ETV Bharat / state

শীতলকুচি কাণ্ডে 'বলির পাঁঠা' বানিয়ে ফাঁসানোর নিদান! মমতার বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি প্রার্থী - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024 EXCLUSIVE: প্রথমে আইপিএস পদে ইস্তফা ৷ তারপর নিঃশব্দে বিজেপিতে যোগদান ও বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হওয়া প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের ৷ শীতলকুচি কাণ্ডের সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন তিনি ৷ কী হয়েছিল সেদিন ? ইটিভি ভারতের সামনে অকপট বিজেপি প্রার্থী ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 9:55 PM IST

Updated : Apr 3, 2024, 4:16 PM IST

মমতার বিরুদ্ধে বিস্ফোরক বীরভূমের বিজেপি প্রার্থী

রামপুরহাট, 2 এপ্রিল: শীতলকুচি কাণ্ডে 'বলির পাঁঠা' করে অপদস্ত করা হয়েছে তাঁকে ! বিস্ফোরক প্রাক্তন আইপিএস তথা বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর ৷ 2021 বিধানসভা ভোটের সময় শীতলকুচি কাণ্ড থেকে শুরু করে, বিজেপিতে যোগ দেওয়ার কারণ, ইটিভি ভারতের মুখোমুখি হয়ে অকপট 2010 ব্যাচের আইপিএস ৷ তাঁর অভিযোগ শীতলকুচি ঘটনার পর রাজ্যের প্রশাসনের শীর্ষে থাকা ব্যক্তি বলেছিলেন, "এই অফিসারকে ফাঁসাও ৷" পুলিশের চাকরিতে কার্যত হেনস্তার শিকার হয়েই তাঁর ইস্তফা দেওয়া ৷

2001 সাল থেকে 2004 পর্যন্ত বাঁকুড়ার বিভিন্ন জায়গায় জয়েন্ট বিডিও পদে কাজ করেছেন দেবাশিস ধর ৷ 2004 সালে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দেন ৷ পরে 2010 ব্যাচে আইপিএস ৷ জানা গিয়েছে, ছাত্র জীবনে এসএফআই করতেন ৷ 'বামমনস্ক' এই পুলিশ অফিসার 2021 সালে প্রথম বিতর্কে জড়ান ৷ রাজ্য বিধানসভা নির্বাচনের সময় তিনি কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন ৷ শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীরগুলিতে 4 জনের মৃত্যু হয় ৷

তবে, সেই ঘটনায় পুলিশ সুপারের রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছিল রাজ্য সরকার ৷ এরপরেই তাঁকে সাসপেন্ড করে, কমপালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল ৷ মাঝে তিনবছর লোকচক্ষুর আড়ালে ছিলেন তিনি ৷ আর লোকসভা নির্বাচনের আগে হঠাৎই, পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন আইপিএস দেবাশিস ধর ৷ আর তার কিছুদিনের মধ্যেই বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী তিনি ৷ প্রচারের প্রথমদিনে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন ৷ এরই ফাঁকে ইটিভি ভারতের মুখোমুখি হলেন প্রাক্তন পুলিশকর্তা ৷

ETV BHARAT
মমতার বিরুদ্ধে বিস্ফোরক দেবাশিস ধর

ইটিভি ভারত- পুলিশের চাকরি ছেড়ে বিজেপিতে কেন?

দেবাশিস ধর- "তিন বছরের যে জার্নি তাতেই মনস্থির করেছিলাম পুলিশের চাকরি ছেড়ে দেব ৷ মেডিক্যাল চাইলেও মিলছিল না, একটার পর একটা হেনস্থা। রাজনীতিতে না-এলেও পুলিশের চাকরি করতাম না।"

ইটিভি ভারত- আপনাকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে দেখা যায়নি ৷ পুলিশের চাকরি ছেড়েই প্রার্থী ৷ আগের থেকেই কি বিজেপি করতেন ?

দেবাশিস ধর- এটা আমাদের অফিসিয়াল সিদ্ধান্ত ৷ আমাদের নেতৃত্ব ভার্চুয়ালিই সব করেছে ৷ আজকাল ভার্চুয়ালিই সব কাজ হয় ৷ আমাকেও রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব সব কাজ ভার্চুয়ালি করিয়েছেন ৷

ইটিভি ভারত- শীতলকুচি কাণ্ড ও আপনার সম্পত্তি নিয়ে সিআইডি তদন্তও চলছে ৷ এসব থেকে গা বাঁচাতেই কি বিজেপিতে যোগ দিয়েছেন ?

