ETV Bharat / state

রামনবমীতে হিংসা ছড়াতে পারে বিজেপি, আশঙ্কা প্রকাশ করে প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মমতার - Mamata Banerjee - MAMATA BANERJEE

Mamata Banerjee: আগামী 19 এপ্রিল কোচবিহার লোকসভা আসনে ভোট ৷ তার আগে সোমবার সেখানে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সভা থেকে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে আগামী 17 এপ্রিল রামনবমীর দিন হিংসা ছড়াতে পারে বিজেপি ৷ তাই তিনি কাউকে এই নিয়ে প্ররোচনায় পা না দেওয়ার কথা বলেছেন ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 2:02 PM IST

Updated : Apr 15, 2024, 2:46 PM IST

কোচবিহার, 15 এপ্রিল: রামনবমীতে হিংসা ছড়াতে পারে বিজেপি ৷ সোমবার কোচবিহারে নির্বাচনী জনসভা থেকে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই তাঁর বার্তা, ‘‘কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না ।’’

কোচবিহার লোকসভা আসনে ভোট আগামী 19 এপ্রিল ৷ সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ৷ তাঁর সমর্থনে সোমবার সভা হয় কোচবিহারের রাসমেলা ময়দানে ৷ সেই সভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘17 তারিখ ওদের হিংসা ছড়ানোর দিন । কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না ।’’

এখানে অবশ্য তিনি কোনও রাজনৈতিক দলের নাম বলেননি ৷ তবে তা তাঁর নিশানা যে বিজেপিই, তা বলার অপেক্ষা রাখে না ৷ কারণ, তিনি এই কথা বলার পরই এনআইএ-র অপব্য়বহারের অভিযোগ তুলে সরব হন ৷ মমতা বলেন, ‘‘ওরা চায় হিংসা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোট করাতে । ভোটের আগে ওরা হিংসা ছড়াতে পারে । হিংসায় যাবেন না ।’’

উল্লেখ্য, গত বছর রামনবমীর দিন রাজ্য়ের বেশ কয়েকটি হিংসার ঘটনা ঘটে ৷ এই নিয়ে বিজেপিকেই কাঠগড়ায় তুলেছিল তৃণমূল ৷ সেই ঘটনাগুলিতে আদালতের নির্দেশে এনআইএ তদন্ত করছে ৷ তবে তদন্তের নামে এনআইএ-কে বিজেপি অপব্যবহার করছে বলে বারবার অভিযোগ করেছে তৃণমূল ৷ এ দিনও কার্যত সেই অভিযোগই শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷

এ দিন মমতা সরব হন কোচবিহারের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী তথা এবার ওই আসনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধেও৷ মমতা বলেন, ‘‘আপনাকে গালিও যদি দেয়, কোনও সাড়া দেবেন না । আপনার এখানকার যিনি প্রার্থী, তিনি গুন্ডা সর্দার । গুন্ডার মাফিয়া তিনি । শীতলকুচির মতো গুলি চালিয়ে দেবে । আবার আপনাদের বিপদে ফেলবে । সংখ্যালঘু ভাইবোনদের বলছি, আপনাকে গালি দেবে ৷ আপনারা প্রার্থনা করবেন যাতে ওরা চলে যায় ।’’

এছাড়া একাধিক ইস্যুতে তিনি বিজেপির সমালোচনা করেন ৷ মমতার প্রশ্ন, ‘‘ভিভিপ্যাটে চিপ কেন লাগাচ্ছে জানতে চাই ?’’ তিনি বিজেপির ইস্তাহার নিয়েও সমালোচনা করেন ৷ মমতা বলেন, ‘‘ম্যানিফেস্টোতে কী বলেছে দেখেছেন ! আমি যেটা আগেই বলেছিলাম ৷ মাছের মাথাটা ক্যা । দেশটা বেচে দিচ্ছে । তফশিলিদের অধিকার থাকবে না । সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না । আপনি কী খাবেন লিখে দেবে । লিখে দেবে সকালে চায়ের সাথে গোমূত্র খাবেন । গোবরের সঙ্গে মিশিয়ে খাও ।রাত্রে কী খাবেন, কতক্ষণ ঘুমোবেন, তাও ঠিক করে দেবে ।’’

বিজেপির সমালোচনায় তৃণমূল নেত্রী আরও বলেন, ‘‘আজ এই সরকার যদি থাকে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবে । রাজ্যগুলো থাকবে না । এক নায়কতন্ত্র, স্বৈরনায়ক তৈরি হবে । ওয়ান নেশন ওয়ান খানা । যা বলবে তাই হবে । পরিষ্কার বলছি, মনে রাখবেন এই নির্বাচন অন্য নির্বাচন ৷ দেশকে যদি স্বাধীন রাখতে হয়, দেশের স্বাধীনতা রাখতে হলে বিজেপি হটাও দেশ বাঁচাও । আজ ইতিহাস-ভূগোল গুলিয়ে দিয়েছে । পুলিশকে গেরুয়া পোশাক পরাচ্ছে । সাধুরা যাবেন কোথায় ? কেন করবে ? এসব চলছে ৷ খুব সাংঘাতিক সময় দেশের । ভোট এলেই যুদ্ধ যুদ্ধ খেলবে ।’’

