বৃদ্ধ ৷ ভিড়ের চাপে তাঁকে নিয়ে দিশেহারা বাড়ির লোকজন ৷

দেখামাত্র সেদিকে এগিয়ে যান রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ কথা বলেন বৃদ্ধের সঙ্গে ৷ উপস্থিত পুলিশকর্মীদের নির্দেশ দেন, বৃদ্ধকে যেন তাড়াতাড়ি কাছাকাছি কোনও নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷ পুলিশ সঙ্গে সঙ্গেই ওই বৃদ্ধকে সেখান থেকে 50 মিটার দূরে থাকা একটি নার্সিংহোমে নিয়ে যায় ৷ পরে জানা যায়, ওই বৃদ্ধকে সেই নার্সিংহোমেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তাঁকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না ৷

জানা গিয়েছে, বৃদ্ধের নাম বীরা প্রসাদ ৷ বয়স 83 বছর ৷ তিনি রতুয়ার শ্রীকান্তটোলা এলাকার বাসিন্দা ৷ বেশ কয়েকদিন ধরে তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছেন ৷ তাঁর হৃদযন্ত্রের সমস্যাও রয়েছে ৷ এদিন বাড়ির লোকজন তাঁকে চিকিৎসার জন্য মালদা শহরে নিয়ে এসেছিলেন ৷ শহরের এক বিশিষ্ট চিকিৎসক বৃদ্ধের চিকিৎসা করেন ৷ তিনি ওই নার্সিংহোমেই রোগী দেখেন ৷ তাঁর কাছেই বৃদ্ধকে নিয়ে যাওয়া হচ্ছিল ৷

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশকর্মী বলেন, "মুখ্যমন্ত্রী বার্লো স্কুল মোড়ে উপস্থিত হওয়ার কয়েক মিনিট আগে ওই বৃদ্ধকে হুইল চেয়ারে করে সেখানে নিয়ে আসা হয়েছিল ৷ আমরা তাঁকে নার্সিংহোমে নিয়ে যাওয়ারই চেষ্টা করছিলাম ৷ তখনই মুখ্যমন্ত্রী বিষয়টি নজর করে এগিয়ে আসেন ৷ বৃদ্ধ ও তাঁর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন ৷ আমরা সঙ্গে সঙ্গেই বৃদ্ধকে নার্সিংহোমে নিয়ে গিয়েছি ৷

মুখ্যমন্ত্রীর এই মানবিকতায় বাকরুদ্ধ বৃদ্ধের পরিবারের সদস্য উমা প্রসাদ ৷ তিনি বলেন, "দিদি যে এতকিছু নজরে রাখেন, তা আগে জানতাম না ৷ মুখ্যমন্ত্রী হয়েও তিনি আজ আমাদের দিকে এগিয়ে এসেছেন ৷ দাদুকে নার্সিং হোমে নিয়ে যেতে সাহায্য করেছেন ৷ তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা আরও বেড়ে গেল ৷”

আরও পড়ুন:

  1. বাংলায় নয়, রাহুলের গাড়ির কাঁচ ভেঙেছে বিহারে; দাবি মমতার
  2. গঙ্গার ভাঙন রোধের কাজ নিয়ে মুখ্যমন্ত্রী কিছু না-বলায় হতাশ মালদাবাসী
  3. সিপিএমের জন্য কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, অভিযোগ মমতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.