দেবাশিস ধর- এটা ভালো হয়েছে ৷ আমার কথাগুলো আমি সঠিকভাবে বলতে পারছিলাম না ৷ আমার সম্পত্তি যদি মাইনাস দু’শো শতাংশ থেকে বাড়িয়ে প্লাস 200 শতাংশ করে দেওয়া হয়, কাহলে কি করা যাবে ! এই সরকারের বিরুদ্ধে যেই কথা বলেছে, তারই বিরুদ্ধে এই রকম মিথ্যা সাজানো হয়েছে ৷ এতদিন এগুলি সামনে আসেনি ৷ এতদিন সংখ্যালঘু মানুষদের বোকা বানিয়ে, তাদের লাশকে ভোট ব্যাঙ্ক বানিয়েছে ৷ এই বগটুয়ে মানুষকে পুড়িয়ে মেরেছে ৷ গাজার যুদ্ধের মতো, সাধারণ মানুষ একদিকে, আর সরকার এক দিকে ৷ সরকার যতসব গুন্ডামি চাপা দিয়েছে ৷ শাহজাহান, জাহাঙ্গীর সব এখন বেরোচ্ছে ৷

ইটিভি ভারত- সেদিন শীতলকুচিতে ঠিক কী ঘটেছিল ? আপনাকে রিপোর্ট দিতে কি চাপ সৃষ্টি করা হয়েছিল ?

দেবাশিস ধর- রিপোর্ট আমি একা দিইনি ৷ সেদিন সকালে আনন্দ বর্মা মারা গিয়েছিলেন ৷ তাঁর রিপোর্ট বানাচ্ছিলাম নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ৷ ঘটনা ঘটার পর স্পটে গিয়েছিল আইসি, এসডিপিও, ডিআইজি, অবজারভার, এডিএম, বিডিও ৷ তাঁরা যে রিপোর্ট পেশ করেছিল, তার উপর ভিত্তি করে আমি ও ডিএম যৌথ সই করে রিপোর্ট দিয়েছিলাম ৷ আমি জানি না পূর্বজন্মের কী শত্রুতা ছিল, আমাকে বলিরপাঁঠা করে এইভাবে অপদস্ত করা হয় ৷ আমি তো প্রশাসনের একটা অঙ্গ ৷ যিনি প্রশাসনের শীর্ষে আছেন, যিনি সরকারটা চালান, তিনি কী করে বলতে পারেন, 'এই অফিসারকে ফাঁসাও' ৷ ফাঁসানোর অর্থ কি হতে পারে ?

ইটিভি ভারত- সেই আক্ষেপ থেকেই কি বিজেপিতে ?

দেবাশিস ধর- সেই আক্ষেপ থেকে বিজেপিতে, তা নয় ৷ আমি বিজেপি পার্টির মতাদর্শে বিশ্বাস করি ৷ আমি সনাতন ধর্মী ৷ ভারতবর্ষ আজ যে দিকে যাচ্ছে, সেখানে বিজেপি নিয়ে গিয়েছে ৷

ইটিভি ভারত- ছাত্র জীবনে এসএফআই করতেন, এখন বিজেপি ৷ দুটো মতাদর্শ তো সম্পূর্ণ ভিন্ন ৷

দেবাশিস ধর- ছাত্র জীবনে এসএফআই করতাম এটা সম্পূর্ণ ভুল ৷ কলেজে তখন এসএফআই ছাড়া কোন দল ছিল না ৷ তারা বন্ধুর মতো ছিল, চাঁদা চাইলে দিতাম এটুকুই ৷ তাদের কোন কর্মসূচিতে অংশগ্রহণ করিনি ৷ বরাবরই আমি হিন্দুত্ববাদে বিশ্বাস করি ৷

ইটিভি ভারত- অনুব্রত-গড় বীরভূম থেকে বিজেপির প্রার্থী আপনি ৷ তিনবারের জয়ী সাংসদের সঙ্গে কীসের ভিত্তিতে লড়াই করবেন ? লড়াইটা কতটা কঠিন ?

দেবাশিস ধর- লড়াইটা ওনার জন্য (শতাব্দী রায়) খুবই কঠিন ৷ অলরেডি টেনশনে ভুলভাল বকছেন উনি ৷ উনি ভাবুন, ওনার উইকেট কীভাবে বাঁচাবেন ! মানুষ মোদিজীকে দেখে ভোট দেবে ৷ সেন্ট্রালের বহু স্কিম এখানকার মানুষ পাচ্ছেন না ৷ আমাদের সরকার পশ্চিমবঙ্গকে 6 লক্ষ কোটির দেনা থেকে বের করে এনে নতুন সূর্য দেখাবে ৷

আরও পড়ুন:

  1. 500 টাকার প্রতিশ্রুতি দিই না, ভবিষ্যতে পাশে থাকার বার্তা সুজনের
  2. বামেরাই বুর্জোয়াদের প্রধান বিরোধী, দেশ বাঁচাতে চাই লাল ঝান্ডা: মীনাক্ষী
  3. জলপাইগুড়িতে ভোটের ইস্যু ‘বাংলাদেশ’! তেঁতুলিয়া করিডর চালুর প্রতিশ্রুতি বিজেপির জয়ন্ত রায়ের

মমতার বিরুদ্ধে বিস্ফোরক বীরভূমের বিজেপি প্রার্থী

রামপুরহাট, 2 এপ্রিল: শীতলকুচি কাণ্ডে 'বলির পাঁঠা' করে অপদস্ত করা হয়েছে তাঁকে ! বিস্ফোরক প্রাক্তন আইপিএস তথা বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর ৷ 2021 বিধানসভা ভোটের সময় শীতলকুচি কাণ্ড থেকে শুরু করে, বিজেপিতে যোগ দেওয়ার কারণ, ইটিভি ভারতের মুখোমুখি হয়ে অকপট 2010 ব্যাচের আইপিএস ৷ তাঁর অভিযোগ শীতলকুচি ঘটনার পর রাজ্যের প্রশাসনের শীর্ষে থাকা ব্যক্তি বলেছিলেন, "এই অফিসারকে ফাঁসাও ৷" পুলিশের চাকরিতে কার্যত হেনস্তার শিকার হয়েই তাঁর ইস্তফা দেওয়া ৷

2001 সাল থেকে 2004 পর্যন্ত বাঁকুড়ার বিভিন্ন জায়গায় জয়েন্ট বিডিও পদে কাজ করেছেন দেবাশিস ধর ৷ 2004 সালে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দেন ৷ পরে 2010 ব্যাচে আইপিএস ৷ জানা গিয়েছে, ছাত্র জীবনে এসএফআই করতেন ৷ 'বামমনস্ক' এই পুলিশ অফিসার 2021 সালে প্রথম বিতর্কে জড়ান ৷ রাজ্য বিধানসভা নির্বাচনের সময় তিনি কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন ৷ শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীরগুলিতে 4 জনের মৃত্যু হয় ৷

তবে, সেই ঘটনায় পুলিশ সুপারের রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছিল রাজ্য সরকার ৷ এরপরেই তাঁকে সাসপেন্ড করে, কমপালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল ৷ মাঝে তিনবছর লোকচক্ষুর আড়ালে ছিলেন তিনি ৷ আর লোকসভা নির্বাচনের আগে হঠাৎই, পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন আইপিএস দেবাশিস ধর ৷ আর তার কিছুদিনের মধ্যেই বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী তিনি ৷ প্রচারের প্রথমদিনে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন ৷ এরই ফাঁকে ইটিভি ভারতের মুখোমুখি হলেন প্রাক্তন পুলিশকর্তা ৷

ETV BHARAT
মমতার বিরুদ্ধে বিস্ফোরক দেবাশিস ধর

ইটিভি ভারত- পুলিশের চাকরি ছেড়ে বিজেপিতে কেন?

দেবাশিস ধর- "তিন বছরের যে জার্নি তাতেই মনস্থির করেছিলাম পুলিশের চাকরি ছেড়ে দেব ৷ মেডিক্যাল চাইলেও মিলছিল না, একটার পর একটা হেনস্থা। রাজনীতিতে না-এলেও পুলিশের চাকরি করতাম না।"

ইটিভি ভারত- আপনাকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে দেখা যায়নি ৷ পুলিশের চাকরি ছেড়েই প্রার্থী ৷ আগের থেকেই কি বিজেপি করতেন ?

দেবাশিস ধর- এটা আমাদের অফিসিয়াল সিদ্ধান্ত ৷ আমাদের নেতৃত্ব ভার্চুয়ালিই সব করেছে ৷ আজকাল ভার্চুয়ালিই সব কাজ হয় ৷ আমাকেও রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব সব কাজ ভার্চুয়ালি করিয়েছেন ৷

ইটিভি ভারত- শীতলকুচি কাণ্ড ও আপনার সম্পত্তি নিয়ে সিআইডি তদন্তও চলছে ৷ এসব থেকে গা বাঁচাতেই কি বিজেপিতে যোগ দিয়েছেন ?