মমতা প্রশ্ন তোলেন, ‘‘রাজবংশীদের নিয়ে কী করেছেন ? আমি তো স্কুল করছি । ভাষার স্বীকৃতি দিয়েছি । কালচারাল বোর্ড করেছি । জয়ী সেতু করেছি । কোচবিহার হেরিটেজ টাউন আমরা করেছি । বাংলা সরকার ভোটের পর 11 লক্ষ মানুষকে বাড়ি করে দেবে ।’’

তাঁর অভিযোগ, ‘‘সারাক্ষণ গুন্ডা নিয়ে ঘুরছে । 17 তারিখ বিকেল পাঁচটার পর কোনও মিটিং প্রচার হবে না । এটা মাথায় রাখবেন । তাই বলছি, যা ইচ্ছে করো জেনে রাখো সব টাকা কেটে নিয়ে যাচ্ছো তোমরা । আয়ুষ্মান যদি করেন, একটা স্কুটার যাদের আছে, তাঁরা পাবেন না । আমরা স্বাস্থ্যসাথী করেছি৷ সবাই পাচ্ছে ।’’

উত্তরবঙ্গের জন্য উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি সিএএ নিয়ে বিজেপির সমালোচনা করেন মমতা ৷ পাশাপাশি অভিষেকের কপ্টারে আয়কর দফতরের হানা নিয়েও তিনি সরব হন ৷ মমতা বলেন, ‘‘অভিষেকের একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল । সেখানে গিয়েছিল চেকিং করতে । আমরা এসব নিয়ে ঘুরি না । আমাদের ঘোরার প্রয়োজন পড়ে না । যখন কিছু থাকবে না । আঁচল পাতব । আমি জিনিসের দাম বাড়াই না । সবচেয়ে বেশি জিনিসের দাম বাড়িয়েছে কেন্দ্র সরকার ।’’

একই সঙ্গে তিনি কোচবিহারের বাসিন্দাদের বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার সব শুভ কাজে কোচবিহার ঘুরে যাই । কোচবিহার আমাদের প্রস্টিজিয়াস সিট । এটা নম্বর ওয়ান সিট । বিজেপিকে হারাবোই এই শপথ মনে নিন ।’’

আরও পড়ুন:

  1. 'বিজেপি ক্ষমতায় এলে গোমূত্র-গোবর খেতে হবে', কোচবিহারের জনসভা থেকে সোচ্চার মমতা
  2. 200 পার করে দেখান, তারপর সাঁতার কাটবেন, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার
  3. ভোটের পর ‘ইন্ডিয়া’ জোট নিয়ে ভাবব, ডাবগ্রামে বার্তা মমতার

কোচবিহার, 15 এপ্রিল: রামনবমীতে হিংসা ছড়াতে পারে বিজেপি ৷ সোমবার কোচবিহারে নির্বাচনী জনসভা থেকে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই তাঁর বার্তা, ‘‘কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না ।’’

কোচবিহার লোকসভা আসনে ভোট আগামী 19 এপ্রিল ৷ সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ৷ তাঁর সমর্থনে সোমবার সভা হয় কোচবিহারের রাসমেলা ময়দানে ৷ সেই সভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘17 তারিখ ওদের হিংসা ছড়ানোর দিন । কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না ।’’

এখানে অবশ্য তিনি কোনও রাজনৈতিক দলের নাম বলেননি ৷ তবে তা তাঁর নিশানা যে বিজেপিই, তা বলার অপেক্ষা রাখে না ৷ কারণ, তিনি এই কথা বলার পরই এনআইএ-র অপব্য়বহারের অভিযোগ তুলে সরব হন ৷ মমতা বলেন, ‘‘ওরা চায় হিংসা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোট করাতে । ভোটের আগে ওরা হিংসা ছড়াতে পারে । হিংসায় যাবেন না ।’’

উল্লেখ্য, গত বছর রামনবমীর দিন রাজ্য়ের বেশ কয়েকটি হিংসার ঘটনা ঘটে ৷ এই নিয়ে বিজেপিকেই কাঠগড়ায় তুলেছিল তৃণমূল ৷ সেই ঘটনাগুলিতে আদালতের নির্দেশে এনআইএ তদন্ত করছে ৷ তবে তদন্তের নামে এনআইএ-কে বিজেপি অপব্যবহার করছে বলে বারবার অভিযোগ করেছে তৃণমূল ৷ এ দিনও কার্যত সেই অভিযোগই শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷

এ দিন মমতা সরব হন কোচবিহারের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী তথা এবার ওই আসনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধেও৷ মমতা বলেন, ‘‘আপনাকে গালিও যদি দেয়, কোনও সাড়া দেবেন না । আপনার এখানকার যিনি প্রার্থী, তিনি গুন্ডা সর্দার । গুন্ডার মাফিয়া তিনি । শীতলকুচির মতো গুলি চালিয়ে দেবে । আবার আপনাদের বিপদে ফেলবে । সংখ্যালঘু ভাইবোনদের বলছি, আপনাকে গালি দেবে ৷ আপনারা প্রার্থনা করবেন যাতে ওরা চলে যায় ।’’