দেবাশিস ধর- এটা ভালো হয়েছে ৷ আমার কথাগুলো আমি সঠিকভাবে বলতে পারছিলাম না ৷ আমার সম্পত্তি যদি মাইনাস দু’শো শতাংশ থেকে বাড়িয়ে প্লাস 200 শতাংশ করে দেওয়া হয়, কাহলে কি করা যাবে ! এই সরকারের বিরুদ্ধে যেই কথা বলেছে, তারই বিরুদ্ধে এই রকম মিথ্যা সাজানো হয়েছে ৷ এতদিন এগুলি সামনে আসেনি ৷ এতদিন সংখ্যালঘু মানুষদের বোকা বানিয়ে, তাদের লাশকে ভোট ব্যাঙ্ক বানিয়েছে ৷ এই বগটুয়ে মানুষকে পুড়িয়ে মেরেছে ৷ গাজার যুদ্ধের মতো, সাধারণ মানুষ একদিকে, আর সরকার এক দিকে ৷ সরকার যতসব গুন্ডামি চাপা দিয়েছে ৷ শাহজাহান, জাহাঙ্গীর সব এখন বেরোচ্ছে ৷

ইটিভি ভারত- সেদিন শীতলকুচিতে ঠিক কী ঘটেছিল ? আপনাকে রিপোর্ট দিতে কি চাপ সৃষ্টি করা হয়েছিল ?

দেবাশিস ধর- রিপোর্ট আমি একা দিইনি ৷ সেদিন সকালে আনন্দ বর্মা মারা গিয়েছিলেন ৷ তাঁর রিপোর্ট বানাচ্ছিলাম নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ৷ ঘটনা ঘটার পর স্পটে গিয়েছিল আইসি, এসডিপিও, ডিআইজি, অবজারভার, এডিএম, বিডিও ৷ তাঁরা যে রিপোর্ট পেশ করেছিল, তার উপর ভিত্তি করে আমি ও ডিএম যৌথ সই করে রিপোর্ট দিয়েছিলাম ৷ আমি জানি না পূর্বজন্মের কী শত্রুতা ছিল, আমাকে বলিরপাঁঠা করে এইভাবে অপদস্ত করা হয় ৷ আমি তো প্রশাসনের একটা অঙ্গ ৷ যিনি প্রশাসনের শীর্ষে আছেন, যিনি সরকারটা চালান, তিনি কী করে বলতে পারেন, 'এই অফিসারকে ফাঁসাও' ৷ ফাঁসানোর অর্থ কি হতে পারে ?

ইটিভি ভারত- সেই আক্ষেপ থেকেই কি বিজেপিতে ?

দেবাশিস ধর- সেই আক্ষেপ থেকে বিজেপিতে, তা নয় ৷ আমি বিজেপি পার্টির মতাদর্শে বিশ্বাস করি ৷ আমি সনাতন ধর্মী ৷ ভারতবর্ষ আজ যে দিকে যাচ্ছে, সেখানে বিজেপি নিয়ে গিয়েছে ৷

ইটিভি ভারত- ছাত্র জীবনে এসএফআই করতেন, এখন বিজেপি ৷ দুটো মতাদর্শ তো সম্পূর্ণ ভিন্ন ৷

দেবাশিস ধর- ছাত্র জীবনে এসএফআই করতাম এটা সম্পূর্ণ ভুল ৷ কলেজে তখন এসএফআই ছাড়া কোন দল ছিল না ৷ তারা বন্ধুর মতো ছিল, চাঁদা চাইলে দিতাম এটুকুই ৷ তাদের কোন কর্মসূচিতে অংশগ্রহণ করিনি ৷ বরাবরই আমি হিন্দুত্ববাদে বিশ্বাস করি ৷

ইটিভি ভারত- অনুব্রত-গড় বীরভূম থেকে বিজেপির প্রার্থী আপনি ৷ তিনবারের জয়ী সাংসদের সঙ্গে কীসের ভিত্তিতে লড়াই করবেন ? লড়াইটা কতটা কঠিন ?

দেবাশিস ধর- লড়াইটা ওনার জন্য (শতাব্দী রায়) খুবই কঠিন ৷ অলরেডি টেনশনে ভুলভাল বকছেন উনি ৷ উনি ভাবুন, ওনার উইকেট কীভাবে বাঁচাবেন ! মানুষ মোদিজীকে দেখে ভোট দেবে ৷ সেন্ট্রালের বহু স্কিম এখানকার মানুষ পাচ্ছেন না ৷ আমাদের সরকার পশ্চিমবঙ্গকে 6 লক্ষ কোটির দেনা থেকে বের করে এনে নতুন সূর্য দেখাবে ৷

আরও পড়ুন:

  1. 500 টাকার প্রতিশ্রুতি দিই না, ভবিষ্যতে পাশে থাকার বার্তা সুজনের
  2. বামেরাই বুর্জোয়াদের প্রধান বিরোধী, দেশ বাঁচাতে চাই লাল ঝান্ডা: মীনাক্ষী
  3. জলপাইগুড়িতে ভোটের ইস্যু ‘বাংলাদেশ’! তেঁতুলিয়া করিডর চালুর প্রতিশ্রুতি বিজেপির জয়ন্ত রায়ের
Last Updated : Apr 3, 2024, 4:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.