এছাড়া একাধিক ইস্যুতে তিনি বিজেপির সমালোচনা করেন ৷ মমতার প্রশ্ন, ‘‘ভিভিপ্যাটে চিপ কেন লাগাচ্ছে জানতে চাই ?’’ তিনি বিজেপির ইস্তাহার নিয়েও সমালোচনা করেন ৷ মমতা বলেন, ‘‘ম্যানিফেস্টোতে কী বলেছে দেখেছেন ! আমি যেটা আগেই বলেছিলাম ৷ মাছের মাথাটা ক্যা । দেশটা বেচে দিচ্ছে । তফশিলিদের অধিকার থাকবে না । সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না । আপনি কী খাবেন লিখে দেবে । লিখে দেবে সকালে চায়ের সাথে গোমূত্র খাবেন । গোবরের সঙ্গে মিশিয়ে খাও ।রাত্রে কী খাবেন, কতক্ষণ ঘুমোবেন, তাও ঠিক করে দেবে ।’’

বিজেপির সমালোচনায় তৃণমূল নেত্রী আরও বলেন, ‘‘আজ এই সরকার যদি থাকে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবে । রাজ্যগুলো থাকবে না । এক নায়কতন্ত্র, স্বৈরনায়ক তৈরি হবে । ওয়ান নেশন ওয়ান খানা । যা বলবে তাই হবে । পরিষ্কার বলছি, মনে রাখবেন এই নির্বাচন অন্য নির্বাচন ৷ দেশকে যদি স্বাধীন রাখতে হয়, দেশের স্বাধীনতা রাখতে হলে বিজেপি হটাও দেশ বাঁচাও । আজ ইতিহাস-ভূগোল গুলিয়ে দিয়েছে । পুলিশকে গেরুয়া পোশাক পরাচ্ছে । সাধুরা যাবেন কোথায় ? কেন করবে ? এসব চলছে ৷ খুব সাংঘাতিক সময় দেশের । ভোট এলেই যুদ্ধ যুদ্ধ খেলবে ।’’

মমতা প্রশ্ন তোলেন, ‘‘রাজবংশীদের নিয়ে কী করেছেন ? আমি তো স্কুল করছি । ভাষার স্বীকৃতি দিয়েছি । কালচারাল বোর্ড করেছি । জয়ী সেতু করেছি । কোচবিহার হেরিটেজ টাউন আমরা করেছি । বাংলা সরকার ভোটের পর 11 লক্ষ মানুষকে বাড়ি করে দেবে ।’’

তাঁর অভিযোগ, ‘‘সারাক্ষণ গুন্ডা নিয়ে ঘুরছে । 17 তারিখ বিকেল পাঁচটার পর কোনও মিটিং প্রচার হবে না । এটা মাথায় রাখবেন । তাই বলছি, যা ইচ্ছে করো জেনে রাখো সব টাকা কেটে নিয়ে যাচ্ছো তোমরা । আয়ুষ্মান যদি করেন, একটা স্কুটার যাদের আছে, তাঁরা পাবেন না । আমরা স্বাস্থ্যসাথী করেছি৷ সবাই পাচ্ছে ।’’

উত্তরবঙ্গের জন্য উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি সিএএ নিয়ে বিজেপির সমালোচনা করেন মমতা ৷ পাশাপাশি অভিষেকের কপ্টারে আয়কর দফতরের হানা নিয়েও তিনি সরব হন ৷ মমতা বলেন, ‘‘অভিষেকের একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল । সেখানে গিয়েছিল চেকিং করতে । আমরা এসব নিয়ে ঘুরি না । আমাদের ঘোরার প্রয়োজন পড়ে না । যখন কিছু থাকবে না । আঁচল পাতব । আমি জিনিসের দাম বাড়াই না । সবচেয়ে বেশি জিনিসের দাম বাড়িয়েছে কেন্দ্র সরকার ।’’

একই সঙ্গে তিনি কোচবিহারের বাসিন্দাদের বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার সব শুভ কাজে কোচবিহার ঘুরে যাই । কোচবিহার আমাদের প্রস্টিজিয়াস সিট । এটা নম্বর ওয়ান সিট । বিজেপিকে হারাবোই এই শপথ মনে নিন ।’’

আরও পড়ুন:

  1. 'বিজেপি ক্ষমতায় এলে গোমূত্র-গোবর খেতে হবে', কোচবিহারের জনসভা থেকে সোচ্চার মমতা
  2. 200 পার করে দেখান, তারপর সাঁতার কাটবেন, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার
  3. ভোটের পর ‘ইন্ডিয়া’ জোট নিয়ে ভাবব, ডাবগ্রামে বার্তা মমতার
Last Updated : Apr 15, 2024, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.